শিরোনাম
◈ ব্যাংকের প্রতিটি শাখায় স্কুল ব্যাংকিং চালু করতে হবে ◈ দুটি কারণ পাওয়া গেছে এসএসসিতে পরীক্ষার্থী কমে যাওয়ার ◈ যে কারনে কর্মবিরতির ঘোষণা মেট্রোরেল কর্মীদের ◈ রাজনৈতিক দলগুলোর আয়-ব্যয় নিয়ে কেন লুকোচুরি? ◈ ভারত সফরে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি, আলোচনা হবে বাংলাদেশ নিয়েও ◈ ফুল কিনতে যাওয়া তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, দুই ছাত্রদল নেতাসহ আটক ৪ ◈ জাতিসংঘ মহাসচিবের সফরে এক ঢিলে তিন পাখি মেরেছে অন্তর্বর্তী সরকার ◈ ঈদের পর নির্বাচন ও সংস্কার দাবিতে ফের উত্তপ্ত হবে রাজনীতির মাঠ  ◈ অভ্যুত্থানের ছাত্রনেতাদের আরেকটি দল আসছে, নেতৃত্বে শিবিরের সাবেকরা ◈ দুই-একজন অপকর্ম করছে, তাদেরকে কোনভাবেই দলে রাখতে পারব না : ইশরাক

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২৫, ০৩:৪৯ রাত
আপডেট : ১৭ মার্চ, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাঠ পর্যায়ে সার্ভার স্টেশনসহ অফিস সম্প্রসারণের নির্দেশ ইসির

সারাদেশে মাঠ পর্যায়ের ৬০টি নির্বাচন অফিস সম্প্রসারণ করতে গণপূর্ত অধিদপ্তরকে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির সার্ভার স্টেশনের জন্য এই অফিসগুলো সম্প্রসারণ করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।

রোববার (১৬ মার্চ) জানা যায়, ইসির সহকারী প্রধান খ. ম. আরিফুল ইসলাম এই অফিসগুলো সম্প্রসারণে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীকে সম্প্রতি চিঠি দিয়েছেন।

ইসি জানায়, নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠ পর্যায়ের অফিস ভবনগুলোর সম্প্রসারণের লক্ষ্যে সিনিয়র সচিবের সভাপতিত্বে তত্ত্বাবধায়ক প্রকৌশলী (গণপূর্ত অধিদপ্তর), তত্ত্বাবধায়ক প্রকৌশলী (স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর) ও সহকারী স্থপতি (স্থাপত্য অধিদপ্তর) এবং নির্বাচন কমিশন সচিবালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে গত ১৩ ফেব্রুয়ারি একটি সভা অনুষ্ঠিত হয়। ওই সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই গণপূর্ত অধিদপ্তরকে নির্দেশনা পাঠানো হয়েছে।

ইসি জানায়, ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী জেলা পর্যায়ে ৫১টি জেলা সার্ভার স্টেশন (এফ টাইপ) ও ৯টি আঞ্চলিক নির্বাচন অফিস (সি ও ডি টাইপ) এর ঊর্ধ্বমুখী সম্প্রসারণের ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

জেলা সার্ভার স্টেশনগুলো বর্তমান স্পেসের চেয়ে অতিরিক্ত ২টি ফ্লোর এবং আঞ্চলিক সার্ভার স্টেশনগুলো বর্তমান স্পেসের চেয়ে অতিরিক্ত ২টি ফ্লোর নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই অবস্থায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে চিঠিতে। উৎস: চ্যানেল আই অনলাইন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়