শিরোনাম
◈ ‘প্রথম আলোকে’ জাতির কাছে ক্ষমা চাইতে বললেন জামায়াত আমির ◈ হাসপাতালে ইসরাইলি হামলা: গাজার রোগীদের মুখে গা শিউরে ওঠার মতো বর্ণনা  ◈ রাজনৈতিক দখল, আধিপত্য ঘিরে বাংলাদেশে বাড়ছে সংঘাত-সংঘর্ষ ◈ প্রধান উপদেষ্টা রসিকতা করে বলেন, তোমরা এই ব্যাকগ্রাউন্ড মিউজিক কীভাবে জোগাড় করলে ◈ ওয়ান‌ডে ও টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ খেল‌তে মে মা‌সে বাংলাদেশে  আসছে দক্ষিণ আফ্রিকা ◈ এমন দমবন্ধ করা পহেলা বৈশাখ দেখিনি, দেখব বলে আশাও করিনি: শাওন ◈ এশিয়ার ৩ দেশ সফরে বের হয়েছেন শি জিনপিং ◈ জাইমা রহমানের নামে ভুয়া ফেসবুকে আইডি ও পেজ! ◈ বিনিয়োগ সম্মেলন নিয়ে পেছনের গল্প জানালেন আশিক চৌধুরী! ◈ পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ১৫ টাকা

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৫, ১১:১৬ দুপুর
আপডেট : ১৪ এপ্রিল, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : মাসুদ আলম

বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় গ্রেপ্তারে লাগবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা মামলাগুলোর আসামিদের গ্রেপ্তারে এখন থেকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কর্মকর্তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।

গত বৃহস্পতিবার মাঠপর্যায়ের কর্মকর্তাদের এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন ডিএমপির যুগ্ম কমিশনার মো. ফারুক হাসান। তাঁর স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, এসব মামলায় এজাহারনামীয় ও তদন্তে উঠে আসা আসামির সংখ্যা বেশি হওয়ায় গ্রেপ্তারের আগে যথাযথ অনুমোদন নেওয়া আবশ্যক।

তিনি বলেন, “বৈষম্যবিরোধী আন্দোলন–সংক্রান্ত মামলায় যাঁদের বিরুদ্ধে তদন্তে সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে, তাঁদের বিচারের আওতায় আনা হচ্ছে। তবে নিশ্চিতভাবে নিরপরাধ কাউকে যেন হয়রানির শিকার হতে না হয়, সে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে।”

এই বিষয়ে তিনি আরও জানান, পুলিশ কমিশনারের নির্দেশনায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের চিঠি দিয়ে নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে কোনো ধরনের হয়রানি বা অপব্যবহার না ঘটে।

এর আগে গত ৫ ডিসেম্বর পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম সাংবাদিকদের বলেছিলেন, “জুলাই বিপ্লবের পর অনেকেই মিথ্যা মামলা করেছেন। তবে এসব মামলায় নিরীহ কাউকে হয়রানি করা হবে না কিংবা তাঁদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে না। ৫ আগস্টকে কেন্দ্র করে কিছু প্রতারণা, হয়রানি ও বাণিজ্য হয়েছে—এসব বিষয়ে সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে।” সূত্র: প্রথম আলো

  • সর্বশেষ
  • জনপ্রিয়