শিরোনাম
◈ ‘বাটা কোনো ইসরায়েলি মালিকানাধীন কোম্পানি নয়, চেক প্রজাতন্ত্রে প্রতিষ্ঠিত’ ◈ সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ গ্রেফতার ◈ ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ আইজিপির ◈ আমরা এমন কিছু পদক্ষেপ নেবো বাংলাদেশের রপ্তানি বাড়বে, কমবে না: প্রেস সচিব ◈ প্রায় ৩ লাখ কোটি টাকা আদায় অযোগ্য ঋণের পরিমাণ ◈ বিদেশ ভ্রমণে সরকারি কর্মকর্তাদের জরুরি নির্দেশনা ◈ পহেলা বৈশাখে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা মাউশির ◈ ইসরায়েলি গণহত্যার তীব্র নিন্দা জানালো বাংলাদেশ ◈ ঐকমত্য কমিশনের সাথে কাল আলোচনায় বসবে এবি পার্টি ◈ ডিএমপি কমিশনারের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের সাক্ষাৎ  

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২৫, ১০:৫৮ রাত
আপডেট : ০৮ এপ্রিল, ২০২৫, ১২:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিনিয়োগ সম্মেলন-২০২৫: নিজেদের পরিকল্পনা’ জানাবে ৩ দল

চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন-২০২৫ শুরু হচ্ছে আগামীকাল সোমবার। এবারের বিনিয়োগ সম্মেলনে দলের ভবিষ্যত বিনিয়োগ পরিকল্পনা তুলে ধরবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার (৬ এপ্রিল) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী পরিচালক চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এ তথ্য জানান।

তিনি বলেন, একটি দেশের দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে রাজনৈতিক স্থিতিশীলতা অত্যাবশ্যক। এ কারণে এবারের বিনিয়োগ সম্মেলনে বিএনপি, জামায়াত ও এনসিপিকে অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছিল। এরই মধ্যে তারা জানিয়েছেন, উদ্বোধনী অনুষ্ঠানে সব রাজনৈতিক দলের প্রতিনিধি উপস্থিত থাকবেন।

চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রতিনিধি দলের সদস্যরা বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এর মাধ্যমে তারা তুলে ধরবেন, তাদের দল ক্ষমতায় এলে কীভাবে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি ও বিনিয়োগ ব্যবস্থাকে ঢেলে সাজাবেন।

আয়োজক প্রতিষ্ঠান বিডা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিনিয়োগকারীদের দ্বিপাক্ষিক বৈঠকের ব্যবস্থা করবে। উৎস: জাগোনিউজ২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়