শিরোনাম
◈ ব্যবসায়ী ট্রাম্পের ‌‘লেনদেনভিত্তিক কূটনীতিকে’ মেনে নিয়েই কাজ করছে বাংলাদেশ ◈ যেসব সিদ্ধান্ত এলো বিজিবি-বিএসএফের সীমান্ত সম্মেলন থেকে  ◈ রাতে পরপর গুলির শব্দ, উদ্ধার হলো ৩ যুবকের মরদেহ ◈ এবার রাজধানীর কড়াইল বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট ◈ ছাত্র রাজনীতি নিষিদ্ধ চেয়ে এখন ছাত্ররাই কেন সংগঠন তৈরি করছে? ◈ শিবির নেতার ওপর হামলা, ছাত্রদলকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বার্তা ◈ পশ্চিমতীরে তীব্র অভিযানের নির্দেশ নেতানিয়াহুর ◈ চ্যাম্পিয়নস ট্রফি, আফগানিস্তানকে ১০৭ রানে হারালো দক্ষিণ আফ্রিকা ◈ স্ত্রীর সামনে ফিল্মি স্টাইলে যুবদল কর্মীকে কু.পিয়ে হত্যা ◈ সৌদি আরবে কর্মী পাঠানোয় রেকর্ড হলেও রেমিট্যান্স আয়ে পতন কেন?

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ০২:১০ দুপুর
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পহেলা বৈশাখে রমনার বটমূলে '১০০ গরু জবাইয়ের' হুমকি, যা বললেন উপদেষ্টা (ভিডিও)

দেশের কিছু স্থানে ‘হুমকির মুখে’ সাংস্কৃতিক আয়োজন বন্ধ হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে স্বীকার করলেও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, শিল্প-সংস্কৃতি বন্ধ হয়ে যাচ্ছে বলে ‘প্রোপাগান্ডা’ ছড়ানো হচ্ছে।

এবার রমনা বটমূলে পহেলা বৈশাখে ১০০ গরু জবাই করা হবে বলে ফেইসবুকে কিছু মানুষের প্রচারণাকেও পাত্তা দেননি উপদেষ্টা।

মঙ্গলবার বিকালে রাজধানীর ওসমানী মিলনায়তনে ডিসি সম্মেলনের তৃতীয় অধিবেশনে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আলোচনা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।

সাম্প্রতিক সময়ে ‘হুমকির মুখে’ নারায়ণগঞ্জ, টাঙ্গাইলে লালন স্মরণোৎসব বন্ধ করে দেওয়ার ঘটনা ঘটেছে। সবশেষ ‘একদল ব্যক্তির হুমকির মুখে’ স্থগিত করা হয় ‘ঢাকা মহানগর নাট্য উৎসব’।

সারা দেশে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা দেওয়ার বিষয়টি কীভাবে দেখছেন এমন প্রশ্নে উপদেষ্টা ফারুকী বলেন, “সারাদেশে প্রচুর সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, ফলে শিল্প-সাহিত্য বন্ধ হয়ে যাচ্ছে, এই প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। এটা ঠিক না।

“তার মানে এই না যে আমি অস্বীকার করছি সারাদেশে কোথাও কিছু ঘটেনি, নিশ্চয়ই ঘটেছে। যেমন আমরা লালন মেলার কথা জানি, কিন্তু আবার এটাও দেখেছেন যে লালন মেলা স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে মিটিংয়ের মাধ্যমে আবার ২৩ ফেব্রুয়ারি হচ্ছে।”

তিনি বলেন, “অনেক জায়গায় (সাংস্কৃতিক অনুষ্ঠান) সফলভাবে হচ্ছে। যদি পাঁচটি জায়গায়ও কোনো ঝামেলা হয় আমরা সাথে সাথে এড্রেস করার চেষ্টা করছি। ফলে সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রে যেখানে যেখানে ট্রাবল দেখা যাচ্ছে স্থানীয় প্রশাসন সাথে সাথে সেখানে এড্রেস করছে।”

মহানগর নাট্য উৎসব স্থগিতের প্রসঙ্গে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা বলেন, “ঢাকা মহানগর নাট্য উৎসব নিয়ে যে ঘটনাটা ঘটেছে এটার পেছনের কারণ আপনাদের জানতে হবে। নাট্যকর্মীদেরই একটি অংশ মহিলা সমিতি কর্তৃপক্ষের কাছে গিয়ে বলেছে, এই উৎসবের আড়ালে ফ্যাসিস্টদের একটি দল এক হচ্ছে, যারা জুলাই-অগাস্টে ছাত্রহত্যার পক্ষে বিবৃতি দিয়েছে এবং ছাত্রহত্যায় উস্কানি দিয়েছে।

“নাট্যকর্মীরা দাবি জানিয়েছে, বিচারের আগে এরা যেন এখানে না আসে। মহিলা সমিতির সাথে সরকারের সম্পর্ক নাই, কোনো বিশেষ সম্প্রদায় বা কোনো গোষ্ঠী এর সাথে জড়িত না। নাট্যকর্মীদের মধ্যে একটি অংশ তাদের বিচার চেয়েছে, তার পরিপ্রেক্ষিতে মহিলা সমিতি বরাদ্দ বাতিল করেছে। বরাদ্দ দেওয়া এবং বাতিল করা দুইটার একটার সাথেও সরকারের কোনো সম্পর্ক নেই।”

ধর্মীয় অবমনানার অভিযোগে ৫৪ ধারায় কবি সোহেল হাসান গালিবের গ্রেপ্তার প্রসঙ্গে মোস্তফা সরয়ার ফারুকী বলেন, “তিনি কবি, এটা নিয়ে আপনি যতটা ব্যথিত, আমরাও ব্যথিত। এটা নিয়ে বলবার ঠিক লোকটা বোধহয় আমি না। এটা নিয়ে কথা বলার ঠিক মানুষটা হচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অথবা আইনশৃঙ্খলার সঙ্গে যারা জড়িত রয়েছে।

“সংস্কৃতিক কর্মী হিসেবে আমি আমার কাজটা করছি কি না, আমি আমার সব কাজ তো ফেইসবুকে ঘোষণা দিয়ে করব না। অনেক কাজ আমি আড়ালে করব। যেটা হয়ত আমরা বলবার প্রয়োজন মনে করি না, আমাদের কাজ হচ্ছে কাজটা করা। সব কাজ ঘোষণা দিয়ে ক্রেডিট নিতে হবে, তা না। পেছেন থেকে অনেক কাজ যেমন করছি, এই কাজটাও করছি।”

পহেলা বৈশাখে রমনা বটমূলে ১০০ গরু জবাই করার যে প্রচার ফেইসবুকে চালানো হচ্ছে সে বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, “সোশাল মিডিয়ায় অনেকে অনেক কথা বলবে, প্রত্যেকটা কথার উত্তর আমরা দিতে পারি না রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ জায়গা থেকে।

“পহেলা বৈশাখ বাঙালি জাতির একটা বড় উৎসব। এই উৎসব প্রত্যেকবার যেভাবে পালিত হয় এবারও সেভাবেই পালিত হবে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়