শিরোনাম
◈ ‘ধর্ষণ’ শব্দ নিয়ে আপত্তি, সমালোচনার মুখে ডিএমপি কমিশনারের দুঃখ প্রকাশ ◈ ২০১৪ সালে ছয় মাসের মধ্যে আরেকটি নির্বাচন আয়োজনে আওয়ামী লীগ-বিএনপি-জামায়াতের সমঝোতা হয়: সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া ◈ বাংলাদেশে পৌঁছেছেন হামজা চৌধুরী ◈ এবার ভারতকে নিয়ে যা বললেন শায়খ আহমদুল্লাহ ◈ অনেক ঘাম ফেলে মেসির ইন্টার মায়ামি জয় পেলো ◈ যে কারণে কাঠগড়ায় দাঁড়িয়ে কাঁদলেন সাবেক মন্ত্রী শাজাহান খান! ◈ শিক্ষার্থীদের বহিষ্কার থেকে শুরু করে টিভি চ্যানেল বন্ধ: বাক স্বাধীনতার মার্কিন স্টাইল! ◈ লিবিয়ায় মানবপাচার ও মুক্তিপণ আদায় চক্রের মূল হোতা ফখরুদ্দীন গ্রেপ্তার ◈ এবার পাকিস্তান সম্পর্কে যা বললেন মোদি! ◈ লিভারপুলকে হারিয়ে নিউক্যাসল ৭০ বছর পর ঘরোয়া ফুটবলের শিরোপা জিতলো 

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২৫, ০৪:১৬ সকাল
আপডেট : ১৬ মার্চ, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্যাম্পে এক রোহিঙ্গার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

কক্মবাজারের টেকনাফের উখিয়া ক্যাম্পে ইফতারের অনুষ্ঠানে যোগ দিতে আসা রোহিঙ্গা যুবকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। শুক্রবার (১৪ মার্চ) রাতে প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ কথা জানানো হয়।

প্রেস উইং জানায়, আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আজ বিকালে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস, জাতিসংঘ সফররত মহাসচিব এন্তোনিও গুতেরেসসহ হাজার হাজার রোহিঙ্গা জনগোষ্ঠীর ঐতিহাসিক ইফতারের আগে কমিউনিটির একজন সদস্য যখন নিহত হন, যিনি এই জমায়েতে যোগ দিতে এসেছিলেন।

প্রেস উইং জানায়, এই গুরুত্বপূর্ণ সময়ে সবাইকে নিরাপদে রাখার জন্য কর্তৃপক্ষের অসাধারণ প্রচেষ্টা সত্ত্বেও এই দুর্ঘটনাটি ঘটেছিল এবং উপস্থিত সবাইকে গভীরভাবে ব্যথিত করেছিল। নিহতদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইলো।

তার মৃত্যুর ঘটনায় প্রধান উপদেষ্টা দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন। ক্যাম্প কর্তৃপক্ষ জানিয়েছে, অনুষ্ঠান চলাকালে ৪৩ বছর বয়সী নিয়ামত উল্লাহসহ পাঁচ জন আহত হলে তাদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে নিয়ে গেলে নিয়ামত উল্লাহকে মৃত ঘোষণা করা হয়। ময়নাতদন্ত করে মৃত্যুর কারণ জানা যাবে বলে আশা করা হচ্ছে। আহত চার রোহিঙ্গার মধ্যে দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। বাকি দুজনের অবস্থা স্থিতিশীল। চিকিৎসকরা জানিয়েছেন, তারা আশঙ্কামুক্ত।

রোহিঙ্গা যুবকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা। তিনি মাহে রমজান সংহতি ইফতার অনুষ্ঠানে যোগ দেয়ায় রোহিঙ্গা জনগোষ্ঠীকে ধন্যবাদ জানান। ধারণা করা হচ্ছে, জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস ও প্রধান উপদেষ্টার সঙ্গে এক লাখ রোহিঙ্গা অনুষ্ঠানে যোগ দেন এবং ইফতার করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়