মাসুদ আলম : বাংলাদেশ পুলিশের ৫৩ জন কর্মকর্তাকে এক সঙ্গে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক দুই প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন দুটি সাক্ষর করেছেন উপসচিব মো. মাহবুবুর রহমান।
প্রজ্ঞাপন থেকে জানা গেছে, বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে ১৯ জন অতিরিক্ত ডিআইজি, ৩৩ জন পুলিশ সুপার এবং একজন অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।
এর আগে গতকাল বুধবার ১০৪ জন সহকারী পুলিশ সুপারকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি দিয়ে দুটি প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। পদোন্নতি পাওয়া ১০৪ জনের মধ্যে দুই জন ভূতাপেক্ষভাবে পদোন্নতি পেয়েছেন।