শিরোনাম
◈ সাড়ে পাঁচ কোটি ভোটার এখনও পাননি  স্মার্টকার্ড  ◈ আজ জাতীয় শহীদ সেনা দিবস: বিডিআর হত্যাযজ্ঞের ১৬ বছর ◈ বেলজিয়ামে আওয়ামী লীগ নেতাদের নিয়ে লঙ্কাকাণ্ড, বিধ্বস্ত চেহারায় প্রকাশ্যে হাছান মাহমুদ ◈ সংস্কার হতে হবে নির্বাচনমুখী: আন্দালিব রহমান পার্থ ◈ ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পাল্টা জবাব দিলেন তৌহিদ হোসেন ◈ একদিন ম্যানেজ হলে ঈদে মিলবে টানা ৯ দিনের ছুটি ◈ বুয়েটছাত্র আবরার ফাহাদ হত্যা: কারাগার থেকে পালিয়েছেন ফাঁসির আসামি জেমি ◈ সাজেক ভ্রমণ নিরুৎসাহিত করে প্রশাসনের বার্তা ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত আমিরের বৈঠক, অবস্থান কর্মসূচি স্থগিত ◈ শুক্রবার আত্মপ্রকাশ করছে ছাত্রদের নতুন দল

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৪৩ রাত
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একদিন ম্যানেজ হলে ঈদে মিলবে টানা ৯ দিনের ছুটি

আগামী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাধারণ ছুটি, নির্বাহী আদেশে ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ৬ দিন ছুটি পেতে পারেন সরকারি চাকরিজীবী। এ ছয় দিনের সঙ্গে কোনো সরকারি চাকরিজীবী যদি আরেক দিন ছুটি ‘ম্যানেজ’ করতে পারেন, তিনি টানা ৯ দিনের ছুটি ভোগ করতে পারবেন।

জানা গেছে, চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ৩১ মার্চ সোমবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। সে হিসাব করে সরকারি ছুটির তালিকা নির্ধারণ করা হয়েছে।

গত বছরের ১৭ অক্টোবর ঈদুল ফিতরে পাঁচ দিন ছুটির অনুমোদন দেয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। গত ২১ অক্টোবর এ ছুটির বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। আগে এ ছুটি তিন দিন ছিল। বর্তমান সরকার তা বৃদ্ধি করেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ৩১ মার্চ সোমবার ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি। ঈদের আগের দুই দিন ২৯ ও ৩০ মার্চ (শনি ও রবিবার) এবং ঈদের পরের দুই দিন ১ ও ২ এপ্রিল (মঙ্গলবার ও বুধবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে।

আর নির্বাহী আদেশের ছুটি শুরু হওয়ার আগের দিন, অর্থাৎ ২৮ মার্চ (শুক্রবার) থাকবে সাপ্তাহিক ছুটি। এ ছুটিটি মিলিয়ে টানা ছয় দিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।

অন্যদিকে, কোনো সরকারি চাকরিজীবী যদি ৩ এপ্রিল (বৃহস্পতিবার) ছুটি ম্যানেজ করতে পারেন তাহলে তিনি ৪ মার্চ (শুক্রবার) ৫ মার্চের (শনিবার) সাপ্তাহিক ছুটি ভোগ করতে পারবেন। অর্থাৎ তিনি টানা নয় দিন ছুটি ভোগ করতে পারবেন। উৎস: ডাকা পোষ্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়