শিরোনাম
◈ আদালতে  শাজাহান খানের নালিশ ◈ সংবিধানবিরোধী আইন বাতিলের দাবি: উত্তাল ভারত, ওয়াকফ সংশোধন নিয়ে ভারতের মুসলিমদের দেশজুড়ে বিক্ষোভ ◈ ঘোমটা তুলতেই দেখা গেল বদলে গেছে কনে, মেয়ের বদলে মায়ের সঙ্গে বিয়ে! ◈ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে ফের বৈঠকে বসেছে বিএনপি, আলোচনায় নির্বাচন ও সংস্কার ইস্যু ◈ হিন্দু নেতার মৃত্যুকে নিপীড়নের অংশ বলা ভারতের দাবি প্রত্যাখ্যান করল বাংলাদেশ ◈ সুবিধা না পেলেও বিচারকের দায়িত্ব পালন করতে হবে: আইন উপদেষ্টা আসিফ নজরুল ◈ সারা দেশে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঢল, গ্রেপ্তার অভিযানে কড়া নজরে পুলিশ ◈ ছাব্বিশের এপ্রিলে নির্বাচন হতে পারে! ◈ গাজায় ইসরায়েলি হামলায় মাইক্রোসফটের ভূমিকা নিয়ে কর্মীদের তীব্র প্রতিবাদ, বরখাস্ত ও পদত্যাগে উত্তাল পরিবেশ ◈ লা লিগায় ‌তিন গো‌লে পি‌ছি‌য়ে থাকা বা‌র্সেলোনা জিত‌লো ৪-৩ গো‌লে 

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:২৪ বিকাল
আপডেট : ০৩ এপ্রিল, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : মাসুদ আলম

বিশেষ অভিযানে ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেফতার 

মাসুদ আলম : রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পেশাদার ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেফতার করেছে ডিএমপির কামরাঙ্গীরচর থানা পুলিশ।

শুক্রবার গভীর রাত  পর্যন্ত তিন ঘন্টা ব্যাপী এই অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ শফিকুল ইসলাম (২০), ২। মোঃ তানভির হোসেন (২২), ৩। মোঃ নাইম মোল্লা (২০), ৪। মোঃ নাহিদ হোসেন (২০), ৫। মোঃ রিপন ইসলাম(২০), ৬। মোঃ সাকিব(২৫), ৭। মোঃ সায়েম (১৮), ৮। নুর মোহাম্মদ (২৪) , ৯। মোঃ কাওসার (২০), ১০। মোঃ রমজান (২৫), ১১। মোঃ সুজন খা (৩০), ১২। শাহিন মুন্সি (৪০) ও ১৩। মোঃ সাহেদ খান (৩৫)।

কামরাঙ্গীরচর থানা সূত্রে জানা যায়, ডিএমপির লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার এর দিক নির্দেশনায় লালবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার, কামরাঙ্গীরচর থানার অফিসার ইনচার্জ ও কামরাঙ্গীরচর থানার চৌকস টিম কর্তৃক কামরাঙ্গীরচরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

থানা সূত্র আরো জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে চিহ্নিত মাদক কারবারি, পেশাদার সক্রিয় ছিনতাইকারী, চাঁদাবাজ, চোর, ওয়ারেন্টভুক্ত আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়