শিরোনাম
◈ আলোচিত পরিকল্পনাগুলো বাস্তবায়নের পথে এগিয়ে যাওয়াই এখন অগ্রাধিকার: চীনের রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা ◈ বাংলাদেশ ভ্রমণে মার্কিন সতর্কতা নিয়ে ‘ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তিকর' ◈ স্ক্যানিং ছাড়াই চলছে বেনাপোল বন্দর দিয়ে পণ্য প্রবেশ, ঝুঁকিতে নিরাপদ বাণিজ্য! ◈ বিশ্ববিদ্যালয় ছাত্র খুন: প্রেমিকাকেও দেখা গেল সিসিটিভিতে, মামলায় নেই তার অস্তিত্ব ◈ দেশি-বিদেশি মাস্টারপ্ল্যান আওয়ামী লীগকে মাঠে নামানোর পেছনে ◈ পারভেজ হত্যাকাণ্ড: ছাত্রদল বিভ্রান্তিকর প্রচারণা শুরু করেছে: উমামা ফাতেমা (ভিডিও) ◈ নাটোরে ছাত্রলীগ কর্মীকে রিকশায় পিঠে পা চেপে ঘোরানো, ভিডিও ছড়িয়ে পড়ায় তোলপাড় ◈ ‘আমরা একটি কঠিন কিন্তু অপরিহার্য পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি’  ◈ বাংলাদেশ থেকে যাওয়ার সময় জীবননাশের শঙ্কায় ছিলাম: দাবি হাথুরুসিংহের ◈ জাতীয় পরিচয়পত্রের অসুন্দর ছবিটি ঘরে বসেই বদলাবেন যেভাবে

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২৫, ০২:২৮ দুপুর
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আন্দোলনরত শ্রমিকদের সচিবালয় অভিমুখে যাত্রা, পুলিশের লাঠিচার্জ–টিয়ারশেল (ভিডিও)

বকেয়া মজুরি ও ঈদ বোনাসের দাবিতে আন্দোলনরত পোশাক শ্রমিকদের মধ্যে একটি অংশ সচিবালয়ের দিক যেতে চাইলে পুলিশ বাধা দিয়েছে। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ বেঁধে যায়। ইটপাটকেল ছোড়ে শ্রমিকেরা। পুলিশ তাঁদের লাঠিচার্জ, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড মেরে ছত্রভঙ্গ করে দেয়।

দুপুরে টি অ্যান্ড জেড অ্যাপারেলস লিমিটেডের আন্দোলনরত শ্রমিকেরা শ্রম ভবনের সামনে থেকে সচিবালয় অভিমুখে যাত্রা করেন বলে জানা গেছে। পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দিয়েছে।

আজ মঙ্গলবার দুপুরের দিকে পল্টনে এ ঘটনা ঘটে।

বকেয়া মজুরি ও ঈদ বোনাসের দাবিতে কয়েক দিন ধরেই আন্দোলন বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকেরা। এর মধ্যে আন্দোলনরত এক পোশাকশ্রমিকের মৃত্যুর ঘটনায় মালিক ও দায়ীদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করছেন শ্রমিকেরা।

আজ মঙ্গলবারও বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়নের ব্যানারে শ্রমিকেরা বিক্ষোভ করছেন। গতকাল সোমবার রাজধানীর বিজয় নগরে শ্রম ভবনের সামনে তাঁরা বিক্ষোভ করেন। শ্রমিকদের বেতন বকেয়া পরিশোধ না হওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

গতকাল দুপুর ১২টায় রাজধানীর শ্রম ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। তাঁরা লাল ও কালো পতাকা নিয়ে মিছিল করেন। নানা ধরনের স্লোগান দেন। উৎস: আজকের পত্রিকা ও সমকাল।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়