শিরোনাম
◈ রাজধানীর গাবতলীতে শাহী মসজিদ বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট (ভিডিও) ◈ বাংলাদেশি ৫৬ জেলেকে ধরে নিয়ে গেছে 'আরাকান আর্মি' ◈ শেখ হাসিনার জন্য ভারত ঠিক কতদূর যেতে রাজি? ◈ সারজিস আলমের ওপর হামলার অভিযোগ (ভিডিও) ◈ বাংলাদেশের অবৈধ নাগরিকদেরও ফেরত পাঠাবে যুক্তরাষ্ট্র ◈ যেভাবে গ্রেফতার হলেন সাবেক এমপি আফতাব উদ্দিন সরকার ◈ প্রথম দ্বিপক্ষীয় সফরে চীন যাচ্ছেন ড. ইউনূস: বৈঠকে গুরুত্ব পাবে যেসব বিষয়  ◈ জেনেভায় জাতিসংঘের ব্রিফিংয়ে মুগ্ধের ভাই মীর স্নিগ্ধ, যা বললেন তিনি (ভিডিও) ◈ ভোটের অধিকারের ব্যাপারে আমাদের সরকার প্রতিশ্রুতিবদ্ধ: জেনেভায় আসিফ নজরুল ◈ হাসপাতালে কেমন আছেন মির্জা ফখরুল, যা জানা গেল

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২৫, ০৫:২৬ বিকাল
আপডেট : ০৬ মার্চ, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রমিকের জীবনযাত্রার মান উন্নয়নে শ্রম আইন বৈশ্বিক মান অনুযায়ী সংস্কারের নির্দেশ প্রধান উপদেষ্টার

দেশের বিভিন্ন খাতে নিযুক্ত লাখ লাখ শ্রমিকের জীবনযাত্রার মান উন্নয়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দেশের শ্রম আইন বৈশ্বিক মান অনুযায়ী সংস্কারের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

আসন্ন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ৩৫৩তম অধিবেশনকে সামনে রেখে বুধবার (৫ মার্চ) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এ নির্দেশ দেন প্রধান উপদেষ্টা।

আগামী ১০ থেকে ২০ মার্চ জেনেভায় এ অধিবেশন অনুষ্ঠিত হবে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন আইএলও অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘আমাদের ইতিবাচক পদক্ষেপ নিতে হবে এবং কাজ সম্পন্ন করতে হবে। আমরা এখানে অজুহাত দেওয়ার জন্য আসিনি।’

তিনি দেশের শ্রম খাতের শ্রমিকদের জন্য বীমা কাভারেজ ও স্বাস্থ্যসেবা সুবিধা নিশ্চিত করার ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

শ্রম আইন বৈশ্বিক মান অনুযায়ী সংস্কারের নির্দেশ প্রধান উপদেষ্টার

প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুতফে সিদ্দিকী অনলাইনে বৈঠকে যোগ দেন এবং আইএলও অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধিদলে তার সদস্য হওয়ার কথা রয়েছে।

তিনি বলেন , দেশ এরই মধ্যে শ্রম খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। কিছু অত্যন্ত ইতিবাচক উন্নতি হয়েছে। তবে বিশেষজ্ঞদের ধারণা, আমরা এখনো কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাইনি।’

বৈঠকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম. সাখাওয়াত হোসেন, সচিব এএইচএম শফিকুজ্জামান, আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের, এবং আইএলও বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ তুয়োমো পৌতিয়াইনেন উপস্থিত ছিলেন।

জেনেভায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি তারেক মো. আরিফুল ইসলাম ভার্চুয়ালি বৈঠকে যোগ দেন। উৎস: জাগোনিউজ২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়