মাসুদ আলম : মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর দায়িত্বভার গ্রহণ করেছেন অতিরিক্ত ডিআইজি মহিউল ইসলাম । দায়িত্বভার গ্রহন করেই ৯৯৯-এ কর্মরত সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সাথে তিনি মতবিনিময় করেন এবং ৯৯৯ এর সুনাম অক্ষুন্ন রাখার জন্য আন্তরিকতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে কাজ করার আহবান জানান। তিনি বলেন, “পিছিয়ে যাওয়ার কোন সুযোগ নেই, পেশাদারিত্বের মাধ্যমে ৯৯৯-কে সামনে এগিয়ে যেতে হবে। জনগণের আস্থার প্রতিদান দিতে হবে এবং জনগণের পুলিশ হতে হবে; সে লক্ষ্যে সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করে যেতে হবে।