শিরোনাম
◈ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ (ভিডিও) ◈ মধ্যরাতে জরুরি সংবাদ সম্মেলনে আসছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ 'আ. লীগের বিচার না করলে জনগণ আবার আন্দোলনে নামবে' (ভিডিও) ◈ বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি, ২০০ ভরি স্বর্ণ লুট (ভিডিও) ◈ দেশের সব মেডিকেল কলেজে সোমবার ‘একাডেমিক শাটডাউন’ ◈ এবার জামায়াতের আমীরের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে শিবির ◈ জুনে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করবে নেপাল ◈ চলন্ত বাসে ডাকাতি-শ্লীলতাহানি; ভুক্তভোগী নারীর লোমহর্ষক বর্ণনা! ভিডিও ◈ মধুর ক্যান্টিনে শিবিরের উপস্থিতি মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করে: ছাত্রদল ◈ ধানমন্ডিতে সশস্ত্র মহড়া, ডাকাত আতঙ্কে মসজিদে মাইকিং (ভিডিও)

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:০২ রাত
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০২:৪৬ রাত

প্রতিবেদক : মনজুর এ আজিজ

হাব ঐক্য কল্যাণ পরিষদের সংখ্যাগরিষ্ঠ বিজয় লাভ

মনজুর এ আজিজ : হাব দ্বি-বার্ষিক নির্বাচনে (২০২৫-২০২৭) প্যানেল প্রধান সৈয়দ গোলাম সরওয়ারের নেতৃত্বাধীন হাব ঐক্য কল্যাণ পরিষদ সংখ্যাগরিষ্ঠ বিজয় লাভ করেছে। শনিবার সকাল ৯-৫টা একটানা রাজধানীর কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে হাব নির্বাচন অনুষ্ঠিত হয়। হাব নির্বাচন বোর্ডের চেয়ারম্যান শনিবার রাতে ভাট গণনা শেষে হাব ঐক্য কল্যাণ পরিষদকে সংখ্যাগরিষ্ঠ বিজয় লাভের ঘোষণা দেন। এতে ঐক্য কল্যাণ পরিষদের সমর্থক ও বিজয়ী প্রার্থীদের মাঝে আনন্দের বন্যা বয়ে যায়। 

হাব নির্বাচন বোর্ডের চেয়ারম্যান জানিয়েছেন, অত্যন্ত সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে হাব নির্বাচন সম্পন্ন হয়েছে। হাব নির্বাচনে তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বীতা করে। এসব প্যানেলগুলো হচ্ছে হাবের প্রতিষ্ঠাতা সহসভাপতি প্যানেল প্রধান সৈয়দ গোলাম সরওয়ার ও হাবের সাবেক মহাসচিব ফরিদ আহমেদ মজুমদারের নেতৃত্বাধীন হাব ঐক্য কল্যাণ পরিষদ, প্যানেল প্রধান ও হাবের সাবেক সভাপতি ফারুক আহমেদ সরদারের নেতৃত্বাধীন হাব ঐক্য ফোরাম এবং প্যানেল প্রধান ও হাবের সাবেক মহাসচিব এম এ রশিদ শাহ সম্রাটের নেতৃত্বাধীন হাব বৈষম্য বিরোধী গণতান্ত্রিক জোট।

হাব নির্বাচনে সর্বোচ্চ ৩০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছে হাব ঐক্য কল্যাণ পরিষদের প্যানেল প্রধান সৈয়দ গোলাম সরওয়ার। একই প্যানেলের ফরিদ আহমেদ মজুমদার ২৯৩ ভোট এবং মরহুম প্রখ্যাত আলেমে দীন মাওলানা আল্লামা দেলোওয়ার হুসাইন সাঈদীর ছেলে মাওলানা শামীম সাঈদী পেয়েছেন ২৯২ ভোট। হাব ঐক্য ফোরামের প্যানেল প্রধান ফারুক আহমেদ সরদার পেয়েছেন ২৭১ ভোট। হাব দ্বি-বার্ষিক নির্বাচনে ২৭টি কার্যনির্বাহী কমিটির মধ্যে সিলেটে ৩ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছে। এ ৩ জন পূর্বেই ঘোষণা দিয়েছে নির্বাচনে যে প্যানেল সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে তারা ওই কমিটিতে যুক্ত হবেন।

চট্টগ্রাম জোনে হাবের ৩ প্রার্থীর মধ্যে হাব ঐক্য কল্যাণ পরিষদ প্যানেলের ২ জন বিজয় লাভ করেছে, বাকি ১ জন হাব ঐক্য ফোরামের প্রার্থী বিজয় লাভ করেছে। ঢাকায় কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বাকি ২৪ জনের মধ্যে হাব ঐক্য কল্যাণ পরিষদের ১৭জন এবং হাব ঐক্য ফোরামের ৪ জন বিজয় লাভ করে। রাতে হাব ঐকা কল্যাণ পরিষদের সম্ভাব্য মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার ও মুহাম্মদ আবু সালেহ রাজী (জাবেদ) এ বিষয়টি নিশ্চিত করেছেন। রোববারের মধ্যেই হাবে কার্যনির্বাহী অফিস বেয়ারার ঘোষণা দেয়া হতে পারে।

এ প্রসঙ্গে হাব ঐক্য কল্যাণ পরিষদের প্যানেল প্রধান বিজয়ী সৈয়দ গোলাম সরওয়ার নির্বাচনী ইশতেহারে ঘোষণা দিয়ে বলেছিলেন, হাব দীর্ঘদিন স্বৈরতান্ত্রিক ফ্যাসিস্ট যুবলীগ নেতা এম শাহাদাত হোসেন তসলিমের কবলে নিষ্পেষিত হয়েছে। অলিখিত সিন্ডিকেটের মাধ্যমে হাব পরিচালিত হয়েছে। হাবের তহবিল শূন্যের কোঠায়। হাবে ১৫ কোটি টাকা আয় হয়েছে। এ আয়ের অর্জন কোথায়? বাজেট ক্যারিয়ার ফ্লাইনাসকে বাড়তি সুবিধা দিয়ে ব্যক্তিস্বার্থ হাসিলের কারণে হজযাত্রীদের শত শত কোটি টাকা অতিরিক্ত বিমান ভাড়া গুনতে হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন লাখ লাখ হাজী। 

রাতে বিজয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সৈয়দ গোলাম সরওয়ার মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে সকল ভোটারদের আন্তরিক মোবারকবাদ জানিয়েছেন। তিনি আল্লাহর মেহমানদের খেদমতে দুর্নীতিমুক্ত সদস্যবান্ধব হাব প্রতিষ্ঠায় সকলের সহযোগিতা কামনা করেন। আগামীতে হজযাত্রী ও হাজীগণ হাব এর মাধ্যমে বিশেষ সুবিধা পাবেন বলেও অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়