শিরোনাম
◈ কোচ গি‌লে‌স্পি ও পা‌কিস্তান ক্রিকেট বো‌র্ডের দ্বন্দ্ব আইসিসি পর্যন্ত গড়ালো ◈ ভারতে রাজনৈতিক প্রতীক হয়ে উঠছে ব্যাগ: প্রিয়াঙ্কার ‘সহানুভূতি’র পাল্টা বাঁশুরির ‘দুর্নীতি’র বার্তা ◈ সড়কে ময়লা ফেলে তীব্র যানজট; বকেয়া বেতনের দাবিতে পরিচ্ছন্নতা কর্মীদের আন্দোলন ◈ আওয়ামী লীগের ব্যানারে মিছিলের প্রস্তুতি, বিএনপি নেতার ছেলেসহ আটক ৮ ◈ দুবাই বিমানবন্দর থেকে জনপ্রিয় পাকিস্তানি টিকটকার গ্রেপ্তার ◈ বাংলাদেশ থেকে সৈন্য নেবে কাতার, এলএনজি চুক্তি বাড়ানোর উদ্যোগেও আগ্রহ ◈ পোপ ফ্রান্সিসের মৃত্যুতে ‌লিও‌নেল মেসির আবেগঘন বার্তা ◈ বাংলাদেশ এখন এমন এক অবস্থায় দাঁড়িয়ে, যেখানে একটি নতুন সামাজিক চুক্তি করার সুযোগ এসেছে : প্রধান উপদেষ্টা  ◈ সংস্কার আলোচনা: প্রতিটি বিষয়ে মুহাম্মদ ইউনূস দিকনির্দেশনা দিচ্ছেন, জানালেন আলী রীয়াজ ◈ হাসিনার সম্মানসূচক ডিগ্রি বাতিল করবে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়

প্রকাশিত : ০১ মার্চ, ২০২৫, ০৮:০৩ রাত
আপডেট : ২২ এপ্রিল, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মার্চ মাসে সরকারি ছুটি কয়দিন?

খ্রিষ্টীয় মার্চ মাসের সঙ্গে এবার হিজরি রমজান মাস কিছুটা মিলে যাচ্ছে। চাঁদ দেখা যাওয়ায় ২ মার্চ থেকে শুরু হচ্ছে রোজা। আগামী একমাস সিয়াম সাধনা করবেন মুসলিমরা। সরকারি ছুটির প্রজ্ঞাপন অনুসারে ঈদুল ফিতরের মোট ৫ দিন ছুটির একটা অংশ মার্চ মাসেই পড়বে। এছাড়া মার্চে আরও বেশ কিছু সরকারি ছুটি রয়েছে।

মার্চ মাসের সরকারি ছুটির তালিকা:

সাধারণ এবং নির্বাহী আদেশে ছুটি-

২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস, ২৮ মার্চ শবে কদর এবং জুমাতুল বিদা, ২৯, ৩০, ৩১ মার্চ (১,২ এপ্রিলসহ মোট পাঁচদিন) ঈদুল ফিতর।

ঐচ্ছিক ছুটি: (হিন্দু পর্ব) ১৪ মার্চ দোলযাত্রা, ২৭ মার্চ হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব এবং (খ্রিষ্টান পর্ব) ৫ মার্চ ভস্ম বুধবার।

আগামী বছরের ৩১ মার্চ সোমবার ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে ধরে নিয়ে প্রজ্ঞাপণে ছুটির তালিকা দেয়া হয়েছে। তবে চাঁদ দেখা সাপেক্ষে ঈদের আগে দুই দিন ও পরের দুই দিন মিলিয়ে মোট ৫ দিন ছুটি থাকবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, যেসব অফিসের সময়সূচি ও ছুটি নিজস্ব আইন-কানুন দিয়ে নিয়ন্ত্রিত হয়ে থাকে বা যেসব অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানের চাকরি সরকার থেকে অত্যাবশ্যক হিসেবে ঘোষণা করা হয়েছে, সেক্ষেত্রে সংশ্লিষ্ট অফিস, সংস্থা ও প্রতিষ্ঠান নিজস্ব আইনকানুন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে এ ছুটি ঘোষণা করবে। উৎস: সময়নিউজটিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়