শিরোনাম
◈ বৃহস্পতিবার ঢাকার যেসব এলাকায় গ্যাস থাকবে না ◈ ২৪ দিনেই এসেছে প্রায় ৩৩ হাজার ৫৩৭ কোটি ৮০ লাখ টাকা, সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড ◈ জনগণের আস্থা অর্জনের জন্য রাজনৈতিক ও নীতিগত ঐকমত্য প্রয়োজন: পরিবেশ উপদেষ্টা ◈ গুলশানে প্রকাশ্যে যুবককে হত্যার রহস্য উদঘাটন, ২ জন গ্রেপ্তার ◈ উজবেকিস্তানের বিরুদ্ধে ড্র করে বিশ্বকাপে উঠলো ইরান ◈ বাংলাদেশকে অভিনন্দন জানালো যুক্তরাষ্ট্র, পাশে থাকার ঘোষণা ◈ চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা ◈ আগামী কয়েকদিন সারা দেশে তাপমাত্রা বৃদ্ধি পাবে ◈ দাবানলে পুড়ছে দক্ষিণ কোরিয়া, নিহত ১৮ ◈ হাসনাত ও সারজিসের সেনাবাহিনী নিয়ে বক্তব্যে অনেকটা কোনঠাসা জাতীয় নাগরিক পার্টি

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২৫, ০১:২১ রাত
আপডেট : ২৬ মার্চ, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কারামুক্ত হলেন তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী

প্রায় পাঁচ মাস পর তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী কারামুক্ত হয়েছেন। সোমবার (২৪ মার্চ) রাত ৯টা ৫৫ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি জামিনে মুক্ত হন।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) জেলার এ কে এ এম মাসুম।

জানা গেছে, দুটি হত্যা মামলায় জামিন পান শমসের মবিন চৌধুরী। একটি হত্যা মামলায় তিনি জামিন পান হাইকোর্ট থেকে, অন্যটি ঢাকার মহানগর দায়রা জজ আদালত থেকে।

এর আগে, গত বছরের ১৭ অক্টোবর সাবেক পররাষ্ট্রসচিব শমসের মবিন চৌধুরী গ্রেফতার হন।

সূত্র বলছে, শমসের মবিন চৌধুরী গ্রেফতার হওয়ার পরদিন তাকে পল্টন থানায় দায়ের করা যুবদল নেতা শামীম মোল্লা হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর তাকে যাত্রাবাড়ী থানায় দায়ের করা পারভেজ মিয়া হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়।

শমসের মবিন চৌধুরী বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন। ২০১৫ সালে তিনি বিএনপির সব পদ থেকে পদত্যাগ করেন। এরপর ২০১৮ সালে সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন বিকল্পধারা বাংলাদেশে যোগ দেন।

সর্বশেষ গত ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনের আগে ২০২৩ সালের সেপ্টেম্বরে তৃণমূল বিএনপির চেয়ারপারসন হন।

তৃণমূল বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত নাজমুল হুদা। গত জাতীয় নির্বাচনের আগে তৃণমূল বিএনপিকে নিবন্ধন দিয়েছিল নির্বাচন কমিশন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়