পবিত্র ঈদুল ফিতরের ছুটি শুরু হলেও রাজধানীতে মেট্রোরেল চলাচল করছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের দিন ব্যতীত প্রতিদিনই মেট্রোরেল চলাচল করবে।
শনিবার (২৯ মার্চ) বিকেলে সাড়ে ৫টার দিকে এই সিদ্ধান্তের কথা জানায় ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
ফেসবুক পোস্টে ডিএমটিসিএল জানিয়েছে, পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৫ উপলক্ষে শুধুমাত্র ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। অন্য দিনগুলোতে যথা নিয়মে মেট্রোরেল চলাচল অব্যাহত থাকবে।
এদিকে পবিত্র রমজান মাসে অফিস সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রথম রমজান থেকে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত সাপ্তাহিক কর্মদিবসে বিশেষ সময়সূচিতে মেট্রোরেল চলাচল করছে। সময়সূচি অনুযায়ী, সর্বপ্রথম মেট্রোরেল উত্তরা উত্তর স্টেশন থেকে সকাল ৭টা ১০ মিনিটে ছাড়ছে ও সর্বশেষ ট্রেন রাত ৯টায় ছাড়ছে। অন্যদিকে মতিঝিল থেকে সর্বপ্রথম ট্রেন সকাল সাড়ে ৭টায় এবং সর্বশেষ ট্রেন রাত ৯টা ৪০ মিনিটে ছাড়ছে।