শিরোনাম
◈ গোপনে বিশ্বব্যাপী বাংলাদেশি রাজনীতিবিদের সম্পদের সাম্রাজ্য: ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন ◈ রোজায় দিনে হোটেল বন্ধ রাখতে ব্যবস্থা নেওয়ার আহ্বান জামায়াত আমিরের ◈ যে কারণে পদত্যাগ করলেন শিল্পকলা মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ! (ভিডিও) ◈ পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে স্কাইপ ◈ ইংল্যান্ড দলের অধিনায়কত্ব ছাড়লেন জস বাটলার ◈ ভোটে সরকার গঠন না হওয়া পর্যন্ত গণতন্ত্র ঝুঁকিমুক্ত নয়: তারেক রহমান (ভিডিও) ◈ বাংলাদেশ বিমানের ফ্লাইটে মাঝ আকাশে অক্সিজেন স্বল্পতা, জরুরি অবতরণ ◈ বৃষ্টিতে খেলা পরিত্যক্ত, চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে অস্ট্রেলিয়া ◈ অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের বিষয়ে দিল্লি পুলিশের শীর্ষ কর্মকর্তাদেরকে যে নির্দেশ দিলেন অমিত শাহ ◈ ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় মাছ শিকারে দুই মাসের নিষেধাজ্ঞা

প্রকাশিত : ০১ মার্চ, ২০২৫, ০১:৪৫ রাত
আপডেট : ০১ মার্চ, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোপনে বিশ্বব্যাপী বাংলাদেশি রাজনীতিবিদের সম্পদের সাম্রাজ্য: ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন

এবার বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিশাল গোপন সম্পদের খবর প্রকাশ করেছে বৃটিশ গণমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস। সেখানে ১৯৯২ থেকে ২০২৪ সাল পর্যন্ত পৃথিবীর নানা প্রান্তে সাইফুজ্জামান এবং তার পরিবার কীভাবে গোপন সম্পদের পাহাড় গড়ে তুলেছেন তার তথ্য তুলে ধরা হয়েছে। খবরের শিরোনাম দেয়া হয়েছে- ‘দ্য বাংলাদেশি পলিটিশিয়ান হু বিল্ট আ শ্যাডো গ্লোবাল প্রোপার্টি এম্পায়ার’। এতে বলা হয়েছে, ফ্লোরিডার ওকালা ন্যাশনাল বনের পশ্চিম সীমান্ত। অরল্যান্ডো থেকে উত্তরে মাত্র এক ঘণ্টার গাড়ি চালানোর রাস্তা। সেখানে এক খণ্ড আধা একর জমি রয়েছে যা শিগগিরই আন্তর্জাতিক মামলার বিষয়বস্তু হতে পারে। জমিটি এখনো অব্যবহৃত। এটি পুনরুদ্ধার করেছে বনবিভাগ। তবে জমিটির মালিকানার বিষয়টি আন্তর্জাতিক মামলার বিষয়বস্তু হতে পারে। ম্যারিয়ন কাউন্টির সম্পদ মূল্যায়নকারীর রেকর্ড থেকে জানা যায়, ওই জমিটি প্রায় দুই দশক আগে ক্রয় করেছিলেন বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। 

শেখ হাসিনার সরকারের সংসদ সদস্য থাকাকালীন সাইফুজ্জামান ৪৮ হাজার ডলারের যে রিয়েল এস্টেট সম্পদ ক্রয় করেছিলেন তার একটি হচ্ছে ফ্লোরিডার ওই জমি। ১৯৯২ থেকে ২০২৪ সাল পর্যন্ত ২৯৫ মিলিয়ন ডলার মূল্যের ৪৮২টি সম্পদের খোঁজ পেয়েছে ফিন্যান্সিয়াল টাইমসে। তার অর্জিত এসব সম্পদের একটি অংশ ফেরত চায় বাংলাদেশ। কেননা, শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে দেশ থেকে কোটি কোটি টাকা পাচারের সঙ্গে জড়িতদের সন্দেহের মধ্যে সাইফুজ্জামানও একজন। অন্তর্বর্তী সরকারের প্রধান টার্গেটও তিনি। গত বছর ছাত্র নেতৃত্বাধীন এক বিক্ষোভের মাধ্যমে কর্তৃত্ববাদী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়। এরপর তিনি ভারতে আশ্রয় নিয়েছেন। আরব আমিরাতের জমকালো শহর দুবাইয়ের বুর্জ খলিফা এবং পাম জুমেইরা নামক কৃত্রিম দ্বীপপুঞ্জ থেকে শুরু করে লন্ডনের কমিউটার শহরগুলোতে রয়েছে সাইফুজ্জামানের বিশাল সম্পদের পাহাড়। সেখানে রয়েছে দামি দামি অ্যাপার্টমেন্ট। যেগুলো সব নবনির্মিত এবং দুই শয়নকক্ষবিশিষ্ট।

ভূমিমন্ত্রী হওয়ার আগে পাঁচ বছর সংসদ সদস্য ছিলেন সাইফুজ্জামান। ২০২৩ সালে সংসদে দাঁড়িয়ে তিনি বলেছিলেন তার মোট সম্পদের পরিমাণ মাত্র ২ দশমিক ৩ মিলিয়ন ডলার বা ২৩ লাখ টাকা। ২০১৭ সালে আয়করের নথিতে তিনি উল্লেখ করেন দেশের বাইরে তার কোনো সম্পদ নেই। শেখ হাসিনার শাসনামলে দেশের অন্যান্য এলিটদের সঙ্গে তিনি এবং তার কিছু আত্মীয়স্বজনের বিরুদ্ধে ব্যাংক থেকে অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে।
দেশ থেকে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে বর্তমানে দায়িত্বে রয়েছেন অন্তর্বর্তী সরকার কর্তৃক দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তার অনুমান শেখ হাসিনার আমলে দেশ থেকে কমপক্ষে ১৬ বিলিয়ন ডলার পাচার করা হয়েছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ফিন্যান্সিয়াল টাইমসকে বলেছেন, পাচারকৃত ওই টাকা জনগণের। যা তারা রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে প্রকাশ্য দিবালকে কেড়ে নিয়েছে। 

সাইফুজ্জামান হলেন দেশের পুরনো ধারার একজন ধনকুবের- যিনি বর্তমানে বাংলাদেশ সরকারের নজরদারিতে আছেন। আহসান এইচ মনসুর বলেন, তিনি এর আগে ভূমিমন্ত্রী ছিলেন এবং মনে হচ্ছে তিনি ভূমি ভালোবাসেন। ফাঁস হওয়া নথি এবং সরকারি বিভিন্ন সূত্রের বরাতে ফিন্যান্সিয়াল টাইমস জানতে পেরেছে, সাইফুজ্জামান এবং তার পরিবারের ঘনিষ্ঠ জনেরাই ওই সকল সম্পত্তির মালিক। যার মধ্যে যুক্তরাজ্যে ৩১৫টি, দুবাইতে ১৪২টি, নিউ ইয়র্কে ১৬টি, ফ্লোরিডায় ছয়টি এবং নিউ জার্সিতে তিনটি সম্পদ রয়েছে। গণমাধ্যমটি আরও জানিয়েছে, সিঙ্গাপুর এবং কানাডাতেও বাংলাদেশি এলিটদের দ্বারা অধিগ্রহণ করা প্রায় ৫৭৮ মিলিয়ন ডলারের সম্পত্তির খোঁজ পেয়েছে অন্তর্বর্তী সরকার। দেশ থেকে এলিট শ্রেণির এভাবে অর্থ পাচারকে ‘হাইওয়ে ডাকাতি’ বলেছেন প্রধান উপদেষ্টা। এসব অর্থ ফিরিয়ে আনার অঙ্গীকার করেছেন তিনি। হাসিনার পতনের পর যখন বাংলাদেশ পুনর্গঠিত হচ্ছে তখন দেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার দিকে ঝুঁকছে অন্তর্বর্তী সরকার। তারা বলেছে যে, দেশের উন্নয়নশীল অর্থনীতির জন্য এই তহবিল ফিরিয়ে আনা জরুরি। এই প্রচেষ্টা আমলাতন্ত্রের জন্য একটি চ্যালেঞ্জ হলেও ইউনূস সরকার মনে করছে হাসিনার অনুগতরা এ বিষয়ে বাধা সৃষ্টি করতে পারে। 

বাংলাদেশ এই প্রচেষ্টা শুরু করার সঙ্গে সঙ্গে প্রযুক্তিগত সহায়তা প্রদান করতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। এর প্রথম পদক্ষেপ হবে অভিযুক্ত অপরাধীদের বিরুদ্ধে দেশীয় আইনে মামলা করা এবং মার্কিন যুক্তরাষ্ট্র, বৃটেন এবং অন্যত্র আনুষ্ঠানিক আন্তর্জাতিক আইনি সহায়তার অনুরোধ প্রস্তুত করা যা ভবিষ্যতের সম্ভাব্য আন্তর্জাতিক মামলার পথ প্রশস্ত করবে। ড. ইউনূস বলেছেন, যদি আমরা বিশ্বাস করি পুরো বিশ্ব একটি সম্প্রদায়, আর আমার অর্থ যদি চুরি হয়ে আপনার দেশে জমা হয়। তাহলে আমি মনে করি তা ফিরিয়ে আনতে আমাদের সাহায্য করার একটি বাধ্যবাধকতা আছে। ন্যাশনাল ক্রাইম সংস্থা কর্তৃক পরিচালিত বৃটেনের আন্তর্জাতিক দুর্নীতি দমন সমন্বয় কেন্দ্র বলেছে, তারা আগের সরকারের ব্যাপক দুর্নীতির অভিযোগ তদন্তের প্রচেষ্টায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং এ বিষয়ে আইনি সংস্থাগুলোকে সহায়তা করতে প্রস্তুতি নিচ্ছে। 

মন্তব্যের জন্য অনুরোধ করা হলে এতে সাড়া দেননি সাইফুজ্জামান। তবে তার ভাই আনিসুজ্জামান চৌধুরী ই-মেইলের মাধ্যমে জানিয়েছেন, তালিকাভুক্ত সকল সম্পদ তার বাবার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া। তিনি আরও বলেন, তার পরিবারকে আগের শাসনের অংশ থাকায় উদ্দেশ্য প্রণোদিতভাবে লক্ষবস্তু করা হয়েছে।
ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগের সুবিধাভোগী অন্যান্য এলিটদের মধ্যে সাইফুজ্জামানের পরিবারের গল্পটি বেশ পুরনো। তারা আওয়ামী শাসনামলে এই সম্পদের পাহাড় গড়ে তুলেছেন। শেখ হাসিনার দল এবং ব্যবসায়ী পরিবারের মধ্যে জোট তার দলের শাসনকে শক্তিশালী করতে সাহায্য করেছে। অন্তর্বর্তী সরকার বলেছে- হাসিনার ১৫ বছরের ক্ষমতায় থাকাকালীন রাষ্ট্রের ক্রমবর্ধমান দমনমূলক পীড়নকে সমর্থন করেছিলেন তারা।

সাইফুজ্জামানের বাবার নাম আখতারুজ্জামান চৌধুরী। তিনি আওয়ামী লীগের একজন রাজনীতিবিদ ছিলেন। পাশাপাশি শেখ হাসিনার ঘনিষ্ঠজনও ছিলেন। ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) প্রতিষ্ঠাতা পরিচালনা পর্ষদের সদস্য ছিলেন। ইউসিবি’র সঙ্গে জড়িত দুটি সহিংস ঘটনার জন্য বেশ কুখ্যাত হয়ে ওঠেন সাইফুজ্জামানের বাবা। ওই ঘটনাগুলোকে শেখ হাসিনার শাসনামলের শেষ বছরগুলোতে অন্যান্য ব্যাংক জোরপূর্বক দখলের নজির হিসেবে দেখে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে প্রথমটি ছিল ১৯৯৩ সালের ৮ই এপ্রিলের একটি ঘটনা। যখন ঢাকায় ইউসিবি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুমায়ুন জহিরকে নিজ বাড়ির বাইরে গুলি করে হত্যা করা হয়। ব্যাংকের পরিচালকদের মতবিরোধের মধ্যে আখতারুজ্জামানকে হত্যার অভিযোগে গ্রেপ্তার করা হয়। কিন্তু পরে জামিনে মুক্তি পেয়ে দেশ ছেড়ে পালিয়ে যান তিনি। এরপর ১৯৯৬ সালে আওয়ামী লীগ প্রথম ক্ষমতায় আসার পর দেশে আসেন আখতারুজ্জামান। তিনি জামিনে থাকলেও সেসময় ওই আইনি প্রক্রিয়া পুরো থমকে যায়। পরের ঘটনাটি ১৯৯৯ সালের। তখন বন্দুকের মুখে জিম্মি করে ইউসিবি ব্যাংক দখলের চেষ্টা করেন আখতারুজ্জামান। ফলে তাকে বোর্ড থেকে পদত্যাগে বাধ্য করা হয়। ওই ঘটনার দুই বছর পর ক্ষমতা হারান হাসিনা। তবে তিনি ২০০৯ সালে ফিরে আসলে পুনরায় ব্যাংকটির পরিচালনা পর্ষদে যোগ দেন আখতারুজ্জামান। ২০১২ সালে মারা যান তিনি। তার মৃত্যুর পর সাইফুজ্জামানের পুরো পরিবার ইউসিবি ব্যাংকের পরিচালনা পর্ষদে বলবৎ থাকেন। হাসিনার পতনের পর কেন্দ্রীয় ব্যাংক পুনর্গঠনের ঘোষণা দেয়ার আগ পর্যন্ত ইউসিবিতে পুরো আধিপত্য ধরে রাখেন সাইফুজ্জামান ও তার পরিবার। 

হাসিনার কর্তৃত্ববাদী শাসনামলে, আওয়ামীপন্থি ব্যবসায়ী এলিটরা নিজেদের সম্পদের প্রবাহ বৃদ্ধি করেছিল। যার ফলে বিরোধী দলকে দমনের সুযোগ তৈরি হয়। গত গ্রীষ্মের রাজপথে বিক্ষোভের ফলে ক্ষমতা থেকে হাসিনাকে সরিয়ে দেয়ার আগ পর্যন্ত ওই নারী (হাসিনা)কে কার্যত চ্যালেঞ্জহীন রেখেছিলেন এলিটরা।

বিশ্বব্যাংক এবং আইএমএফের হয়ে কাজ করা ইয়েল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক মুশফিক মোবারক বলেন, রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীকে ব্যবহার করে হাসিনার রাজনৈতিক নেতারা ব্যাংকগুলো জোরপূর্বক দখল করেছিল। তারা ঋণের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে যা পরিশোধ করেনি। এগুলো তাদের রিয়েল এস্টেট ব্যবসার ক্ষতিপূরণ হিসেবে দেখানো হতো। 

আগস্টে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর পুলিশ এবং বিচার বিভাগসহ আওয়ামী লীগ কর্তৃক দখলকৃত প্রতিষ্ঠানগুলোর সংস্কারে কাজ শুরু করেছে ইউনূসের অন্তর্বর্তী সরকার। গত ডিসেম্বরে ইউনূস সরকার গঠিত অর্থনৈতিক কমিশনের রিপোর্টে বলা হয়েছে, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত শেখ হাসিনার শাসনামলে অর্থ পাচারের কারণে বার্ষিকভাবে বাংলাদেশ ১৬ বিলিয়ন ডলার ক্ষতির সম্মুখীন হয়েছে। বৃহৎ সরকারি প্রকল্পের ব্যয়, কর ছাড় এবং ব্যাংক ব্যবস্থাপনা বিশ্লেষণ করে ওই প্রতিবেদন প্রকাশ করেছে কমিশন। বড় বড় অপরাধীদের ‘দুর্নীতিগ্রস্ত’ হিসেবে চিহ্নিত করেছেন তারা। আনিসুজ্জামান চৌধুরীর দাবি ইউসিবি ব্যাংকের বেশির ভাগ অংশীদার ছিল তার পরিবার। তাই ‘ব্যাংকটি দখল করার প্রয়োজন ছিল না’। তিনি আরও বলেন, ব্যাংকের বোর্ডে থাকাকালীন সকল ঋণ দেশের আইন এবং কেন্দ্রীয় ব্যাংক দ্বারা অনুমোদিত ছিল। কোনো ব্যক্তিগত লাভ নেয়া হয়েছে এমন কোনো প্রমাণ নেই বলে দাবি করেছেন তিনি। 

ফিন্যান্সিয়াল টাইমস বলছে, ছড়িয়ে ছিটিয়ে থাকা বিপুল ওই সম্পদের সাম্রাজ্য উদ্ধারের আশায় তদন্তকারীদের ভৌগোলিকভাবে বেশ জটিলতায় পড়তে হবে। অপরাধীরা কী পরিমাণ সম্পদ ক্রয় করেছে তা গোপন করার প্রচেষ্টার সঙ্গে লড়াই করতে হবে তাদের। তবে ফিন্যান্সিয়াল টাইমস নিশ্চিত হয়েছে যে, সাইফুজ্জামান যে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন সেগুলো স্পষ্টতই তার সঙ্গে সম্পর্কিত। কেননা, নথিপত্রে সরাসরি তার নাম রয়েছে। যদিও এগুলো বিভিন্ন কায়দায় নিজের দখলে এনেছেন সাইফুজ্জামান। গত বছর সাইফুজ্জামানের গোপন সম্পদের তথ্য ফাঁস করে দেয় আল জাজিরার অনুসন্ধানী টিম। সেখানে চৌধুরীর এস্টেট এজেন্ট রিপন মাহমুদ বলেছেন, তারা সরাসরি কেনাকাটা এড়িয়ে চলেন। কেননা, বড় অঙ্কের অর্থ সকলকে সতর্ক করে দেয়। তিনি বলেছিলেন, তার ক্লায়েন্টরা বন্ধক ব্যবহার করেন যাতে তিনি বলতে পারেন যে, তারা নগদে ক্রয় করেননি। তারা ব্যাংকের ঋণ দিয়ে কিনেছেন। ২০১৯ সালে ভূমিমন্ত্রী নিযুক্ত হওয়ার পর চৌধুরীর বাড়ি কেনার আকস্মিক বৃদ্ধির পেছনে একটি ঋণদাতা সংস্থার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মনে করা হচ্ছে। কোম্পানিজ হাউসের নথি অনুসারে, বৃটিশ বন্ধকগুলোর সিংহভাগই এসেছে মার্কেট ফিন্যান্সিয়াল সলিউশনস নামে একটি ঋণদাতা সংস্থার মাধ্যমে, যার মালিক বৃটিশ ব্যবসায়ী পরেশ রাজা। ২০১৯ সালের মাঝামাঝি সময়ে চৌধুরীর কোম্পানিকে ঋণ দেয়া শুরু করে ওই সকল সংস্থা। এসব কোম্পানির বিরুদ্ধে ৪৯৫টি অভিযোগের মধ্যে ২৯১টির সঙ্গে ওই সংস্থাগুলোর সংশ্লিষ্টতা তালিকাভুক্ত করা হয়েছে। শেখ হাসিনার পতনের পর অনেক ঋণ পরিশোধ করা হয়েছে। ২০২৪ সালের আগস্ট এবং সেপ্টেম্বরে চৌধুরী এবং তার পরিবারের সঙ্গে যুক্ত  কোম্পানিগুলো হঠাৎ করে ৩৫২টি বন্ধকের মধ্যে ২৫৯টি পরিশোধ করে। যার মধ্যে মার্কেট ফিন্যান্সিয়াল সলিউশনসের একটি বন্ধকও রয়েছে।

ফিন্যান্সিয়াল টাইমস বলছে, সম্ভবত কিছু সম্পদ অন্যদের নামে হস্তান্তর করা হয়েছে। গণমাধ্যমটির অনুসন্ধানে বের হয়েছে দুবাইয়ে থাকা সাইফুজ্জামানের বেশ কিছু সম্পদ বিক্রি করে দেয়া হয়েছে। বৃটেনের ব্যবসায়ীদের কাছে সবচেয়ে বড় ঋণদাতা হিসেবে আবির্ভূত হয়েছে সাইফুজ্জামান। এ ছাড়া ১২টি সম্পদের হিসাব পুনরুদ্ধারের জন্য সিঙ্গাপুরের ডিবিএস ব্যাংকে নথিপত্র দাখিল করেছেন তিনি। পরেশ রাজা এবং ডিবিএসের কাছে বৃটেনে চৌধুরীর অর্থ পাচার সম্পর্কে জানতে চায় ফিন্যান্সিয়াল টাইমস। কেননা চৌধুরী তার নথিপত্রে সম্পদের পরিমাণ মাত্র ২.৩ মিলিয়ন ডলার বা ২৩ লাখ টাকা উল্লেখ করেছিলেন। তবে এ বিষয়ে ডিবিএস কোনো মন্তব্য করেনি। 

পরেশ রাজার আইনজীবী বলেছেন, মার্কেট ফাইন্যান্সিয়াল সলিউশনসের একটি বৃহৎ আন্ডাররাইটিং টিম রয়েছে যারা প্রতিটি ঋণ যাচাই-বাছাই করে। তিনি আরও বলেন যে, বাংলাদেশ বা হাসিনা সরকারের সঙ্গে কোনো সম্পর্ক নেই পরেশ রাজার। এস্টেট এজেন্ট মাহমুদ তাদের ক্লায়েন্টের কাছে মিথ্যা দাবি করার জন্য ক্ষমা চেয়েছেন এবং দাবিগুলো প্রত্যাহার করেছেন। মাহমুদের আইনজীবীদের দাবি আল জাজিরার ছদ্মবেশী সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মাতৃভাষা ইংরেজি না থাকায় ভুল ব্যাখ্যার ঝুঁকিতে ছিলেন মাহমুদ। তাদের দাবি, মাহমুদ একজন রিয়েল এস্টেট হিসেবে যথাসাধ্য পরিশ্রম স্বীকার করেছেন। বৃটেনে বাংলাদেশি এলিটদের সম্পদের তদন্তকারী ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের বেন কাউডক বলেছেন, ক্লায়েন্টের অর্থ পাচার ঠেকাতে তার সম্পদের উৎস সম্পর্কে জানা বেশ গুরুত্বপূর্ণ। যেসব ব্যবসা প্রতিষ্ঠান ক্লায়েন্টদের ওপর পর্যাপ্ত নজরদারি চালাতে বা কর্তৃপক্ষকে সন্দেহজনক কার্যকলাপের প্রতিবেদন তুলে ধরতে ব্যর্থ হয় তারা বৃটেনে অসৎ অর্থকে স্বাগত জানাচ্ছে। 

বাংলাদেশ ও বিদেশি কর্মকর্তারা বলছেন, সম্পদ পুনরুদ্ধারের বৃহত্তর প্রচেষ্টার জন্য লুট হওয়া ব্যাংকগুলোর ফরেনসিক অডিট এবং সন্দেহজনক লেনদেনের অনুসন্ধানের প্রয়োজন। পাচার করার সময় অর্থ একাধিক চ্যানেলে বের করা হতে পারে। যার মধ্যে মূল হোতাদের সঙ্গে তাদের ঘনিষ্ঠ কর্মকর্তারাও জড়িত থাকতে পারেন। যারা নগদ অর্থ বয়ে নিয়ে দেশের বাইরে পাচার করেছেন।  দেশের ব্যাংকের সম্পদের মান পর্যালোচনার জন্য ঢাকা ডেলয়েট, ইওয়াই এবং কেপিএমজিকের মতো তদন্তকারী সংস্থা নিযুক্ত করেছে। এ ছাড়া হাসিনার পরিবারের পাশাপাশি ১০টি শীর্ষস্থানীয় পরিবারের সম্পদের হিসাব বের করতে ১০টি যৌথ তদন্ত টিম গঠন করেছে অন্তর্বর্তী সরকার। তবে কোন কোন পরিবারকে টার্গেট করা হয়েছে তা এখনো নিশ্চিত করা হয়নি। সরকারের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, তাদের মধ্যে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান এবং এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের পরিবার রয়েছে। উভয়ের বিরুদ্ধেই নিয়মবহির্ভূত ব্যাংক ঋণ থেকে লাভবান হওয়ার অভিযোগ রয়েছে। 

কোম্পানির রেকর্ড থেকে জানা যায়, সিঙ্গাপুরে আলমের স্থায়ী বাসস্থানের মূল্য ২ দশমিক ১৯ মিলিয়ন ডলার। যেখানে তিনি হোটেলসহ বাণিজ্যিক রিয়েল এস্টেট ক্রয় করেছেন। যার মূল্য আনুমানিক ৪৬৯ মিলিয়ন ডলার। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন আলম এবং তার পরিবারের আইনজীবীরা। তারা এসব অভিযোগ সম্পূর্ণরূপে অস্বীকার করেছেন। যোগ করেছেন, এস আলমের স্বার্থ বহু বছর ধরে বাংলাদেশি কর্তৃপক্ষ দ্বারা পরীক্ষা করা হয়েছে। আলম ও তার পরিবারের বিনিয়োগ রক্ষার জন্য আন্তর্জাতিক আইনি প্রক্রিয়া শুরু করার কথাও জানিয়েছেন তারা। 
বসুন্ধরার সোবহানের সঙ্গে যোগাযোগ করা হলে ফিন্যান্সিয়াল টাইমসের অনুরোধে সাড়া দেয়া হয়নি। বৃটেনে সোবহান ও তার পরিবারের ৬৫ মিলিয়ন ডলারের ২৬টি সম্পদ চিহ্নিত করেছে গণমাধ্যমটি। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) সোবহান ও তার পরিবারের বেশ কয়েকজন সদস্যের বিরুদ্ধে বিদেশে সম্পদসহ ব্যাখ্যাতীত সম্পদের অভিযোগে তদন্ত করছে। বাংলাদেশের কর্তৃপক্ষের কাছে এ বিষয়টি কেবল দেশের এলিট পরিবারের মধ্যেই সীমাবদ্ধ নয়। আওয়ামী লীগ এবং দেশের শক্তিশালী পোশাক-রপ্তানি শিল্পের অন্যান্য মালিকরাও বিদেশে সম্পদ অর্জন করেছেন বলে খবর রয়েছে। যেমন, কানাডার টরন্টো ধনী বাংলাদেশিদের কাছে এতটাই জনপ্রিয় যে, এটি বেগম পাড়ার একটি প্রধান উদাহরণ হয়ে উঠেছে। যার অর্থ ‘স্ত্রীদের উপনিবেশ’। এমন মানুষদের বোঝাতে এই বেগম পাড়া প্রতিষ্ঠিত হয়েছে যাদের পরিবারের সদস্যরা বিদেশের ধনী এলাকায় আরামে বসবাস করছেন। অন্টারিও ল্যান্ড রেজিস্ট্রি নথি ঘেঁটে ফিন্যান্সিয়াল টাইমসের অনুসন্ধানে বের হয়ে এসেছে যে, চিহ্নিত ১২টি সম্পদের মধ্যে সাবেক এক আওয়ামী এমপি’র স্ত্রীর নামে ১০ লাখ ডলারের একটি বাড়ি রয়েছে। যার মূল্য প্রায় ১৩ লাখ ডলার। 

ফিন্যান্সিয়াল টাইমসকে কানাডার সম্পদের কথা জানালেও ড. ইউনূস বলেছেন, তিনি বিশ্বাস করেন অবৈধভাবে পাচার করা সম্পদ এমন জায়গায় লুকিয়ে রাখা হয়েছে যা উদ্ধার করা তাদের জন্য চ্যালেঞ্জের হবে। যেমন দুবাইতে। সাইফুজ্জামান চৌধুরী সংযুক্ত আরব আমিরাতে একটি পোর্টফোলিও সংগ্রহ করেছেন বলে মনে করা হচ্ছে। যা বছরখানেক আগে আর্থিক অপরাধের জন্য বিশ্বব্যাপী নজরদারি সংস্থা ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্কফোর্সের বর্ধিত তদারকির অধীনে ছিল। 

ওয়াশিংটনের একটি থিঙ্কট্যাঙ্ক প্রতিষ্ঠান সেন্টার ফর অ্যাডভান্সড ডিফেন্স স্টাডিজের (সি৪এডিএস) সংগৃহীত সম্পদের মালিকানার রেকর্ডের একটি ডাটাবেজ ব্যবহার করে ফিন্যান্সিয়াল টাইমস চৌধুরীর পরিবারের সম্পদের বিশ্লেষণ করেছে। যেখানে ২০২২ সাল থেকে ৯৮টি সম্পূর্ণ সম্পদের রেকর্ড রয়েছে। এর আনুমানিক মূল্য ২৮ মিলিয়ন ডলার। এ ছাড়া অসম্পূর্ণ সম্পদ রয়েছে আরও ৩৯টি। এর মধ্যে পাঁচটির মালিক সাইফুজ্জামানের ভাই আনিসুজ্জামান। সি৪এডিএস-এর প্রপার্টি ডাটাবেজে কেন্দ্রীয় ভূমিকায় অ্যান্থনি আবু জাউদের নাম পাওয়া গেছে। যিনি চৌধুরীর সম্পদের পোর্টফোলিও নিয়ে কাজ করেছেন। বলেছেন, তিনি দুবাইতে চৌধুরীকে ভূমিমন্ত্রী ও ইউসিবি ব্যাংকের চেয়ারম্যান হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন। সেখানকার সকল ডেভেলপার কোম্পানির মালিকরা সাইফুজ্জামানকে স্বাগত জানিয়েছে বলেও জানান তিনি। তবে আবু জাউদের দাবি তিনি ব্রোকারেজের সঙ্গে কাজ করতেন। আর গত বছর আল জাজিরাতে সাইফুজ্জামানের গোপন সম্পদের নথি ফাঁস হলে তার সঙ্গে কাজ করা বন্ধ করে দেয় কোম্পানিটি। 

বিশ্বব্যাপী মেট্রোপলিটন এলাকায় জীবনযাত্রার ব্যয় ট্র্যাককারী পরামর্শদাতা প্রতিষ্ঠান মার্সারের মতে, দুবাই শহরে গত দুই বছরে ভাড়ার হার ২০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। ফলত সাইফুজ্জামান সেখানে ভালো লাভ করেছেন বলে ধারণা করা হচ্ছে। দুবাইয়ের কোলাহলমুক্ত শান্ত এক এলাকায় পোলো রেসিডেন্সেস-এর প্রায় গোটা একটি ভবন ক্রয় করেছিলেন সাইফুজ্জামান। ওই ভবনটির ফ্ল্যাটগুলো ছিল বেশ সাজানো গোছানো এবং বেশ ব্যয়বহুল। বাংলাদেশের সংসদ সদস্য থাকাকালীন ওই ভবনটি ক্রয় করেন তিনি। দুবাইয়ের ওই ভবনটিতে মোট ৩১টি অ্যাপার্টমেন্ট ক্রয় করেছিলেন সাইফুজ্জামান। তবে সম্পদের রেকর্ডে তার বাসস্থান যুক্তরাষ্ট্রের সামোয়াতে দেখানো হয়েছে। অনুবাদ মানবজমিন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়