শিরোনাম
◈ দিল্লিতে এক কেজির ইলিশ বিক্রি হচ্ছে ৩ হাজার রুপিতে ! ◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২২, ০১:০৫ দুপুর
আপডেট : ২৯ আগস্ট, ২০২২, ০৩:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাগরপথে ইউরোপে যাওয়ার প্রস্তুতিকালে লিবিয়ায় ৫০০ বাংলাদেশি আটক

ডেস্ক রিপোর্ট: ভূমধ্যসাগরের উপকূল থেকে ৫০০ জন বাংলাদেশিকে আটক করেছে লিবিয়া পুলিশ। গত শনিবার লিবিয়ার রাজধানী ত্রিপোলির পূর্ব উপকূল থেকে ইউরোপে যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় তাদের আটক করা হয়। ডেইলি স্টার 

ভয়েস অব আমেরিকার (ভিওএ) এক প্রতিবেদনে বলা হয়েছে, লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল এস এম শামীম উজ জামান এ খবরের সত্যতা স্বীকার করেছেন।

শামীম উজ জামান বলেন, 'প্রাথমিকভাবে লিবিয়া পুলিশ ৫০০ জন বাংলাদেশিকে আটকের কথা জানিয়েছে। তবে, আমরা এ পর্যন্ত ২৪০ জনের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি।'

২০১৬ সালের পর একদিনে লিবিয়ার উপকূল থেকে এত বেশি বাংলাদেশি নাগরিকের আটকের ঘটনা এটাই প্রথম। ২০১৬ সালের আগে সাগর থেকে ৬০০ জনের বেশি অভিবাসীকে উদ্ধার করা হয়।

২০২০ সালে দালালদের কাছে আটক থাকা অবস্থায় ২৬ জন অভিবাসন প্রত্যাশী মারা যান। এ ঘটনার পর অনিবন্ধিত এ রুটে অভিবাসন প্রত্যাশীর সংখ্যা অনেকাংশে কমে যায়। করোনাভাইরাস মহামারি আঘাত হানার পর এ সংখ্যা প্রায় শূন্যের কোঠায় পৌঁছায়।

লিবিয়ায় চার বছরেরও বেশি সময় বাংলাদেশিদের ভ্রমণ নিষিদ্ধ ছিল। ২০১৬ সালে পররাষ্ট্র মন্ত্রণালয় এই মর্মে একটি ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে। বাংলাদেশের হাইকোর্টে এই নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করা হয়। কিন্তু আদালত মন্ত্রণালয়ের নোটিশের পক্ষে রায় দেয়।

এ বছরের শুরুতে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়। এর পর থেকে অনেকেই কর্মসংস্থান ভিসা নিয়ে লিবিয়ায় যাচ্ছেন। লিবিয়ায় কাজ খুঁজে না পেয়ে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি সাগরপথে ইউরোপ যাওয়ার চেষ্টা করেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানিয়েছে, গত ৩ মাসে ৫০০ জনের বেশি বাংলাদেশিকে সাগর থেকে উদ্ধার করে দেশে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়