শিরোনাম
◈ সয়াবিন তেলের মূল্য লিটারে ১৮ টাকা বাড়াতে চান ব্যবসায়ীরা ◈ মিয়ানমার ও থাইল্যান্ডে ৭.৭ মাত্রার ভূমিকম্প: নিহত শতাধিক, নিখোঁজ ৭০ ◈ ডিসিদের প্রতি প্রধান উপদেষ্টার ১২ নির্দেশনা ◈ মতপ্রকাশের স্বাধীনতা ছাড়া সুস্থ ও সভ্য সমাজ সম্ভব নয়: ভারতের সুপ্রিম কোর্ট ◈ বাংলাদেশ ও সৌদি আরবে একই দিনে ঈদ? ◈ ড. ইউনূসের প্রশংসায় তুরস্কের ফার্স্ট লেডি ◈ থাইল্যান্ডে মোদি–ইউনূস দ্বিপক্ষীয় বৈঠক হচ্ছে না: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি ◈ শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল থাইল্যান্ড: চোখের পলকে ধসে পড়ল ৩০ তলা ভবন, ব্যাংককে জরুরি অবস্থা জারি (ভিডিও) ◈ ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প ◈ ঈদের আগেই এ টি এম আজহারের মুক্তি চায় জামায়াত

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২৫, ০২:২৮ দুপুর
আপডেট : ২৭ মার্চ, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আন্দোলনরত শ্রমিকদের সচিবালয় অভিমুখে যাত্রা, পুলিশের লাঠিচার্জ–টিয়ারশেল (ভিডিও)

বকেয়া মজুরি ও ঈদ বোনাসের দাবিতে আন্দোলনরত পোশাক শ্রমিকদের মধ্যে একটি অংশ সচিবালয়ের দিক যেতে চাইলে পুলিশ বাধা দিয়েছে। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ বেঁধে যায়। ইটপাটকেল ছোড়ে শ্রমিকেরা। পুলিশ তাঁদের লাঠিচার্জ, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড মেরে ছত্রভঙ্গ করে দেয়।

দুপুরে টি অ্যান্ড জেড অ্যাপারেলস লিমিটেডের আন্দোলনরত শ্রমিকেরা শ্রম ভবনের সামনে থেকে সচিবালয় অভিমুখে যাত্রা করেন বলে জানা গেছে। পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দিয়েছে।

আজ মঙ্গলবার দুপুরের দিকে পল্টনে এ ঘটনা ঘটে।

বকেয়া মজুরি ও ঈদ বোনাসের দাবিতে কয়েক দিন ধরেই আন্দোলন বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকেরা। এর মধ্যে আন্দোলনরত এক পোশাকশ্রমিকের মৃত্যুর ঘটনায় মালিক ও দায়ীদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করছেন শ্রমিকেরা।

আজ মঙ্গলবারও বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়নের ব্যানারে শ্রমিকেরা বিক্ষোভ করছেন। গতকাল সোমবার রাজধানীর বিজয় নগরে শ্রম ভবনের সামনে তাঁরা বিক্ষোভ করেন। শ্রমিকদের বেতন বকেয়া পরিশোধ না হওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

গতকাল দুপুর ১২টায় রাজধানীর শ্রম ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। তাঁরা লাল ও কালো পতাকা নিয়ে মিছিল করেন। নানা ধরনের স্লোগান দেন। উৎস: আজকের পত্রিকা ও সমকাল।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়