ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের উদ্দেশে বিশেষ বার্তা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। ভিসা জালিয়াতি করলে স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রের দরজা বন্ধ হয়ে যেতে পারে বলে জানানো হয়েছে।
আজ রোববার (১৩ এপ্রিল) মার্কিন দূতাবাসের ফেসবুকে এক পোস্টে এই বার্তা দেয়া হয়।
এতে বলা হয়, ভিসা জালিয়াতির পরিণতি অত্যন্ত গুরুতর। মিথ্যা বলা বা ভুয়া নথিপত্র জমা দিলে যুক্তরাষ্ট্রের অভিবাসন আইনের আওতায় ভিসা স্থায়ীভাবে বাতিল হতে পারে। এর অর্থ হচ্ছে, আপনি আর কখনো যুক্তরাষ্ট্রে যেতে পারবেন না।