শিরোনাম
◈ ভারতে শেখ হাসিনার ৭ মাস, যেসব প্রশ্নের উত্তর খুঁজছে জনগণ ◈ যে কারণে সামরিক ফ্লাইট স্থগিত করল ট্রাম্প প্রশাসন ◈ গত কয়েক দিন ধরে বেড়েছে অগ্নিদুর্ঘটনা, যে সতর্কবার্তা দিল সেনাবাহিনী ◈ লন্ডনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ওপর হামলার চেষ্টা (ভিডিও) ◈ নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ১২০ দিন করা হচ্ছে: শ্রম উপদেষ্টা ◈ চাঁদপুরে রমজান উপলক্ষে কার্ড ছাড়াই দেয়া হচ্ছে টিসিবির পন্য ◈ অপরাধ বৃদ্ধিতে তরুণদের মনে ক্ষোভ ও বিস্ময়! ◈ সরকারি যানবাহনের চালকরা আইন অমান্য করলেই ব্যবস্থা: গণবিজ্ঞপ্তি ◈ এবার মুশফিককে নিয়ে মাশরাফির আবেগঘন পোস্ট ◈ টাকা আদায়ে ড. ইউনূসকে চিঠি দেবেন আফ্রিদি, যা বললেন বিসিবিপ্রধান

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২৫, ০৭:৪৮ বিকাল
আপডেট : ০৬ মার্চ, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : মনজুর এ আজিজ

বহির্গমন ছাড়পত্রের আবেদন না নেওয়ায় বিএমইটিতে হট্টগোল

মনজুর এ আজিজ : সৌদি আরবসহ বিভিন্ন দেশের বহির্গমন ছাড়পত্রের আবেদন সরাসরি না নেওয়ায় জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটিতে আন্দোলন করেছে রিক্রুটিং এজেন্সিদের সংগঠন বায়রার সদস্যরা। এ সময় বিএমইটি কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে আন্দোলনকারীদের হট্টগোল, বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কি হয়। বুধবার কাকরাইলের বিএমইটির প্রধান কার্যালয়ের নিচে এই ঘটনা ঘটে। এ ঘটনায় বায়রার সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলামের নেতৃত্বে এজেন্সির প্রায় ৩০ জন সদস্য বিএমইটি মহাপরিচালক সালেহ আহমদ মোজাফফরের দপ্তরে আলোচনায় বসেন। 

এ সময় বায়রার সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম বলেন, বিএমইটি ক্লিয়ারেন্স নিয়ে বারবার সমস্যা তৈরি করছে। বুধবারও কোন ফাইল জমা নেয়নি। হঠাৎ করে সব ফাইল অনলাইনে জমা দেওয়ার জন্য বলা হচ্ছে, ম্যানুয়ালি কোন ফাইল গ্রহণ করেনি। যেকোনও নির্দেশনা বাস্তবায়ন করতে ন্যূনতম কিছু দিন সময় দিতে হয়। কিন্তু কিছু কর্মকর্তা তা না করে কৃত্রিম সংকট তৈরি করছে।

রিক্রুটিং এজেন্সির প্রতিনিধিরা বলেন, বিএমইটি হঠাৎ করে সৌদি ভিসার ক্ষেত্রে সত্যায়ন চায়। কিন্ত এটা এক মাস আগে জানালে হতো। গতকাল থেকে হঠাৎ তারা অনলাইনে একটা করে আবেদন জমা নিচ্ছে। আগে প্রতিদিন ৪০ থেকে ৫০টা আবেদন করা যেত। এখন থেকে মাত্র একটি করে আবেদন নিচ্ছে। 

ব্রাদার্স ম্যানপাওয়ার সার্ভিসের কর্মী দেলোয়ার হোসেন জানান, আগাম কোনো ঘোষণা ছাড়াই মঙ্গলবার থেকে বিএমইটি ক্লিয়ারেন্সের আবেদন ম্যানুয়ালি নিচ্ছে না। আর বুধবার থেকে অনলাইনে জমা নিচ্ছে। কিন্ত অনলাইনে দিনে একটার বেশি আবেদন দেওয়া যায় না। এই মুহূর্তে আমাদের এজেন্সির এত আবেদন কীভাবে করবো।

তিনি বলেন, আমাদের অনেক কর্মীর টিকিট কাটা হয়ে গেছে। এখন ক্লিয়ারেন্স কার্ড নিতে না পারলে তাদের ফ্লাইট মিস হয়ে যাবে। তারা হঠাৎ এমন সিদ্ধান্ত নিয়েছে। অন্তত এক মাস আগে থেকে জানালে সেভাবে আমরা প্রস্তুতি নিতে পারতাম।

এ প্রসঙ্গে বিএমইটির অতিরিক্ত মহাপরিচালক (কর্মসংস্থান) মোহাম্মদ আব্দুল হাই বলেন, আমরা এ বিষয়ে বায়রার নেতাদের সঙ্গে বসছি। আলোচনা করে সিদ্ধান্ত জানানো হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়