মাসুদ আলম: টঙ্গীর তুরাগ নদের তীরে ইজতেমা ময়দানে জঙ্গি হামলা হতে পারে এমন গুজব ছড়িয়ে পড়ে সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে। সেই গুজবের জেরে আটক করা হয়েছে একজনকে। পুলিশের দাবি, গুজব ছড়িয়েছে আটককৃত ব্যক্তিই।
শনিবার বেলা সাড়ে ১১টায় ইজতেমা ময়দানের বিদেশি নিবাসের পাশে স্থাপিত গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কন্ট্রোল রুমে এক সংবাদ সম্মেলনে জিএমপি কমিশনার এসব তথ্য জানান।
জিএমপি কমিশনার ড. মোহাম্মদ নাজমুল করিম খান বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইজতেমা ময়দানে জঙ্গি হামলা হতে পারে এমন গুজব রটানো হয়। সেই ঘটনার প্রেক্ষিতে ওই রটনাকারীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের জিম্মায় নেওয়া হয়েছে। তাকে এ বিষয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সন্তোষজনক জবাব দিতে না পারলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
ইজতেমার নিরাপত্তা ব্যবস্থা ভালো আছে জানিয়ে পুলিশের এ কর্মকর্তা বলেন, ‘আগামী রোববার দুপুর ১২টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে শেষ হবে চলতি বছরের ইজতেমা। বিগত ইজতেমার আখেরি মোনাজাতের আগে মহাসড়কে যান চলাচল বন্ধ রাখা হলেও এবার যানবাহন চলাচল সচল থাকবে।’
শুক্রবার থেকে শুরু হয় বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। তিনদিনের এ পর্বে মাওলানা সাদ আহমদ কান্ধলভীর অনুসারীরা অংশ নিয়েছেন। ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমার কার্যক্রম। তবে চলতি বছরের পর থেকে তুরাগ তীরে আর ইজতেমা করতে পারবে না সাদপন্থিরা।
আপনার মতামত লিখুন :