শিরোনাম
◈ আগামীকাল থেকে সম্পূর্ণরূপে বন্ধ হচ্ছে বেক্সিমকোর ১৪ টি প্রতিষ্ঠান ◈ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে নতুন ছাত্রসংগঠন ◈ ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমাদের কাজ করতে হবে: খালেদা জিয়া (ভিডিও) ◈ স্থানীয় সরকার নির্বাচনের ফাঁদে পা দেবে না বিএনপি : তারেক রহমান (ভিডিও) ◈  ভুয়া তথ্যের সেই পোস্ট সরিয়ে ফেললেন সজীব ওয়াজেদ জয় ◈ দুই প্ল্যাটফর্ম থেকে সমান সংখ্যক নেতা নিয়ে নতুন দল, থাকছেন না সাবেক শিবির নেতারা ◈ সেনা সদস্যরা দেশের প্রয়োজনে নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকবে: সেনা প্রধান (ভিডিও) ◈ নোয়াখালীতে মাজারে হামলা-অগ্নিসংযোগের মামলায় ৭ আসামি কারাগারে  ◈ টানা ২৬ ঘণ্টা ধরে প্রধান উপদেষ্টার কার্যালয়ের গেটে অবস্থানে আহতরা ◈ কোপা দেল রের প্রথম লেগের সেমিতে কষ্টের জয় রিয়াল মাদ্রিদের

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:১৫ দুপুর
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

দেশের জন্য, ভালোর জন্য সেনাপ্রধানের কথা তো আমরা শুনতে চাই: মেজর জেনারেল (অব.) জামিল ডি আহসান

এল আর বাদল : তৎকালীন বিডিআর (বর্তমান বিজিবি) সদর দপ্তর পিলখানায় সংঘটিত নির্মম হত্যাকা-ে শাহাদতবরণকারী সেনা কর্মকর্তাদের স্মরণে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) আয়োজিত এক অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বক্তব্য দেন।

সেখানে তিনি সবাইকে যেমন সতর্ক করেছেন, তেমনি আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে কথা বলেছেন। তিনি নির্বাচনের কথা যেমন বলেছেন, তেমনি ‘নিজের উচ্চাকাঙ্খা নেই' বলেও জানিয়েছেন। তার এই বক্তব্য নিয়ে রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে চায়ের দোকানেও চলছে আলোচনা। কেউ তার বক্তব্যকে ‘হুমকি' বলছেন, আবার কেউবা ‘সময়োচিত বক্তব্য' বলে করছেন প্রশংসা। সূত্র- ডয়েচেভেলে

সেনাপ্রধানের এই বক্তব্যের বিভিন্ন দিক নিয়ে ডয়চে ভেলের সঙ্গে সাবেক সেনা কর্মকর্তা, সাবেক পুলিশ প্রধান, রাজনীতিক, রাজনৈতিক বিশ্লেষক ও সাংবাদিক কথা বলেছেন। পুলিশ, র‌্যাব, ডিজিএফআই, এনএসআইকে ‘আন্ডারমাইন করা’ বলতে সেনাপ্রধান কী বোঝাতে চেয়েছেন জানতে চাইলে মেজর জেনারেল (অব.) জামিল ডি আহসান বীরপ্রতীক ডয়চে ভেলেকে বলেন, এগুলো তো রাষ্ট্রের ইনস্ট্রুমেন্ট। 

যে কোনো রাষ্ট্র সুষ্ঠুভাবে চালাতে গেলে এই প্রতিষ্ঠানগুলোকে লাগবে। এই প্রতিষ্ঠানগুলোকে আগে তো নানাভাবে ব্যবহার করা হয়েছে। একটা বিষয় প্রতিষ্ঠিত যে, এই প্রতিষ্ঠানগুলোকে সুষ্ঠুভাবে ব্যবহার করা হয়নি। এগুলো তো রাষ্ট্র কাঠামোর বিশেষায়িত প্রতিষ্ঠান। ফলে, এরা সুষ্ঠুভাবে কাজ না করলে এর প্রভাব তো বিভিন্ন জায়গায় পড়বেই। এই প্রতিষ্ঠানগুলোর দুর্বলতা তো আমরা দেখছি। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই। 

উনি বলেছেন, এই প্রতিষ্ঠানগুলো তো আগে ভালো কাজও করেছে। আবার এদের দ্বারা তো অনেক নেতিবাচক কাজ হয়েছে। সেগুলো কাদের নির্দেশে হয়েছে? কাজগুলো তো জনগণের পক্ষে ছিল না। উনি এই কথাটাই বলতে চেয়েছেন, এদের অবমূল্যায়ন করা হলে কাদের দিয়ে রাষ্ট্র চলবে? কেউ অপরাধ করলে বিচার হবে- সেটাও উনি বলেছেন। এগুলো তো বন্ধ করে দেওয়া যাবে না। র‌্যাব বন্ধ করা যেতে পারে, কারণ, সেটা একটা সাপোর্টিং ফোর্স।

স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন হবে'- বলতে তিনি কী বোঝাতে চেয়েছেন? এ প্রসঙ্গে জবাবে জনাব আহসানের বিশ্লেষণ, "স্বাধীন দেশ হিসেবে আমাদের তো একটা সত্ত্বা থাকার কথা। ভেতর ও বাইরে থেকে যদি এর বিরুদ্ধে কাজ করা হয়, তাহলে তো সেটা ব্যাহত হবে। আমি নিজেও একজন মুক্তিযোদ্ধা। ৫৪ বছর ধরে তো অনেক ঘটনা ঘটেছে। 

এখনো যদি আমরা অন্যের সেবাদাস হওয়ার জন্য কাজ করতে থাকি, তাহলে তো হবে না। আমি নিজেও গতকাল ওখানে উপস্থিত ছিলাম, কথাও বলেছি। সতর্ক করার বিষয়টি হলো, তিনি যেখানে আছেন, সেখান থেকে তিনি অনেক কিছুই বুঝতে পারেন। 

আমরা তো বাইরে থেকে একভাবে দেখি। উনি যেহেতু সিদ্ধান্ত গ্রহণের জায়গায় আছেন, সেখান থেকে উনি সতর্ক করা বলতে সাবধান করে দেওয়া বা বলে দেওয়া যে, এটার ফলশ্রুতিতে ওটা হতে পারে। দেশের জন্য, ভালোর জন্য উনার কথা তো আমরা শুনতে চাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়