জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নির্বাচন কমিশনে রাখার ব্যাপারে পুরো কমিশনের অবস্থান পরিষ্কার বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
তিনি বলেছেন, এনআইডি ইসিতেই রাখা হোক। আর সেজন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। তবে কমিশন কোনো বিষয়ে ডিসিশন মেকার নয়।
বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
সরকারের কাছে কমিশনের অবস্থান তুলে ধরতে লিখিতভাবে জানানো হবে-এ কথা জানিয়ে সিইসি বলেন, সব কিছু বিবেচনা করে সরকার সঠিক সিদ্ধান্ত নেবে।
তিনি বলেন, এনআইডি সেবা কোথায় রাখা যায়, তা নিয়ে সরকার এখনো পরীক্ষা নিরীক্ষা করছে-এ নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি সরকার।
এদিকে, এনআইডি সেবা নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবিতে সিইসির কক্ষের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন ইসি সচিবালয়ের কর্মকর্তারা। তারা জানান, এনআইডি ইসি থেকে গেলে সুষ্ঠু ভোটে প্রভাব পড়বে।