শিরোনাম
◈ সংসদীয় সংস্কারে রাষ্ট্রপতির স্বাধীন সিদ্ধান্তের পক্ষে বিএনপি, ২২ এপ্রিল তৃতীয় দফা বৈঠক ◈ ডিসেম্বরে নির্বাচন আদায়ে সোচ্চার বিএনপি, সর্বদলীয় জনমত গঠনে জোর, চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ◈ সিলেটে বাংলা‌দেশ অলআউট ১৯১ রা‌নে, দিন শে‌ষে জিম্বাবুয়ের সংগ্রহ বিনা উই‌কে‌টে ৬৭ ◈ সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ চায় বিএনপি: চারটি বিষয়ে ব্যতিক্রম প্রস্তাব ◈ যাত্রাবাড়ী ও শাহবাগে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৫ ◈ রিজার্ভ বেড়ে পৌনে ২৭ বিলিয়ন ডলার ◈ বেড়ে দেড় লাখ টাকার মাইলফলকে পৌঁছাল স্মারক স্বর্ণমুদ্রার দাম ◈ রাজনৈতিক দলের নিবন্ধনের সময়সীমা ২২ জুন পর্যন্ত বাড়ল ◈ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ভারতীয় ও চীনা শিক্ষার্থীদের মামলা ◈ মুখে কালো কাপড়, আওয়ামী লীগের ব্যানারে রহস্যজনক মিছিল (ভিডিও) 

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:১০ দুপুর
আপডেট : ২০ এপ্রিল, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : মাসুদ আলম

বিশেষ ‘ব্লক রেইড’  বিভিন্ন অপরাধে জড়িত  গ্রেফতার ১৬ 

মাসুদ আলম : রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে বিশেষ ‘ব্লক রেইড’পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে গ্রেফতার করেছে ডিএমপির কামরাঙ্গীরচর থানা পুলিশ।

বুধবার সন্ধ্যা থপকে  বৃহস্পতিবার গভীর  রাত পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- জুম্মান (২৪),  মোঃ আরিফ (১৯),  মোঃ আবু বক্কর (২০),  রবিন (২২),  মোঃ আলমগীর হোসেন (৪৯) , মোঃ আকতার হোসেন (৩৪) , মোঃ আল আমিন (২২),  মোঃ তুহিন (২৪),  লাভলু (৩০),  মোঃ ইসমাইল(৩৪),  মোঃ শরীফ (২০),  শ্রী উৎপল চন্দ্র দাস (৩০),  সাকির(২০),  ইসমাইল(২৮),  সোহেল(৩২) ও  সজল(২২)।

কামরাঙ্গীরচর থানা সূত্রে জানা যায়, ডিএমপির লালবাগ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এর নেতৃত্বে লালবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার, কামরাঙ্গীরচর থানার অফিসার ইনচার্জ ও কামরাঙ্গীরচর থানার চৌকস টিম কর্তৃক কামরাঙ্গীরচরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় ব্লক রেইড অভিযান পরিচালনা করে ১৬ জনকে গ্রেফতার করা হয়। 

থানা সূত্র আরো জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে চিহ্নিত মাদক কারবারি, পেশাদার সক্রিয় ছিনতাইকারী, চাঁদাবাজ, সন্ত্রাসী, চোর, ওয়ারেন্টভুক্ত আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়