শিরোনাম
◈ আ.লীগ ভোটে অংশ নিতে পারবে কি না, মুখ খুললেন আসিফ নজরুল ◈ প্রায় ২ বিলিয়ন ডলারের রেমিট্যান্স এলো ২১ দিনেই   ◈ ‌‘আ.লীগের যত অপরাধ, ১শ বছরেও বিচার শেষ হবে না’ ◈ পারভেজ হত্যাকাণ্ডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা গ্রেফতার ◈ পরীমনির বিরুদ্ধে মামলা করলেন সেই গৃহকর্মী ◈ ওরা আমাদের গুলি করতেসে, অনেকে গুলিবিদ্ধ হয়েছে: ৩ মিনিট ৩৮ সেকেন্ডের ভিডিও ভাইরাল ◈ আপিল বিভাগের জ্যেষ্ঠ তিন বিচারপতি থেকে প্রধান বিচারপতি চায় বিএনপি ◈ উত্তরখানে স্কুলে পড়ুয়া অষ্টম শ্রেণির ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ করে ইস্রাফিল ◈ আপনাদের যে তেলটা আছে ওই তেলটা এখন রেখে দেন, সরকারি কর্মকর্তাদের বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ পোপ ফ্রান্সিস যখন বাংলাদেশ সফরে এসেছিলেন

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:২৯ রাত
আপডেট : ২২ এপ্রিল, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মধ্যরাতে রাজধানীর বিভিন্ন স্থানে চেকপোস্ট পরিদর্শনকালে আসিফ মাহমুদ

‌‌‘একটি দলের নেতা মাইকে চাঁদাবাজির ঘোষণা দিয়েছে, এতে অন্যরাও উত্তসাহিত হচ্ছে’ (ভিডিও)

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে রাজনৈতিক ইন্ধন রয়েছে বলে মন্তব্য করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, রাজনৈতিক হোক বা নিতান্তই ছিনতাই; দেশের পরিস্থিতি বিঘ্নিত করলে তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। দ্রুতই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত একটার দিকে রাজধানীর বিভিন্ন স্থানে চেকপোস্ট পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, দেশে যে চাঁদাবাজির ঘটনা ঘটছে তাতে রাজনৈতিক ইন্ধন রয়েছে। একটি দলের নেতা মাইকে চাঁদাবাজির ঘোষণা দিয়েছে। এতে অন্যরাও উত্তসাহিত হচ্ছে। পাশাপাশি দেশের পরিস্থিতি খারাপ করতে আওয়ামী লীগের ইন্ধন রয়েছে। দলটি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন গ্রুপে দেশের পরিস্থিতি খারাপ করতে নেতাকর্মীদের নির্দেশনা দিচ্ছে। এ সময় দেশের পরিস্থিতি বিঘ্নিত কয়ার চেষ্টা কোনোভাবে সহ্য করা হবে না বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, গত ছয় মাসে বড় ধরণের অপরাধ কমেছে। একটি ঘটনা ভাইরাল হলে সবাই আতঙ্কিত হয়ে যায়। গত একঘণ্টা ধরে রাজধানীর চেকপোস্টগুলো পরিদর্শন করেছি। সবখানে চেকপোস্ট বসানো হয়েছে। এতে জনমনে আতংক কমবে। পৃথিবীতে অপরাধ ছাড়া কোনো দেশ নেই। তবে সেটিকে নিয়ন্ত্রণে আনতে হবে বলেও জানান তিনি। উৎস: যমুনা টেলিভিশন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়