শিরোনাম
◈ রাখাইনের গেরিলা কমান্ডার থেকে আঞ্চলিক শক্তি: তোয়ান মারত নাইংয়ের উত্থানের গল্প ◈ ইউক্রেন শান্তিচুক্তি নিয়ে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের: ‘অগ্রগতি না হলে সরে আসবে যুক্তরাষ্ট্র’ ◈ ১৪ ঘণ্টা পর ড্রেনে পড়ে যাওয়া নিখোঁজ শিশুর মরদেহ মিলল  ◈ তিন দাবিতে এনসিপির নতুন কর্মসূচি ◈ গাজায় খাদ্য সংকট চরমে, ইসরায়েলি হামলায় একদিনে নিহত ৬৪; মৃতের সংখ্যা ৬১ হাজার ছাড়ালো ◈ তেহরানে সৌদি প্রতিরক্ষামন্ত্রীর বৈঠক: খামেনির কাছে বাদশাহ সালমানের গোপন চিঠি হস্তান্তর ◈ মুরাদনগরে একই দিনে বিএনপি ও এনসিপির পাল্টাপাল্টি জনসভা ঘোষণা, উত্তেজনা চরমে ◈ ব্রাজিলকে নি‌য়ে মেসির আ‌ক্ষেপ ◈ হঠাৎ যে কারণে ইসরায়েলে উড়ে এলো ঝাঁকে ঝাঁকে মার্কিন সামরিক বিমান! ◈ বাংলাদেশে শিক্ষকদের অপমান ও জবরদস্তিমূলক পদত্যাগ: শিক্ষা ব্যবস্থায় অশনি সংকেত

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২৫, ০৫:৩৯ বিকাল
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : মাসুদ আলম

বিভিন্ন ব্র্যান্ডের ২৫১টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের বুঝিয়ে দিলো পুলিশ

জ্যেষ্ঠ প্রতিবেদক : বিভিন্ন সময়ে হারানো, চুরি ও ছিনতাইকৃত বিভিন্ন ব্র্যান্ডের ২৫১টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগ।

মোবাইল ফোন যেমনি মানুষের শখের জিনিস তেমনি এতে ব্যক্তিগত অনেক তথ্য সংরক্ষিত থাকে। মোবাইল ফোন হারিয়ে গেলে তাৎক্ষণিকভাবে অনেক বিপর্যয়ের মুখে পড়তে হয়। তবে ফোন হারালে হতাশ না হয়ে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান।

বৃহস্পতিবার সকালে মোহাম্মদপুরের খিলজী রোডে তেজগাঁও বিভাগের অফিসে এক সংবাদ সম্মেলনে একথা বলে তিনি।

ইবনে মিজান বলেন, “মোবাইল হারানোর বিষয়টি বিবেচনায় নিয়ে বিভিন্ন পর্যায়ের অফিসারদের নিয়ে মোবাইল উদ্ধারকারী টিম গঠন করেছে ডিএমপির তেজগাঁও বিভাগ। এতে ফোকাল পারসন হিসেবে আছে সহকারী পুলিশ কমিশনার (এসি) গোলাম রাব্বানি ও জিয়াউর রহমান। তাদের তদারকির দায়িত্বে আছেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর ও তেজগাঁও জোনের অতিরিক্ত কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা ও মো. আলমগীর কবির।

তিনি জানান, তেজগাঁও বিভাগের ছয় থানায় আসা জিডির ভিত্তিতে মাসে ২৫১টি মোবাইল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মোবাইলের অনুমানিক দাম ৫০ লাখ টাকা। এছাড়া টিম গঠনের পর ৩৭৫টির অধিক মোবাইল উদ্ধার করা হয়েছে।

তেজগাঁও বিভাগের ডিসি জানান, এই টিম বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করে, তথ্যপ্রযুক্তির সহায়তায় মোবাইল উদ্ধার করে থাকে। তবে মোবাইল ফোন বন্ধ থাকলে সেটি উদ্ধার করা কঠিন। চালু হলে বিভিন্ন প্রক্রিয়ায় উদ্ধার করা হয়। এজন্য ফোন হারিয়ে গেলে হতাশ না হয়ে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, “তেজগাঁও বিভাগে মোবাইল উদ্ধারকারী দল মোবাইল উদ্ধারে নিরলস কাজ করে যাচ্ছে।”

সংবাদ সম্মেলনে গত এক মাসে উদ্ধার হওয়া ২৫১টি মোবাইল তুলে দেওয়া হয় প্রকৃত মালিকের হাতে। এসময় হারানো ফোন ফিরে পেয়ে পুলিশকে ধন্যবাদ জানান তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়