বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটি বিলুপ্ত করার কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন এর মুখপাত্র উমামা ফাতেমা। শুক্রবার (৭ মার্চ) রাত ৮টা ৫৫মিনিটে ফেসুবক স্ট্যাটাসে তিনি এ কথা জানান।
ফেসবুক স্ট্যাটাসে উমামা ফাতেমা লিখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটি বিলুপ্ত করার কোনো সিদ্ধান্ত হয়নি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশীদার ছাত্রদের সবাই নতুন রাজনৈতিক দল বা নতুন ছাত্র সংগঠনে যুক্ত হয়নি। অংশীদারদের আলোচনা ছাড়া প্ল্যাটফর্ম বিলুপ্ত হবে না। তাই বিভ্রান্ত না হওয়ার অনুরোধ রইল।
এদিকে, আজ বিকেলে এক সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আর আগের জায়গায় নেই। সেখান থেকে একটি ছাত্র সংগঠন তৈরি হয়েছে। রাজনৈতিক দল তৈরি হয়েছে। বৈষম্যবিরোধী বা সমন্বয়ক পরিচয়টা এখন আর এক্সিস্ট (অস্তিত্ব) করে না। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের অনুরোধ থাকবে, এই পরিচয়ে ব্যবহার করে কেউ যদি অপকর্ম করে তাহলে তারা যেন আইন অনুযায়ী ব্যবস্থা নেন।
নাহিদ ইসলাম জুলাই আন্দোলনের সম্মুখসারীর গুরুত্বপূর্ণ যোদ্ধা। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন। তার একদফার ডাকেই মানুষ রাস্তায় নেমে আওয়ামী লীগ সরকারের পতন ঘটায়।
নতুন সরকার গঠিত হলে নাহিদ ইসলাম তাতে যোগ দেন। তবে ছাত্র-তরুণদের দল গঠনকে কেন্দ্র করে তিনি সরকার থেকে পদত্যাগ করেন এবং নয়া রাজনৈতিক দল এনসিপির দায়িত্ব নেন। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্ররা নয়া ছাত্রসংগঠনও করেছে ইতোমধ্যে। তাই আজ সংবাদ সম্মেলনে সাংবাদিকেরা নাহিদ ইসলামের কাছে জানতে চেয়েছিল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিংবা প্ল্যাটফর্মটির সমন্বয়ক পরিচয় কি এখন দেয়া যাবে?