শিরোনাম
◈ বজ্রপাতে নেত্রকোনায় তিনজন নিহত ◈ বাংলাদেশে ফের পূর্ণ সক্ষমতায় আদানির  দুই ইউনিট থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে ◈ গোপন সংবাদের ভিত্তিতে সা‌বেক এমপি শাহ সারোয়ার কবীর‌ আটক ◈ প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে বিসিএস প্রার্থীরা, পুলিশের বাধা (ভিডিও) ◈ লন্ডনে তারেক রহমানের বাসায় গিয়েছিলেন জামায়াত আমির ◈ টেকনাফের ৩ হাজার জেলের আরাকান আর্মি আতঙ্কে মাছ ধরা বন্ধ  ◈ চলতি মাসের প্রথম ১২ দিনে রেমিট্যান্স এলো সাড়ে ১২ হাজার কোটি টাকা ◈ গ্যাস ও সয়াবিন তেলের দাম বৃদ্ধিতে বিপাকে সাধারণ মানুষ, অযৌক্তিক বলছেন রাজীতিবিদরা ◈ পোশাক খাতে করছাড় ও ভ্যাট অব্যাহতির দাবি বিজিএমইএর ◈ ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে রাজধানীতে হঠাৎ আ. লীগের ঝটিকা মিছিল (ভিডিও)

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৫, ১১:১৬ দুপুর
আপডেট : ১৫ এপ্রিল, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : মাসুদ আলম

বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় গ্রেপ্তারে লাগবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা মামলাগুলোর আসামিদের গ্রেপ্তারে এখন থেকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কর্মকর্তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।

গত বৃহস্পতিবার মাঠপর্যায়ের কর্মকর্তাদের এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন ডিএমপির যুগ্ম কমিশনার মো. ফারুক হাসান। তাঁর স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, এসব মামলায় এজাহারনামীয় ও তদন্তে উঠে আসা আসামির সংখ্যা বেশি হওয়ায় গ্রেপ্তারের আগে যথাযথ অনুমোদন নেওয়া আবশ্যক।

তিনি বলেন, “বৈষম্যবিরোধী আন্দোলন–সংক্রান্ত মামলায় যাঁদের বিরুদ্ধে তদন্তে সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে, তাঁদের বিচারের আওতায় আনা হচ্ছে। তবে নিশ্চিতভাবে নিরপরাধ কাউকে যেন হয়রানির শিকার হতে না হয়, সে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে।”

এই বিষয়ে তিনি আরও জানান, পুলিশ কমিশনারের নির্দেশনায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের চিঠি দিয়ে নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে কোনো ধরনের হয়রানি বা অপব্যবহার না ঘটে।

এর আগে গত ৫ ডিসেম্বর পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম সাংবাদিকদের বলেছিলেন, “জুলাই বিপ্লবের পর অনেকেই মিথ্যা মামলা করেছেন। তবে এসব মামলায় নিরীহ কাউকে হয়রানি করা হবে না কিংবা তাঁদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে না। ৫ আগস্টকে কেন্দ্র করে কিছু প্রতারণা, হয়রানি ও বাণিজ্য হয়েছে—এসব বিষয়ে সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে।” সূত্র: প্রথম আলো

  • সর্বশেষ
  • জনপ্রিয়