শিরোনাম
◈ বাংলাদেশের সঙ্গে এলএনজি সরবরাহ চুক্তি নবায়ন করবে কাতার ◈ বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল, গ্রেফতার ১০ ◈ আওয়ামীপন্থি সেই ৬১ আইনজীবীর হাইকোর্টে জামিন ◈ কুয়েট ভিসির অপসারণের দাবিতে দেড় ঘণ্টা অবরোধের পর কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা (ভিডিও) ◈ মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধের সংস্কার হচ্ছে, ভাঙচুর নয় ◈ পারভেজ হত্যা: ‘দুই বান্ধবীকে’ খুঁজছে পুলিশ ◈ ট্রান্সশিপমেন্ট বাতিল: এবার নতুন তথ্য দিলেন ভারতের সাবেক বাণিজ্য কর্মকর্তা ◈ সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডিসি নাজমুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ◈ এএইচএফ কাপ হ‌কি‌তে থাইল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনা‌লে বাংলাদেশ ◈ দোহায় বাংলাদেশের চার নারী ক্রীড়াবিদকে অ‌তি‌থি‌দের স‌ঙ্গে পরিচয় করিয়ে দিলেন ড. ইউনূস

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৪৩ রাত
আপডেট : ২২ এপ্রিল, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একদিন ম্যানেজ হলে ঈদে মিলবে টানা ৯ দিনের ছুটি

আগামী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাধারণ ছুটি, নির্বাহী আদেশে ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ৬ দিন ছুটি পেতে পারেন সরকারি চাকরিজীবী। এ ছয় দিনের সঙ্গে কোনো সরকারি চাকরিজীবী যদি আরেক দিন ছুটি ‘ম্যানেজ’ করতে পারেন, তিনি টানা ৯ দিনের ছুটি ভোগ করতে পারবেন।

জানা গেছে, চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ৩১ মার্চ সোমবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। সে হিসাব করে সরকারি ছুটির তালিকা নির্ধারণ করা হয়েছে।

গত বছরের ১৭ অক্টোবর ঈদুল ফিতরে পাঁচ দিন ছুটির অনুমোদন দেয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। গত ২১ অক্টোবর এ ছুটির বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। আগে এ ছুটি তিন দিন ছিল। বর্তমান সরকার তা বৃদ্ধি করেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ৩১ মার্চ সোমবার ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি। ঈদের আগের দুই দিন ২৯ ও ৩০ মার্চ (শনি ও রবিবার) এবং ঈদের পরের দুই দিন ১ ও ২ এপ্রিল (মঙ্গলবার ও বুধবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে।

আর নির্বাহী আদেশের ছুটি শুরু হওয়ার আগের দিন, অর্থাৎ ২৮ মার্চ (শুক্রবার) থাকবে সাপ্তাহিক ছুটি। এ ছুটিটি মিলিয়ে টানা ছয় দিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।

অন্যদিকে, কোনো সরকারি চাকরিজীবী যদি ৩ এপ্রিল (বৃহস্পতিবার) ছুটি ম্যানেজ করতে পারেন তাহলে তিনি ৪ মার্চ (শুক্রবার) ৫ মার্চের (শনিবার) সাপ্তাহিক ছুটি ভোগ করতে পারবেন। অর্থাৎ তিনি টানা নয় দিন ছুটি ভোগ করতে পারবেন। উৎস: ডাকা পোষ্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়