মার্কিন সংস্থা নাসার সঙ্গে মহাকাশ গবেষণার তথ্য আদান-প্রদানের লক্ষ্যে একটি চুক্তি করেছে বাংলাদেশ।
বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিন মঙ্গলবার (৮ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে এ-সংক্রান্ত চুক্তি সই হয়।
নাসা ও অন্যান্য মহাকাশ সংস্থার সঙ্গে কাজ করলে বাংলাদেশ আধুনিক প্রযুক্তি, স্যাটেলাইট সিস্টেম ও বৈজ্ঞানিক গবেষণায় প্রবেশাধিকার পাবে।
এ চুক্তির ফলে স্পারসোর কাজ আরও বেগবান হবে। নাসার প্রযুক্তিগত সহায়তায় দেশেই স্যাটেলাইট তৈরি করা সম্ভব হবে। এসব স্যাটেলাইটের মাধ্যমে বন্যা, ঘূর্ণিঝড় বা জলবায়ু কেমন হবে তার আভাস পাওয়া যাবে।
এ ছাড়া এই চুক্তির ফলে বাংলাদেশের শিক্ষার্থী ও বিজ্ঞানীরা নাসার সঙ্গে কাজ করার সুযোগ পাবেন। তারা নাসার ট্রেনিং, স্কলারশিপসহ বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবেন। উৎস: সময়নিউজটিভি।