দ্বিপাক্ষিক সামরিক সক্ষমতা বাড়াতে দুই দিনের সফরে বাংলাদেশে পৌঁছেছেন মার্কিন প্যাসিফিক কমান্ডের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জোয়েল বি ভোয়েল।
সোমবার (২৪ মার্চ) রাতে তিনি ঢাকা পৌঁছান। তার সাথে আরো ৬ জন সফরসঙ্গী রয়েছেন।
মঙ্গলবার (২৫ মার্চ) সকালে যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাসে কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন লেফটেন্যান্ট জেনারেল জোয়েল বি ভোয়েল।
এরপরে আর্মি চিফ অফ স্টাফের সাথে দেখা করবেন। সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে পিএসও এএফডির সাথেও। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথেও তার সাক্ষাৎ করার কথা রয়েছে।