শিরোনাম
◈ ভারতে শেখ হাসিনার ৭ মাস, যেসব প্রশ্নের উত্তর খুঁজছে জনগণ ◈ যে কারণে সামরিক ফ্লাইট স্থগিত করল ট্রাম্প প্রশাসন ◈ গত কয়েক দিন ধরে বেড়েছে অগ্নিদুর্ঘটনা, যে সতর্কবার্তা দিল সেনাবাহিনী ◈ লন্ডনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ওপর হামলার চেষ্টা (ভিডিও) ◈ নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ১২০ দিন করা হচ্ছে: শ্রম উপদেষ্টা ◈ চাঁদপুরে রমজান উপলক্ষে কার্ড ছাড়াই দেয়া হচ্ছে টিসিবির পন্য ◈ অপরাধ বৃদ্ধিতে তরুণদের মনে ক্ষোভ ও বিস্ময়! ◈ সরকারি যানবাহনের চালকরা আইন অমান্য করলেই ব্যবস্থা: গণবিজ্ঞপ্তি ◈ এবার মুশফিককে নিয়ে মাশরাফির আবেগঘন পোস্ট ◈ টাকা আদায়ে ড. ইউনূসকে চিঠি দেবেন আফ্রিদি, যা বললেন বিসিবিপ্রধান

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২৫, ০৮:৫৮ রাত
আপডেট : ০৬ মার্চ, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকায় পাকিস্তানের উচ্চপদস্থ কর্মকর্তা, জোরালো করতে চায় সম্পর্ক 

বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সব রকমের সম্পর্ক ও বহুপক্ষীয় ক্ষেত্রে সহযোগিতা জোরালো করতে চায়, এমন বার্তা নিয়ে ঢাকায় এসেছেন পাকিস্তানের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক অতিরিক্ত পররাষ্ট্রসচিব ইমরান আহমেদ সিদ্দিকি। আজ বুধবার তিনি আলাদাভাবে চারটি মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে সাক্ষাৎ করেন। আজকের পত্রিকা।

পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে পাকিস্তানের কর্মকর্তার বৈঠকের পর পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, উভয় পক্ষ দুই দেশের মধ্যে পররাষ্ট্রসচিব পর্যায়ে পরামর্শমূলক বৈঠক ও যৌথ অর্থনৈতিক কমিশনের সভা অনুষ্ঠানের ওপর গুরুত্ব আরোপ করেছে। পররাষ্ট্রসচিব পর্যায়ের সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয় ২০১০ সালে। আর অর্থমন্ত্রী পর্যায়ের অর্থনৈতিক কমিশনের সর্বশেষ বৈঠক হয়েছে ২০০৫ সালে।

ইমরান সিদ্দিকি আগামী এপ্রিল মাসে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের ঢাকা সফরের বিষয়েও আলোচনা করেন। তিনি পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের জন্য ইসহাক দারের একটি চিঠি পররাষ্ট্রসচিবের কাছে হস্তান্তর করেন।

উভয় পক্ষ সার্ক, ওআইসি ও ডি–৮ কাঠামোর আওতায় আঞ্চলিক ও বহুপক্ষীয় সম্পর্ক জোরদার করার ওপরও গুরুত্ব আরোপ করে।

২০১২ সালে পাকিস্তানের তদানীন্তন পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানী খানের ঢাকা সফরের পর ইমরান সিদ্দিকি সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তা যিনি ঢাকা সফর করছেন। পাকিস্তানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিবের দায়িত্ব গ্রহণের আগে সিদ্দিকি ঢাকায় পাকিস্তানের হাইকমিশনার ছিলেন।

ঢাকায় দেশটির হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ইমরান সিদ্দিকি আজ (বুধবার) বাণিজ্য, স্বরাষ্ট্র ও সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গেও সাক্ষাৎ করেন।

বাণিজ্যসচিব মাহবুবুর রহমানের সঙ্গে বৈঠকে তাঁরা দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা ও বাণিজ্য সম্প্রসারণের উপায় নিয়ে কথা বলেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণির সঙ্গে বৈঠকে পাকিস্তানের কর্মকর্তা দুই দেশের মধ্যে ভ্রমণ সহজতর হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।

সাংস্কৃতিক সচিব মো. আতাউর রহমানের সঙ্গে বৈঠকে তাঁরা সাংস্কৃতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করেন।

ঢাকায় পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ সকল বৈঠকে অংশ নেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়