শিরোনাম
◈ কাতারে পৌঁছেছেন ড. ইউনূস, পেলেন লালগালিচা সংবর্ধনা ◈ স্বাস্থ্য উপদেষ্টার এপিএসকেও সরিয়ে দেওয়া হলো ◈ নকশা না মেনে গড়ে ওঠা রাজধানীর ৩ হাজার ৩৮২ ভবন ভাঙা হবে: রাজউক চেয়ারম্যান ◈ যেসকল সেবা মেলে না এনআইডি লক হলে ◈ মেজর সিনহা হত্যা মামলায় ডেথ রেফারেন্স অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত ◈ সাংবাদিকের করা এক প্রশ্নে বাংলাদেশি নই বলা টিউলিপ বাংলাদেশের এনআইডি-পাসপোর্টধারী ◈ আর্থিক প্রতিষ্ঠানে এসি চালানো নিয়ে নতুন নির্দেশনা ◈ গাজী সালাউদ্দিন তানভীরকে দুই অভিযোগ ওঠার পর সাময়িক অব্যাহতি দিল এনসিপি ◈ আবারও স্বর্ণের দামে নতুন ইতিহাস, দেশে ভরিতে কত বাড়লো? ◈ বিদেশি বিনিয়োগকারীদের নিরাপত্তায় হটলাইন

প্রকাশিত : ১২ মার্চ, ২০২৫, ০৩:১৮ রাত
আপডেট : ২২ এপ্রিল, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘কোনো ফাঁদে পা দেওয়া যাবে না’, পুলিশকে সহযোগিতার আহ্বান মাহফুজ আলমের

ধর্ষণ ও নারী নিপীড়নের বিরুদ্ধে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে এবং আরও কী কী ব্যবস্থা নেওয়া যায়, সে বিষয়ে সরকার আন্তরিক বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম।

এ ক্ষেত্রে পুলিশকে সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি বলেন, "একটি নাগরিক আন্দোলন যেন অভ্যুত্থানবিরোধী কুচক্রীদের অভয়ারণ্যে পরিণত না হয়, সে দায়িত্ব অভ্যুত্থানের পক্ষশক্তির ওপর বর্তায়। কোনো ফাঁদে পা দেওয়া যাবে না এবং অস্থিতিশীলতা সৃষ্টি বা মব জাস্টিসের প্রচেষ্টা চলতে দেওয়া যাবে না।"

মঙ্গলবার বিকেলে রাজধানীর শাহবাগ এলাকায় ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’ প্ল্যাটফর্মের উদ্যোগে ধর্ষণবিরোধী পদযাত্রার সময় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে রাতে এক ফেসবুক পোস্টে এ বিষয়ে বক্তব্য দেন উপদেষ্টা মাহফুজ আলম।

তিনি বলেন, "সরকারবিরোধিতা কোনো ‘ফ্যাশন স্টেটমেন্ট’ নয়। গণ-অভ্যুত্থানের সরকারকে নির্বিঘ্নে কাজ করতে দিতে হবে। আলোচনার ভিত্তিতে কার্যকর সমাধান খোঁজাই বুদ্ধিমানের কাজ।"

ফেসবুক পোস্টে মাহফুজ আলম উল্লেখ করেন, "গত কয়েক দিনে পুলিশই ধর্ষণের মামলায় আসামিদের গ্রেপ্তার করেছে। পুলিশ সক্রিয় বলেই বনানীর ছিনতাইয়ের ঘটনায় জড়িতদেরও আটক করা সম্ভব হয়েছে। সেনাবাহিনীর সদস্যরাও মাঠে রয়েছেন, তবে তাঁরাও পুলিশের সহায়তা ছাড়া একা আইনশৃঙ্খলা রক্ষা করতে পারবেন না।"

তিনি আরও বলেন, "পুলিশ পুরোপুরি সক্রিয় না হলে নাগরিক সেবা ও নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হবে।"

পুলিশের মনোবল একসময় দুর্বল হয়ে পড়েছিল উল্লেখ করে তিনি বলেন, "জনগণের পক্ষে কার্যকর পুলিশিং করতে প্রয়োজনীয় সংস্কার ও সময় না দিলে পুলিশ সেরে উঠতে পারবে না। রাষ্ট্রের অন্যান্য প্রতিষ্ঠানগুলোকেও পুনর্গঠনের সময় দিতে হবে। তাড়াহুড়ার ফল বিপরীত হতে পারে।"

তিনি আরও জানান, "আগামী কয়েক মাসের মধ্যেই স্বল্পমেয়াদি কিছু সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা হবে। আপনারাও কীভাবে নাগরিকবান্ধব পুলিশ গড়ে তোলা যায়, সে বিষয়ে সুস্পষ্ট রূপরেখা নিয়ে আসুন।"

যথাযথ আইনি প্রক্রিয়ার বাইরে ‘মব জাস্টিস’ পরিত্যাগ করার আহ্বান জানিয়ে মাহফুজ আলম বলেন, "সরকারবিরোধী হঠকারী স্লোগান বাদ দিয়ে কার্যকর সমাধানের জন্য আলোচনা প্রয়োজন। বাংলাদেশ সবার, সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।"

তিনি আরও বলেন, "নাগরিক আন্দোলন যেন মব সন্ত্রাস বা গণবিচারের দিকে না যায়, সে বিষয়ে সবাইকে সচেতন ও সক্রিয় থাকতে হবে।" সূত্র: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক পোস্ট

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়