শিরোনাম
◈ নতুন রেকর্ড সোনার দামে, ৩৩০০ ডলার ছাড়ালো আউন্স ◈ মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন চায় না এনসিপি: নাহিদ ইসলাম ◈ বিমান বাহিনীর ৭১ নং স্কোয়াড্রন এ স্থাপিত আকাশ প্রতিরক্ষা র‌্যাডার উদ্বোধন ◈ নারী ফুটবলার কৃষ্ণাও গেলেন ভুটানে লিগ খেল‌তে ◈ ২০২৮ অলিম্পিকে ক্রিকেট হ‌বে ‌যৃক্তরা‌ষ্ট্রের পো‌মোনা‌তে  ◈ দৈনিক ভিত্তিতে শ্রমিক নিয়োগ দেবে সরকার, ১৮-৫৮ বছর বয়সীরা কাজের সুযোগ পাবেন ◈ যুক্তরাষ্ট্র-চীনের যে বিরল খনিজ নিয়ে দ্বন্দ্ব, তা পাওয়ার সম্ভাবনা বাংলাদেশে ◈ আগামী রমজানের আগেই নির্বাচন চায় জামায়াতে ইসলামি (ভিডিও) ◈ জুলাই গণআন্দোলনের সময় কানাডার সাফারি পার্কে আ‌য়ে‌শি সময় কাটান, কী ব্যাখ্যা দিলেন সাকিব? ◈ রূপপুর ঋণ: ১৬৪ মিলিয়ন ডলার জরিমানা মাফ

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৫, ০৪:৫০ দুপুর
আপডেট : ১৬ এপ্রিল, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যাতীত’ শর্ত পুনর্বহাল

বাংলাদেশের পাসপোর্টে 'ইসরায়েল ব্যতীত' শর্ত পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়েছে।

গত ৭ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের বহিরাগমন-৪ শাখার উপসচিব নীলিমা আফরোজের সই করা একটি অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়েছে, 'উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে পূর্বের ন্যায় বাংলাদেশি পাসপোর্টে "ইসরায়েল ব্যতীত" শর্ত পুনর্বহালের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।'

এর আগে শনিবার (১২ এপ্রিল) 'প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ' নামের একটি প্ল্যাটফর্ম আয়োজিত 'মার্চ ফর গাজা' কর্মসূচির মঞ্চ থেকে বাংলাদেশি পাসপোর্টে 'এক্সেপ্ট ইসরায়েল' শর্ত পুনর্বহালের দাবি এবং ইসরায়েলের সঙ্গে সরকারের 'সব ধরনের চুক্তি বাতিলের' আহ্বান জানানো হয়।

তাদের ঘোষণাপত্রে বলা হয়, বাংলাদেশি পাসপোর্টে 'এক্সেপ্ট ইসরায়েল' শর্ত পুনর্বহাল করতে হবে। একইসঙ্গে ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেওয়ার অবস্থান আরও স্পষ্টভাবে তুলে ধরতে হবে।

উল্লেখ্য, বাংলাদেশের সঙ্গে ইসরায়েলে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। বাংলাদেশের পাসপোর্টে আগে 'দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড এক্সেপ্ট ইসরায়েল' লেখাটি মুদ্রিত ছিল। যার বাংলা অর্থ দাঁড়ায়: 'এ পাসপোর্টটি ইসরায়েল ছাড়া বিশ্বের সকল দেশের জন্য বৈধ।'

২০২১ সালের মে মাসে 'আন্তর্জাতিক মান রক্ষার্থে' বাংলাদেশের ই-পাসপোর্ট থেকে এ লেখাটি অপসারণ করা হয়। তবে বাংলাদেশিরা এখনো পাসপোর্ট ব্যবহার করে ইসরায়েল ভ্রমণ করতে পারেন না।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়