শিরোনাম
◈ আদালতে  শাজাহান খানের নালিশ ◈ সংবিধানবিরোধী আইন বাতিলের দাবি: উত্তাল ভারত, ওয়াকফ সংশোধন নিয়ে ভারতের মুসলিমদের দেশজুড়ে বিক্ষোভ ◈ ঘোমটা তুলতেই দেখা গেল বদলে গেছে কনে, মেয়ের বদলে মায়ের সঙ্গে বিয়ে! ◈ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে ফের বৈঠকে বসেছে বিএনপি, আলোচনায় নির্বাচন ও সংস্কার ইস্যু ◈ হিন্দু নেতার মৃত্যুকে নিপীড়নের অংশ বলা ভারতের দাবি প্রত্যাখ্যান করল বাংলাদেশ ◈ সুবিধা না পেলেও বিচারকের দায়িত্ব পালন করতে হবে: আইন উপদেষ্টা আসিফ নজরুল ◈ সারা দেশে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঢল, গ্রেপ্তার অভিযানে কড়া নজরে পুলিশ ◈ ছাব্বিশের এপ্রিলে নির্বাচন হতে পারে! ◈ গাজায় ইসরায়েলি হামলায় মাইক্রোসফটের ভূমিকা নিয়ে কর্মীদের তীব্র প্রতিবাদ, বরখাস্ত ও পদত্যাগে উত্তাল পরিবেশ ◈ লা লিগায় ‌তিন গো‌লে পি‌ছি‌য়ে থাকা বা‌র্সেলোনা জিত‌লো ৪-৩ গো‌লে 

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:০৬ বিকাল
আপডেট : ১৪ এপ্রিল, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার আদালতে যে প্রশ্ন তুলেছেন সাংবাদিক ফারজানা রুপা

স্বামী শাকিল আহমেদের সঙ্গে আদালতের কাঠগড়ায় ফারজানা রুপা। ফাইল ছবি

নিজের ও স্বামী সাংবাদিক শাকিল আহমেদের বিরুদ্ধে হত্যা মামলা দেওয়া এবং সে মামলায় রিমান্ডে নেওয়া নিয়ে কেন হয়রানি করা হচ্ছে, আদালতে সে প্রশ্ন তুলেছেন সাংবাদিক ফারজানা রুপা। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াকের আদালতে রিমান্ড শুনানিতে এ প্রশ্ন তোলেন তিনি।

বৈষম্যববিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মিরপুর থানাধীন গোলচত্বর এলাকায় গুলিতে নিহত আনোয়ার হোসেন পাটোয়ারী হত্যা মামলায় আজ ফারজানা রুপা ও তার স্বামী শাকিল আহমেদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা, পুলিশের অপরাধ শাখার (সিআইডি) পরিদর্শক নাসির উদ্দিন সরকার তাদের এ রিমান্ড আবেদন করেন।

আজ শুনানিকালে ফারজানা রুপা ও শাকিল আহমেদকে আদালতে হাজির করা হয়।

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানিতে বলেন, ‘তারা আন্দোলনের সময় উসকানি দিয়েছে। স্বৈরাচার হাসিনাকে স্বৈরাচার বানাতে সহযোগিতা করেছে। তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।’

এরপর ফারজানা রুপা বলেন, ‘মাননীয় আদালত অনুমতি দিলে আমি কিছু বলতে চাই। ’ আদালত অনুমতি দেওয়ার পর তিনি বলেন,‘রাষ্ট্রপক্ষ যেভাবে উসকানি দেওয়ার কথা বলছে তাহলে আমাকে সেই উসকানি দেওয়ার জন্য মামলা দেওয়া হোক। একের পর এক হত্যা মামলা দেওয়া হয়েছে। রিমান্ডে নেওয়া হচ্ছে।হত্যা মামলায় দিয়ে কেন হয়রানি করা হচ্ছে? ছয় মাস ধরে কারাগারে আছি। আগে ৯ দিনের রিমান্ডে ছিলাম। শাকিলও ছিল। আমরা শুনেছি, হত্যা মামলার আসামিকে ঘটনাস্থলে থাকতে হয়। আমি তো ঘটনাস্থলে ছিলাম না। কথা বলার জন্য হত্যা মামলা দেওিয়া হয়েছে। আমি এর বিচার চাই।’

ফারজানা রুপা বলেন, ‘বাংলাদেশে সুবিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে বলা হছে। কথা বলার জন্য কেন হত্যা মামলা দেওয়া হবে? হত্যা মামলা দিয়ে সাংবাদিকদের কেন হয়রানি করা হচ্ছে? এই প্রশ্ন আমি আপনার (বিচারক) কাছে রেখে গেলাম। আমি এর বিচার চাই।’

রুপার কথার জবাবে পিপি ওমর ফারুক ফারুকী বলেন, ‘ছাত্র আন্দোলনে যারা গুলি করেছে তারা যেমন অপরাধী। আর যারা এই হত্যাকাণ্ডে অপরাধমূলক ষড়যন্ত্র করেছে তারাও সমান অপরাধী। তাদেরও একই শাস্তি হবে। গত ১৫ বছর তারা শেখ হাসিনার ফ্যাসিজম কায়েম করার জন্য যা যা দরকার শাকিল-ফারজানা তা করেছে। গণভবনে সাংবাদিকের একটা মিটিং হয়েছিল সেখানে তারা ছিল। তারা হাসিনাকে বলেছে, ‘‘গাড়ি পোড়ানো হচ্ছে, বিদেশে আপনার শত্রু  আছে, দেশে শত্রু  আছে (একটা দলের নাম দিয়ে বলছে) তাদের শক্ত হাতে দমন করতে হবে। ‘’এ ধরনের বক্তব্য দিয়েছে তারা। তিনি (ফারজানা রুপা) বলছেন, কথার জন্য উনাকে মামলা দেওয়া হয়েছে। ‘

এরপর পিপি ফারজানা রুপাকে উদ্দেশ করে বলেন, ‘আপনারা ফ্যাসিস্ট হাসিনাকে ফ্যাসিস্ট বানানোর জন্য যে সহযোগিতা করেছেন। সাংবাদিকদের মধ্যে শাকিল, ফারজানা রুপা, মোজাম্মেল বাব্বু, শ্যামল দত্তসহ আরও কয়েকজন আছে তারা সাংবাদিকদের নাম কলঙ্কিত করেছে। তারা হাজার হাজার কোটি টাকা সুবিধা নিয়েছে। ’

এরপর শাকিল আহমেদ কিছু বলতে চাইলেও আদালত সুযোগ না দিয়ে তাদের পাঁচ দিনেরই রিমান্ডের আদেশ দেন।

আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের শাকিল আহমেদ বলেন, ‘এটা সুবিচার না অবিচার আগে নির্ণয় করেন। বাংলাদেশে নানা ধরনের সাংবাদিক আছে। সাংবাদিকদের সুবিচার চায়।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়