শিরোনাম
◈ দুই বিলিয়ন পাউন্ডে ১ লাখ আসনের স্টেডিয়াম নির্মাণ করবে ম্যানচেস্টার ইউনাইটেড ◈ অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী আর নেই ◈ নদীর জলবন্টন নিয়ে ভারত-বাংলাদেশ বৈঠকের ফল আপাতত শুন্য ◈ শাহাবাগ একদিনে গড়ে উঠেনি : হাসানাত আব্দুল্লাহ ◈ পাকিস্তানে ট্রেনে হামলা: সেনাবাহিনীর অভিযানে উদ্ধার ১০৪, নিহত ১৬ ◈ বিদ্যুৎ ব্যবহারে ডিপিডিসির বিশেষ নির্দেশনা ◈ নন-এমপিও শিক্ষকদের দাবি মেনে নিল সরকার, আন্দোলন প্রত্যাহার ◈ ‘কোনো ফাঁদে পা দেওয়া যাবে না’, পুলিশকে সহযোগিতার আহ্বান মাহফুজ আলমের ◈ মধ্যরাতে উত্তাল ঢাবি লাকি আক্তারকে গ্রেপ্তারের দাবিতে (ভিডিও) ◈ ভারতীয় সংবাদমাধ্যমে সেনাবাহিনী নিয়ে ভুয়া খবরের প্রতিবাদ আইএসপিআরের

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:৩০ রাত
আপডেট : ১২ মার্চ, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : মাসুদ আলম

১০ম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় সশস্ত্র বাহিনীর সাফল্য

মাসুদ আলম: বিশ্বের ৩২টি দেশের ১৭৯ জন সামরিক সদস্যের অংশগ্রহণে সৌদি আরবের মক্কা নগরীতে অনুষ্ঠিত হয় ১০ম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৪। গত ৩১ জানুয়ারি হতে ৪ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত সৌদি আরবের ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উক্ত প্রতিযোগিতায় ৩ পারা, ৫ পারা, ১০ পারা, ২০ পারা ও ৩০ পারা হিফজ্ এবং তেলাওয়াতসহ মোট ৬টি ইভেন্টে বাংলাদেশ নৌবাহিনীর ৫ জন ও সেনাবাহিনীর ১ জনসহ মোট ৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। 

বিশ্বের বিভিন্ন দেশের সামরিক সদস্যদের সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বাংলাদেশ সশস্ত্র বাহিনী গৌরবময় সাফল্য অর্জন করে। বাংলাদেশ নৌবাহিনীর সাব্বির হোসেন, ৩ পারা গ্রুপে এবং মোঃ গোলাম রব্বানী, ১০ পারা হিফজ্ গ্রুপে ২য় স্থান অর্জন করে স্বর্ণ পদক লাভ করে; যা বাংলাদেশ তথা সশস্ত্র বাহিনীর জন্য অসামান্য গৌরব বয়ে আনে।

আন্তর্জাতিক পরিমণ্ডলে হিফজুল কোরআন প্রতিযোগিতায় এ সাফল্য সামরিক সদস্যদের জন্য একটি অনন্য অর্জন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি ধর্মীয় ক্ষেত্রে সামরিক বাহিনীর এ ধরনের অর্জন আমাদের সকলের জন্য অনুপ্রেরণা ও মাইল ফলক হয়ে থাকবে। সূত্র : আইএসপিআর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়