শিরোনাম
◈ ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার’ চালানো হচ্ছে আমার বিরুদ্ধে: টিউলিপ ◈ গ্যাসের মূল্যবৃদ্ধি: ঝুঁকিতে নতুন বিনিয়োগ? ◈ ড্রোন শোতে ওয়াসিমের ছবি না থাকায় দুঃখ প্রকাশ করলেন ফারুকী ◈ ৭ বাংলাদেশির ইউরোপের ভিসা পেতে ভারতে গিয়ে যে পরিণতি হলো ◈ সংঘর্ষের ঘটনায় কুয়েটের ৩৭ শিক্ষার্থী বহিষ্কার, হল খুলবে ২ মে ◈ রাজধানীতে ড্রোন শো, ফুটে উঠল জুলাই অভ্যুত্থানের চিত্র (ভিডিও) ◈ আরব আমিরাতে বহুতল ভবনে আগুন, লাফিয়ে পড়ে ৫ জনের মৃত্যু ◈ টেন্ডার পেয়েছেন ছাত্র আন্দোলনের নেতা, জিলাপি খেতে চাইলেন ওসি, অডিও ভাইরাল ◈ চাকরির প্রলোভনে রাশিয়া, শেষে যুদ্ধের ময়দান: দেশে ফেরাতে ডজনখানেক পরিবারের আবেদন মস্কো দূতাবাসে ◈ কালবৈশাখী ঝড়ে পটুয়াখালীর দুমকীতে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি, আহত ২

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৫, ০৬:৪৩ বিকাল
আপডেট : ১৫ এপ্রিল, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমি অত্যন্ত আনন্দিত যে আজ আমি বাংলাদেশের এই ঐতিহাসিক জেলায় আসতে পেরেছি: ইরানের রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভোশি বলেছেন, বাংলাদেশ ও ইরানের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান, এবং আমরা চাই এই সম্পর্ক আরও গভীর হোক। শিক্ষা, সংস্কৃতি, বাণিজ্য ও প্রযুক্তি খাতে আমাদের দু’দেশের মধ্যে সহযোগিতার অপার সম্ভাবনা রয়েছে। আজ রোববার সকালে  সাড়ে ১১টার দিকে বগুড়া চেম্বার অফ কমার্স মিলনায়তনে ব্যবসায়ীদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

রাষ্ট্রদূত বলেন, আমি অত্যন্ত আনন্দিত যে আজ আমি বাংলাদেশের এই ঐতিহাসিক জেলা বগুড়ায় আসতে পেরেছি। এটি একটি চমৎকার জায়গা, এবং এখানকার মানুষের আতিথেয়তা আমাকে হৃদয় থেকে স্পর্শ করেছে।

সভায় সভাপতিত্ব করেন চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি সাইরুল ইসলাম, এতে এনসিপির যুগ্ম সদস্য সচিব গাজী সালাহউদ্দিন তানভীর, চেম্বারের পরিচালক হাসান আলী আলালসহ ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।

তিন দিনের সফরে ইরানের রাষ্ট্রদূত বগুড়া এসে সরকারি বেসরকারি বিভিন্ন স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান বগুড়ার মহাস্থানগড়সহ ঐতিহ্যবাহী স্থান পরিদর্শন করেছেন।

ব্যবসায়ীদের সাথে মতবিনিময় শেষে রাষ্ট্রদূত সফরের আয়োজনকারীদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে বাংলাদেশ ও ইরানের বন্ধুত্ব আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়