শিরোনাম
◈ সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যদের রাজনীতিতে আসার আহ্বান সারজিস আলমের (ভিডিও) ◈ এসব অপমানজনক কথায় আমি ভয় পাই যতোটা, মন খারাপ হয় তারচেয়ে বেশি: আসিফ নজরুল ◈ কী বার্তা দিচ্ছে আখতারের ফেসবুক পোস্ট  ◈ বিবিসিকে তিন লাখ ৯৮ হাজার মার্কিন ডলার জরিমানা ◈ মাস্কের ছেলের কাণ্ডে ডেস্কই সরিয়ে ফেললেন ট্রাম্প! (ভিডিও) ◈ ইংলিসের শতকে রানের রেকর্ড গড়ে ইংল্যান্ডের বিরুদ্ধে জয় পেলো অস্ট্রেলিয়া ◈ মাইকে ঘোষণা দিয়ে চাঁদাবাজির ভিডিও ভাইরাল, যুবদল নেতা বহিষ্কার (ভিডিও) ◈ ‘ক্যাশ লেস’ করতে এভিএস চালু করল বাংলাদেশ ব্যাংক ◈ এইচএসসির ফরম পূরণ শুরু ২ মার্চ, বৃদ্ধি পেয়েছে ফি ◈ শার্শায় দেড় কোটি মুল্যের রুপার অলংকারসহ দুই পাচারকারী আটক

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:৩৪ বিকাল
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফাগুনের দুপুরে রাজধানীতে হঠাৎ স্বস্তির বৃষ্টি

আবহাওয়া অধিদপ্তর থেকে দেশের চার বিভাগে বৃষ্টির আভাস দেয়া হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির আভাস দিয়েছে অধিদপ্তরটি। এদিন সকাল থেকে রাজধানীর আকাশ মেঘলা ও ধোয়াশাচ্ছন্ন।

আকাশের গুমোটভাব দেখে দিনের শুরু থেকেই বৃষ্টি হবে-এমনটা অনুমান করা যাচ্ছিল। আর সকাল পেরিয়ে দুপুর হতেই হঠাৎ করেই রাজধানীর যাত্রাবাড়ী বৃষ্টিতে ভিজল। দুপুর ১টা ৪৫ মিনিটে হওয়া এই বৃষ্টি প্রশান্তি এনে দিয়েছে অনেকের মনে।

আজ বাংলায় ৯ ফাল্গুন। শীত পেরিয়ে বসন্ত ও গ্রীষ্মের মিশেলে মর্মর এক রূপ বিরাজ করছে আবহাওয়ায়। এ অবস্থায় হঠাৎ এক পশলা বৃষ্টি ব্যতিক্রমী আমেজ জাগিয়েছে সবার মনে।

হঠাৎ বৃষ্টিতে অনেককেই দৌঁড়ে ফুটওভার ব্রিজের নিচে আশ্রয় নিতে দেখা গেছে। কেউ কেউ আবার বিভিন্ন দোকান-শপিংমলের নিচে গিয়ে ভিড় করেছেন। ছাতা ছাড়া অপ্রস্তুত সবাই ছিলেন বৃষ্টি কমার অপেক্ষায়। তবে কেউ কেউ আবার বৃষ্টিতে ভিজেই বাসে উঠেছেন।

এ ধরনের হঠাৎ বৃষ্টিতে কিছুটা ভোগান্তি হলেও অধিকাংশ মানুষই স্বস্তি প্রকাশ করেছেন। কারণ রাস্তার ধুলোবালি কিছুটা কমে গেছে।

এদিকে আবহাওয়ার পূর্বাভাস বলছে, রোববার শেষ রাত থেকে ভোর পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেছেন, আরও কিছুটা পরে আজকের বৃষ্টিপাতের পরিমাণ সম্পর্কে জানাতে পারব। তবে আগামী সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা নেই। ওইদিন থেকে সামান্য তাপমাত্রা বাড়তে পারে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়