শিরোনাম
◈ ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পুষ্পস্তবক অর্পণ ◈ আজ অমর একুশে ফেব্রুয়ারি ◈ উত্তরায় নিজ ফ্ল্যাটে চীনা নাগরিকের রক্তাক্ত লাশ উদ্ধার(ভিডিও) ◈ সংস্কারের কথা বলে নির্বাচনকে ঘোলাটে করার চেষ্টা করবেন না : আমির খসরু মাহমুদ  ◈ পরাজয় দিয়ে চ্যাম্পিয়নস ট্রফি শুরু বাংলাদেশের, শুভ সূচনা ভারতের ◈ হাসিনার বাংলাদেশে ফেরতকে অবিশ্বাস্যভাবে জটিল ও সংবেদনশীল করবে ভারত ◈ উনি অনেক চিৎকার করছিলো, জোরে জোরে কাঁদতেছিলো: বাসে ডাকাতি ও 'ধর্ষণ' বিষয়ে যা বললেন যাত্রীরা ◈ জাকের-হৃদয়ের পার্টনারশীপ চ্যাম্পিয়ন্স ট্রফিতে নতুন ইতিহাস ◈ দুই সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার ◈ আগামী ১৯ মার্চ থেকে আসছে নতুন নোট, বিভ্রান্তি এড়াতে বিজ্ঞপ্তি

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:৪৩ বিকাল
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : মাসুদ আলম

রাজধানীতে এক কিশোরকে অপহরণের পর মুক্তিপণ দাবি; অপহৃত ভিকটিম উদ্ধারসহ গ্রেফতার ৬ 

মাসুদ আলম : রাজধানীর মিরপুর এলাকা হতে অপহৃত ভিকটিম আসাদুল্লাহ আল গালিজ খাঁনকে (১৭) উদ্ধারসহ অপহরণকারী চক্রের ছয় সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির মিরপুর মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- মোঃ আব্বাস (২০),  রাকিব হোসেন (২৭), সাগর মাতব্বর (২৪),  সিয়াম (১৮),  মোঃ রিয়াদ(২০) ও  সাহিদা আক্তার (৩৫)।

সোমবার বিকেলে রাজধানীর চকবাজার থানাধীন সোয়ারিঘাট এলাকায় অভিযান পরিচালনা করে অপহরণকারী চক্রের ছয় সক্রিয় সদস্যকে গ্রেফতার করে মিরপুর মডেল থানার একটি চৌকস টিম।

মঙ্গলবার মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, গত ১৬ ফেব্রুয়ারি   মিরপুর মডেল থানাধীন ৬০ ফিট আমতলা এলাকা হতে ভিকটিম আসাদুল্লাহ আল গালিজ খাঁনকে ৬/৭ জন অজ্ঞাতনামা দুষ্কৃতকারী জোরপূর্বক গাড়িতে তুলে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এরপর ভিকটিমকে মারধর করে তার মাতা সেতু আক্তার এর কাছে এক লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা । দাবিকৃত মুক্তিপণ ১৭ ফেব্রুয়ারি সকাল ১০:০০ ঘটিকার মধ্যে না দিলে তারা ভিকটিমকে হত্যা করবে বলে হুমকি প্রদান করে। ভিকটিমের মাতা নিরুপায় হয়ে ১৬ ফেব্রুয়ারি রাত ৯ টায়   দুষ্কৃতকারীদের সাত হাজার টাকা বিকাশের মাধ্যমে প্রদান করেন। টাকা পাওয়ার পর উক্ত চক্রটি আরও টাকা দাবি করতে থাকে। এ ঘটনায় সেতু আক্তারের অভিযোগের ভিত্তিতে মিরপুর মডেল থানায় একটি অপহরণের মামলা  করা হয়।

মিরপুর মডেল থানা সূত্রে আরও জানা যায়, মামলাটি তদন্তকালে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অপহরণের সাথে জড়িতদের অবস্থান শনাক্ত করা হয়। এরপর সোমবার  বিকেলে  রাজধানীর চকবাজার থানাধীন সোয়ারীঘাট এলাকায় অভিযান পরিচালনা করে অপহরণকারী চক্রের উক্ত ছয় সদস্যকে গ্রেফতার করে মিরপুর মডেল থানার একটি চৌকস টিম । অতঃপর তাদের হেফাজত হতে ভিকটিম আসাদুল্লাহ আল গালিজ খাঁনকে (১৭) উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়