শিরোনাম
◈ যে কারণে স্টারবাকস ৬০৬ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে ডেলিভারি ম্যানকে! ◈ প্রবাসীদের ভোট নিশ্চিতে প্রক্সির বিকল্প নেই: ইসি সানাউল্লাহ (ভিডিও) ◈ ‘ধর্ষণ’ শব্দ নিয়ে আপত্তি, সমালোচনার মুখে ডিএমপি কমিশনারের দুঃখ প্রকাশ ◈ ২০১৪ সালে ছয় মাসের মধ্যে আরেকটি নির্বাচন আয়োজনে আওয়ামী লীগ-বিএনপি-জামায়াতের সমঝোতা হয়: সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া ◈ বাংলাদেশে পৌঁছেছেন হামজা চৌধুরী ◈ এবার ভারতকে নিয়ে যা বললেন শায়খ আহমদুল্লাহ ◈ অনেক ঘাম ফেলে মেসির ইন্টার মায়ামি জয় পেলো ◈ যে কারণে কাঠগড়ায় দাঁড়িয়ে কাঁদলেন সাবেক মন্ত্রী শাজাহান খান! ◈ শিক্ষার্থীদের বহিষ্কার থেকে শুরু করে টিভি চ্যানেল বন্ধ: বাক স্বাধীনতার মার্কিন স্টাইল! ◈ লিবিয়ায় মানবপাচার ও মুক্তিপণ আদায় চক্রের মূল হোতা ফখরুদ্দীন গ্রেপ্তার

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০৬:৫৪ বিকাল
আপডেট : ১৬ মার্চ, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘আপনার মতো ব্যক্তিদের থেকে আমরা শিখি’—ড. ইউনূসকে আমিরাতের মন্ত্রী

সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী আবদুর রহমান বিন মোহাম্মদ আল ওয়াইস প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার দুবাইয়ে বিশ্ব সরকারের শীর্ষ সম্মেলনের ফাঁকে তাদের সাক্ষাৎ হয়।

আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

এ সময় সরকারের শীর্ষ নেতাদের মর্যাদাপূর্ণ বার্ষিক সম্মেলনে যোগদানের জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানান মন্ত্রী আবদুল রহমান বিন মোহাম্মদ আল ওয়াইস।

ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে তিনি বলেন, 'আমরা আপনার মতো লোকদের কাছ থেকে শিখি।' এ সময় তারা WGS এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

আমিরাতের মন্ত্রী বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত সম্পর্কের উন্নতির আশাবাদ ব্যক্ত করে বলেন,  অন্তর্বর্তী সরকারের অধীনে উভয় দেশের বাণিজ্য, ব্যবসা এবং স্বাস্থ্য খাতে সম্পর্ক আরও গভীর হবে।

এ সময় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্য খাতে অগ্রগতি এবং বড় বড় রোগের প্রতিরোধ ব্যবস্থার প্রশংসা করেন।

তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাতের ভূমিকায় এক মিলিয়নেরও বেশি বাংলাদেশিদের যুক্ত করার জন্য সংযুক্ত আরব আমিরাতকে ধন্যবাদ।

বৈঠকে উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, এবং বাংলাদেশ সরকারের সিনিয়র সচিব ও প্রধান এসডিজি সমন্বয়ক লামিয়া মোর্শেদ। উৎস: কালের কণ্ঠ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়