বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
বুধবার (৯ এপ্রিল) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
দুই পররাষ্ট্রমন্ত্রীর আলাপ কবে হয়েছে সেটি উল্লেখ না করে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দুই পররাষ্ট্রমন্ত্রী টেলিফোন আলাপে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন, পারস্পরিক স্বার্থের বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন এবং ভবিষ্যতের কর্মকাণ্ড ও সহযোগিতার জন্য তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।
প্রসঙ্গত, চলতি মাসের শেষের দিকে ঢাকা সফরে আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। ঢাকা সফরকালে তিনি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।