শিরোনাম
◈ যৌথ বাহিনীর অভিযানে ঢাকা মেডিক্যালে আটক অর্ধশতাধিক (ভিডিও) ◈ ভারতে শেখ হাসিনার ৭ মাস, যেসব প্রশ্নের উত্তর খুঁজছে জনগণ ◈ যে কারণে সামরিক ফ্লাইট স্থগিত করল ট্রাম্প প্রশাসন ◈ গত কয়েক দিন ধরে বেড়েছে অগ্নিদুর্ঘটনা, যে সতর্কবার্তা দিল সেনাবাহিনী ◈ লন্ডনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ওপর হামলার চেষ্টা (ভিডিও) ◈ নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ১২০ দিন করা হচ্ছে: শ্রম উপদেষ্টা ◈ চাঁদপুরে রমজান উপলক্ষে কার্ড ছাড়াই দেয়া হচ্ছে টিসিবির পন্য ◈ অপরাধ বৃদ্ধিতে তরুণদের মনে ক্ষোভ ও বিস্ময়! ◈ সরকারি যানবাহনের চালকরা আইন অমান্য করলেই ব্যবস্থা: গণবিজ্ঞপ্তি ◈ এবার মুশফিককে নিয়ে মাশরাফির আবেগঘন পোস্ট

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২৫, ১২:৫৩ রাত
আপডেট : ০৬ মার্চ, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জেনেভায় জাতিসংঘের ব্রিফিংয়ে মুগ্ধের ভাই মীর স্নিগ্ধ, যা বললেন তিনি (ভিডিও)

বাংলাদেশ সময় আজ বুধবার (৫ মার্চ) সন্ধ্যা ৬টার পর জাতিসংঘের ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন শহীদ মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। এ সময় তিনি পরিবারের সদস্য হারানোর বেদনা ও ন্যায়বিচারের দাবি বিশ্বমঞ্চে তুলে ধরেন।

জাতিসংঘের ব্রিফিংয়ে মুগ্ধের ভাই,মাহমুদুর রহমান বলেন, "আমি একজন গর্বিত বাংলাদেশি, একটি শান্তিপ্রিয় ও মনোমুগ্ধকর জাতির প্রতিনিধি। এটি সেই দেশ, যেখান থেকে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসের মতো বিশ্ববরেণ্য ব্যক্তিত্বের জন্ম হয়েছে। কিন্তু একইসঙ্গে, এটি সেই দেশ যেখানে জুলাই-আগস্ট বিদ্রোহের মতো হৃদয়বিদারক ট্র্যাজেডি সংঘটিত হয়েছিল।"

তিনি আরও বলেন, "আমার ছোট ভাই (মীর মাহফুজুর রহমান মুগ্ধ) বিশ্বাস করত, শিক্ষার্থীদের ওপর গুলি চালানোর মতো দুঃখজনক ভুল বাংলাদেশ কখনো করবে না। সে আমাকে বলেছিল, ‘‘আমাদের ইতিহাস আছে— ১৯৫২, ১৯৬৯, যেখানে শিক্ষার্থীদের হত্যা করলে ফলাফল ভয়াবহ হয়েছে। আমাদের দেশ একই ভুল করবে না।’’ কিন্তু পরের দিনই তাকে মাথায় গুলি করা হয়।"

মাহমুদুর রহমান বলেন, "এই ঘটনার পর বাংলাদেশে একটি নতুন স্লোগান জন্ম নিয়েছে— ‘আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয় নাই যুদ্ধ’। আমরা ক্লান্ত হলে থামি না, আমরা থামি যখন আমাদের কাজ শেষ হয়।’’

তিনি ব্রিফিংয়ে আরও বলেন,"জবাবদিহিতা কেবলমাত্র অতীতের অপরাধ মোকাবিলা নয়, এটি ভবিষ্যৎ গঠনের জন্য অপরিহার্য। যদি আমরা ন্যায়বিচার নিশ্চিত না করি, তবে এটি দোষীদের দায়মুক্তির বার্তা দেবে। কিন্তু যদি আমরা ন্যায়বিচারে অটল থাকি, তাহলে আমরা ভুক্তভোগীদের মর্যাদা পুনরুদ্ধার করতে পারবো এবং নিশ্চিত করতে পারবো যে এই ইতিহাস আর কখনো পুনরাবৃত্তি হবে না।"

  • সর্বশেষ
  • জনপ্রিয়