মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণের পর মৃত্যুর ঘটনায় নিহতের বোনের নিরাপত্তা দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে বরগুনায় ধর্ষণের শিকার কিশোরীর নিরাপত্তা নিশ্চিত করতে ওই জেলার ডিসি-এসপিকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ভুক্তভোগীর নাম ও ছবি যাতে প্রকাশ না করা হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনাও দিয়েছেন উচ্চ আদালত।
আজ মঙ্গলবার (১৮ মার্চ) বিচারপতি ফারাহ মাহাবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী বেঞ্চ এ আদেশ দেন। এদিন, ধর্ষণের বিরুদ্ধে কীভাবে গণ-সতর্কতা জাগ্রত করা যায় সে বিষয়ে আইনজীবীদের কাছে জানতে চেয়েছেন হাইকোর্ট।
এর আগে, ২৪ ঘণ্টার মধ্যে মাগুরার ধর্ষণের শিকার শিশুটির ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে থেকে অপসারণের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। উৎস: নিউজ২৪