শিরোনাম
◈ বিদেশ ভ্রমণে সরকারি কর্মকর্তাদের জরুরি নির্দেশনা ◈ পহেলা বৈশাখে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা মাউশির ◈ ইসরায়েলি গণহত্যার তীব্র নিন্দা জানালো বাংলাদেশ ◈ ঐকমত্য কমিশনের সাথে কাল আলোচনায় বসবে এবি পার্টি ◈ ডিএমপি কমিশনারের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের সাক্ষাৎ   ◈ রেস্টুরেন্টে ইসরায়েলি কোমল পানীয় রাখার অভিযোগে ভাঙচুর ◈ পাল্টা শুল্ক তিন মাস স্থগিতের অনুরোধ করে ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিলেন প্রধান উপদেষ্টা ◈ সেই পুলিশ কনস্টেবল পাচ্ছেন ‘রাষ্ট্রপতি পুলিশ পদক’ ◈ সোনালী ব্যাংকের সাবেক ৭ কর্মকর্তাসহ ১১ জনের অর্থ আত্মসাতের মামলায় কারাদণ্ড ◈ ১১.৪৪% প্রবৃদ্ধি রপ্তানিতে, মার্চে আয় ৪.২৫ বিলিয়ন ডলার

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২৫, ১২:২৫ দুপুর
আপডেট : ০৭ এপ্রিল, ২০২৫, ০৭:১২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে আজ সারা দেশে ধর্মঘট

‘মার্চ ফর প্যালেস্টাইন’ নামের একটি প্ল্যাটফর্ম আজ বাংলাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে গাজায় গণহত্যার বিরুদ্ধে এবং স্বাধীন ফিলিস্তিনের দাবিতে সংহতি সমাবেশের আহ্বান জানিয়েছে। তারা আজ বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সংহতি ও বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে।

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান ধ্বংসযজ্ঞের প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে আজ সোমবার দেশব্যাপী সাধারণ ধর্মঘট পালনের আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক দল শিক্ষার্থী ও ছাত্রনেতা। এই আহ্বানের প্রতি সংহতি জানিয়ে এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের অনেক বিভাগ আজ ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন।

এ কর্মসূচি সফলের আহ্বান জানিয়ে নিজেদের ফেসবুক আইডিতে পোস্ট দিয়েছেন ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি আবু সাদিক কায়েম।

প্ল্যাটফর্মটির বার্তাপ্রেরক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী রেজওয়ান আহমেদ রিফাত গণমাধ্যমকে বলেন, ‘ফিলিস্তিনে চলমান গণহত্যার বিরুদ্ধে সোমবার বিশ্বব্যাপী হরতাল পালিত হবে। নিউইয়র্কে জাতিসংঘের কার্যালয়সহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হবে। সারা বিশ্বের মুক্তিকামী মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এই প্রতিবাদে অংশ নেওয়ার আহ্বান থাকছে।’

ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লার বসু ফেসবুকে একটি ভিডিও বার্তায় আজ সারা দেশে ধর্মঘট পালনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘আপনাদের আহ্বান জানাতে চাই, আপনারা এই ধর্মঘট সফল করুন। সোমবার বাংলাদেশে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান যেন না চালু হয়, কোনো স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে ক্লাস না হয়, তা নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করুন।’

গতকাল রোববার দুপুরে ‘গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলনের’ দুই সংগঠক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ ও এ বি যুবায়েরও এ কর্মসূচি সফল করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগের প্রতি আহ্বান জানিয়েছেন।

এক ফেসবুক পোস্টে এ বি যুবায়ের বলেন, ‘সোমবার বিশ্বব্যাপী ধর্মঘট পালনের আহ্বান জানিয়েছেন আমাদের মজলুম গাজাবাসী ভাইবোনেরা। গণহত্যা বন্ধের দাবিতে বিশ্বের সব দেশে একযোগে স্কুল, কলেজ, ভার্সিটি, অফিস ও আদালত বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন তাঁরা। তাঁদের ডাকে সাড়া দিয়ে সোমবার সারা দিন বাংলাদেশেও সাধারণ ধর্মঘট পালনের আহ্বান জানাচ্ছি। সোমবার আপনারা সব শিক্ষাপ্রতিষ্ঠান, কলকারখানা, অফিস-আদালত বন্ধ রাখুন। ক্লাস-পরীক্ষা বর্জন করুন। চলুন বৈশ্বিকভাবে একযোগে দাবি জানাই, ফ্রি ফ্রি ফিলিস্তিন।’

এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ, অর্থনীতি বিভাগ, আরবি বিভাগ, উন্নয়ন অধ্যয়ন বিভাগ, ফলিত গণিত, মনোবিজ্ঞান, গণযোগাযোগ ও সাংবাদিকতাসহ অনেকগুলো বিভাগ এ কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়েছে। তারা সোমবারের ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে।

ছাত্রদলের সংহতি ও কর্মসূচি ঘোষণা

ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলার নিন্দা জানিয়ে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। একই সঙ্গে ইসরায়েলের হামলায় হতাহত ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে আজ সোমবার বিশ্বব্যাপী কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করেছে সংগঠনটি।

গতকাল রোববার এক বিবৃতিতে গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন।

বিবৃতিতে বলা হয়, গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলায় ইতিমধ্যে হাজার হাজার নিরপরাধ মানুষ শহীদ হয়েছেন। শিশু, নারী ও বৃদ্ধদের নির্মমভাবে হত্যা করছেন ইসরায়েলি সেনারা। গাজা আজ মৃত্যু উপত্যকা। পৃথিবীর মানচিত্র থেকে গাজাকে মুছে ফেলতে নারকীয় হত্যাযজ্ঞে মেতে উঠেছে ইসরায়েল। পরিতাপের বিষয় এই যে, বিশ্ব এখনো নীরব দর্শকের ভূমিকা পালন করছে।

বিবৃতিতে গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে ছাত্রদলের নেতারা বলেন, এমন ভয়ংকর বর্বরতার নিন্দা ভাষায় প্রকাশ সম্ভব নয়। ইসরায়েলের বর্বরতা সত্ত্বেও বিশ্ববাসীর নির্লিপ্ত আচরণ ততোধিক অমানবিক। এর পরিপ্রেক্ষিতে ছাত্রদল গাজায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করছে।

কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান এবং দুপুর ১২টায় প্রতিটি শহরের সব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মিছিল বের করে শহরের প্রাণকেন্দ্রে সম্মিলিত বিক্ষোভ সমাবেশ করবে ছাত্রদল। ওই কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য দেশের আপামর ছাত্র-জনতার প্রতি অনুরোধ জানানো হয়েছে বিবৃতিতে।

মার্কিন দূতাবাস অভিমুখে গণযাত্রার ঘোষণা

এদিকে ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছেন একদল শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে মিছিলটি শুরু হয়ে রাজু ভাস্কর্যের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ হয়। পরে সেখানে একটি গায়েবানা জানাজাও সম্পন্ন হয়।

এই কর্মসূচি থেকে ৮ এপ্রিল আগামীকাল মঙ্গলবার বেলা সাড়ে ৩টায় রাজু ভাস্কর্যের সামনে থেকে মার্কিন দূতাবাস অভিমুখে গণযাত্রার কর্মসূচি ঘোষণা করা হয়।

বিক্ষোভ সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মুসাদ্দেক আলী ইবনে মুহাম্মদ বলেন, ‘আমরা অনেক ব্যথা নিয়ে এখানে হাজির হয়েছি। গণহত্যার ভিডিওগুলো যখন সামনে আসে সেগুলো দেখে আমরা নিজেদের ধরে রাখতে পারি না। আমরা দেখেছি, বোমার আঘাতে ফিলিস্তিনের শিশুদের হাড়গুলো কীভাবে উড়ে যাচ্ছে। আমার মুসলিম ভাইয়েরা যখন মরছিল, আরব বিশ্বের নেতারা তখন হাতে চুড়ি পরে বসে ছিল।’

ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে আজ সোমবার সারা দেশে ধর্মঘট সফল করার আহ্বান জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী আনাস ইবনে মুনির। তিনি বলেন, ‘আমরা ইসরায়েলি পণ্য বয়কট করব এবং ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পাশে দাঁড়াব।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী আবদুল্লাহ আরিয়ান বলেন, ‘ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়াতে আপনাকে মুসলমান হওয়া লাগবে না, মানুষ হওয়া লাগবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়