শিরোনাম
◈ ঈদ মিছিলে নাসিরুদ্দিন হোজ্জার পাপেট নিয়ে কেন এত আলোচনা, হাস্যরস? ◈ বোতল হাতে নিয়ে মারতে ছুটে আসা কোচকে ‘কুংফু কিক’ মারলেন রেফারি (ভিডিও) ◈ দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস ◈ ১০ জেলায় ঈদের প্রথম দিনে সড়কে ঝরলো ২১ প্রাণ ◈ তালিকা হালনাগাদ: তরুণ ভোটাররা এবারও বিশেষ হিসাব-নিকাশে  ◈ নেতাকর্মীদের সঙ্গে খালেদা জিয়ার ঈদের শুভেচ্ছা বিনিময় ◈ ট্রাম্পকে গাজায় হামলা বন্ধে আহ্বান মুক্তিপ্রাপ্ত ইসরায়েলি জিম্মির ◈ সৌদি আরবে আত্মহত্যার আগে স্ত্রীসহ ২ জনকে কুপিয়ে হত্যা করলো বাংলাদেশি ◈ তিন এজেন্ডা নিয়ে এগোচ্ছি: নাহিদ ইসলাম ◈ নেপালের মাওবাদী কমান্ডার এখন রাজতন্ত্রের পক্ষে হিন্দুত্ববাদী আন্দোলনের নেতা

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২৫, ১২:৪৭ রাত
আপডেট : ৩১ মার্চ, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ড. ইউনূস চীনের আগে ভারত সফর করতে চেয়েছিলেন: দ্য হিন্দুকে প্রেস সচিব শফিকুল আলম

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চীনের আগে ভারত সফর করতে চেয়েছিলেন। কিন্তু ঢাকার অনুরোধের পরিপ্রেক্ষিতে দিল্লি ইতিবাচক সাড়া দেয়নি।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গতকাল মঙ্গলবার সর্বভারতীয় ইংরেজি দৈনিক দ্য হিন্দুকে এ কথা জানিয়েছেন।

ড. ইউনূস ভারতের সঙ্গে উষ্ণ সম্পর্ক বজায় রাখতে আগ্রহী উল্লেখ করে প্রেস সচিব বলেন, 'প্রকৃতপক্ষে, আমরা গত বছরের ডিসেম্বরের শুরুতেই প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের ভারত সফরের জন্য সংশ্লিষ্ট পক্ষকে আমাদের আগ্রহের কথা জানিয়েছিলাম এবং দ্বিপাক্ষিক সফরের অনুরোধ করেছিলাম। চীনে সফর চূড়ান্ত হওয়ার সপ্তাহ খানেক আগে এটি করা হয়েছিল। দুর্ভাগ্যবশত, আমরা কোনো ইতিবাচক সাড়া পাইনি।'

অধ্যাপক ইউনূস আজ বুধবার চীন সফরে গেছেন এবং আশা করা হচ্ছে, আগামী ২৯ মার্চ পর্যন্ত তিনি সেখানে থাকবেন। এই সময়ে তিনি প্রেসিডেন্ট সি চিন পিংয়ের দ্বিপক্ষীয় বৈঠক সঙ্গে সাক্ষাৎ করবেন। চীন সফর শেষে, ইউনূস আগামী ৩ ও ৪ এপ্রিল ব্যাংককে বিমসটেক সম্মেলনে যোগ দেবেন।

প্রেস সচিবের জানিয়েছেন, বিমসটেক সম্মেলনের ফাঁকে ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে একটি বৈঠকের জন্য বাংলাদেশ আরেকটি অনুরোধ জানিয়েছে এবং ভারতের জবাবের অপেক্ষা করছে।

এদিকে, স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়ে নরেন্দ্র মোদি আজ ড. ইউনূসকে একটি চিঠি লিখেছেন।

দ্য হিন্দু জানিয়েছে, ২০২৪ সালের ডিসেম্বরে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির বেইজিং সফরের পর ড. ইউনূসের চীন সফর সাম্প্রতিক মাসগুলোতে দক্ষিণ এশিয়ার কোনো নেতার দ্বিতীয় উচ্চপর্যায়ের সফর। অনুবাদ: ডেইলি স্টার।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়