শিরোনাম
◈ ঈদ ঘিরে রেমিট্যান্সে সুবাতাস, মার্চের ১৯ দিনে এলো ২২৫ কোটি ডলার ◈ ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই ভালো: প্রেস সচিব ◈ বিয়ের প্রলোভনে ধর্ষণের সাজা সর্বোচ্চ ৭ বছর রেখে আইন পাস ◈ মনোনয়ন বাণিজ্য ও দলীয় ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগে জিএম কাদেরের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু ◈ এপ্রিলের মাঝামাঝি দেশে ফিরবেন খালেদা জিয়া, কিছুদিন পর তারেক রহমান ◈ মার্চ মাসের বেতন নিয়ে ব্যাংকারদের যে নির্দেশনা দিল কেন্দ্রীয় ব্যাংক ◈ দিল্লি নয়, অস্ট্রেলিয়ার ভিসা এখন ঢাকা থেকেই ◈ আসন্ন ঈদুল ফিতরের ছুটি আরও দুই দিন বাড়ানোর দাবিতে মহাসড়ক অবরোধ ◈ যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য ইসরায়েলকেই দায়ী করেছে ইসরায়েলি সংবাদপত্র ◈ বিচারপতি খিজির হায়াতকে অপসারণ

প্রকাশিত : ২০ মার্চ, ২০২৫, ০৯:২৭ সকাল
আপডেট : ২০ মার্চ, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খিলক্ষেতের ঘটনায় দুই মামলা, আসামি ৫ হাজার

রাজধানীর খিলক্ষেত এলাকায় ধর্ষণের অভিযোগে মঙ্গলবার (১৮ মার্চ) রাতে আটক কিশোরকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি ও পুলিশের ওপর হামলার ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। খিলক্ষেত মধ্যপাড়ার ছয় বছরের একটি শিশুকে ধর্ষণের ঘটনায় রবিউল ইসলাম ওরফে জান মিয়াকে (১৬) আসামি করে খিলক্ষেত থানায় একটি মামলা দায়ের করেছে শিশুটির পরিবার। অপরদিকে অভিযুক্ত রবিউল ইসলামকে পুলিশ হেফাজত থেকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি ও পুলিশের ওপর হামলা এবং গাড়ি ভাঙচুরের ঘটনায় দুজনের নাম উল্লেখসহ অজ্ঞাত পাঁচ হাজার জনকে আসামি করে আরেকটি মামলা দায়ের করেছে খিলক্ষেত থানা পুলিশ।

এ ঘটনায় মোবারক হোসেন সজীব (১৮) ও ইউসুফ (১৮) নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৯ মার্চ) খিলক্ষেত থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়। এর আগে মঙ্গলবার (১৮ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে খিলক্ষেত বাজার এলাকায় পুলিশ হেফাজত থেকে ধর্ষণের অভিযুক্ত কিশোরকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি ও পুলিশের ওপর হামলা ঘটনা ঘটে। এ ঘটনার কয়েকটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসব ফুটেজ দেখে মব সৃষ্টিকারীদের খুঁজছে বের করা হচ্ছে হলে জানিয়েছে পুলিশ।

এছাড়া ছয় বছরের শিশু ধর্ষণের অভিযোগে শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় অভিযুক্ত ওই কিশোর রবিউল ইসলাম ওরফে জান মিয়া (১৬) ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ভুক্তভোগী শিশুটির নমুনা সংগ্রহের পর প্রাথমিকভাবে নির্যাতনের আলামত পাওয়ার কথা জানিয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসকরা।

মামলায় উল্লেখ করা হয়েছে, মঙ্গলবার দুপুরে খিলক্ষেত দক্ষিণ মধ্যপাড়া এলাকায় অভিযুক্ত রবিউল ইসলাম ওরফে জান মিয়া (১৬) তাদের বাসায় কেক চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় শিশুটি কান্নাকাটি শুরু করলে তাকে ভয়ভীতি দেখিয়ে রুম থেকে বের করে দেয় জান মিয়া। শিশুটিকে চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে যান তার স্বজনরা।

পুলিশ বলছে, শিশু ধর্ষণের ঘটনার পর আলম ও খলিল নামে স্থানীয় প্রভাবশালী দুই ব্যক্তি অভিযুক্ত কিশোরের পরিবারের ওপর চড়াও হয়। বিকালে এ ঘটনার সমাধান বা বিচারের কথা বলে কিশোরকে আটকে রাখা হয়। এরপর রাত সাড়ে ৯টার দিকে খবর পেয়ে কিশোরকে আটক করে পুলিশ। তাকে নিয়ে থানার আসার পথে খিলক্ষেত এলাকায় হামলার ঘটনা ঘটে।

আটক কিশোরকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি ও পুলিশের ওপর হামলা ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারে উল্লেখ করা হয়ে, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ধর্ষণের অভিযোগে আটক কিশোরকে নিয়ে থানায় ফেরার সময় খিলক্ষেত বাজারে (মান্নান প্লাজা সংলগ্ন চৌরাস্তা মোড়) আগে থেকে ওত পেতে থাকা দুই-তিন হাজার বিক্ষুব্ধ জনতা পুলিশের গাড়ি আটকে দেয়। তারা পুলিশের টহল গাড়ি ভাঙচুর করে এবং আটক কিশোরকে ছিনিয়ে নিয়ে এলোপাতাড়ি পিটুনি দেয়। সৃষ্ট মব থামাতে গেলে কয়েক হাজার বিক্ষুব্ধ জনতা পুলিশ সদস্যদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা, ইটপাটকেল নিক্ষেপসহ মারধর করে। এতে থানার ওসি, পরিদর্শক (তদন্ত) এবং চার জন এসআই ও দুই জন কনস্টেবল গুরুতর আহত হন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য গিয়ে অভিযুক্ত কিশোর ও পুলিশ সদস্যদের আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য অভিযুক্ত কিশোরকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ বলছে, মব সৃষ্টি করে আটক কিশোরকে গণপিটুনি ও পুলিশের ওপর হামলা ঘটনায় রাতে ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজ বিশ্লেষণ ও প্রত্যক্ষদর্শীদের সহযোগিতা নিয়ে আসামিদের শনাক্ত করা হয়েছে। এছাড়া এই বিশৃঙ্খলার নেপথ্যে আওয়ামী লীগ নেতাকর্মীদের অংশ নেওয়ার অভিযোগও তদন্ত করা হচ্ছে।

খিলখেত থানার ওসি কামাল হোসেন জানান, মঙ্গলবার রাতের ঘটনায় থানায় দুটি মামলা দায়ের হয়েছে। একটি মামলার বাদী হয়েছেন ভিকটিমের বাবা। ওই মামলায় কিশোরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ওই কিশোরকে মামলায় আটক দেখানো হয়েছে। আরেকটি মামলা দায়ের করেছেন খিলক্ষেত থানার এসআই দেলোয়ার হোসেন। মামলায় পুলিশের ওপর হামলা, পুলিশের গাড়ি ভাঙচুর ও সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগ আনা হয়েছে। মামলায় অজ্ঞাত ৪/৫ হাজার জনকে আসামি করা হয়েছে। এই মামলায় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে বৃহস্পতিবার রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়