শিরোনাম
◈ পিকনিকে গিয়ে পার্ক কর্তৃপক্ষের হামলায় র.ক্তাক্ত ২০ শিক্ষার্থী (ভিডিও) ◈ আয়না ঘরের বর্ণনা দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে গেলেন ব্যারিস্টার আহমাদ বিন কাসেম (ভিডিও) ◈ কাসেমের লাশ সামনে রেখে শপথ গ্রহণ করছি, আমরা আওয়ামীলীগকে নিষিদ্ধ করে ছাড়বো: হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ জামায়াতকে উদারতা দেখিয়ে বিএনপি উপহার হিসেবে পেয়েছে মুনাফেকি: রিজভী (ভিডিও) ◈ নির্বাচন নিয়ে একাট্টা হচ্ছে রাজনীতিবিদরা, মান্নার চা চক্রে বিভিন্ন নেতারা ◈ এসপি ইমনকে সারদা থেকে তুলে নিয়ে গেছে ডিবি পুলিশ ◈ ৫ আগস্টের পর আওয়ামীপন্থী বলে গণমাধ্যমের ওপর প্রতিশোধমূলক হামলা হয়: জাতিসংঘ ◈ তিনটি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে ফেসবুকে যা লিখলেন জামায়াত আমির ◈ সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা ◈ ডোনাল্ড ট্রাম্প গাজাকে জাহান্নাম বানানোর হুমকি দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছেন : জামায়াত 

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ০৮:১৮ রাত
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আয়নাঘরে বন্দী থাকা কক্ষ শনাক্ত করে যা বললেন উপদেষ্টা নাহিদ ইসলাম

‘আয়নাঘর’ নামে কুখ্যাতি পাওয়া রাজধানীর গোপন বন্দিশালা ঘুরে দেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ছয় উপদেষ্টা। আজ বুধবার রাজধানীর তিনটি এলাকায় র‌্যাব ও ডিজিএফআইয়ের কয়েকটি বন্দিশালা ঘুরে দেখেন তারা।

কচুক্ষেতে ডিজিএফআইয়ের আয়নাঘরে গিয়ে জুলাই আন্দোলন চলাকালে বন্দী থাকা একটি কক্ষ শনাক্ত করেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।

ওই কক্ষের স্মৃতিচারণ করে নাহিদ ইসলাম বলেন, ‘আমাকে গ্রেপ্তার করে নিয়ে এসে ইন্টারোগেশন করা হয়েছে অনেক। যখন চোখ খোলা হয়েছিল, তখন এ রকম একটা রুম দেখেছি। যতক্ষণ রুমে থাকতাম, ততক্ষণ চোখ খোলা থাকত, হাতকড়া খুলে দিত। রুম থেকে বের করার সময় চোখ বাঁধত, হাতকড়া বাঁধত। এখানে ছিল একটা কাঠের দরজা, তার সামনে একটা লোহার দরজা ছিল। দরজার নিচ দিয়ে খাবার দিত। রুমে গোল গোল হলুদ লাইট ছিল। প্রচুর সাউন্ড হতো বাইরে।’

উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ‘একটা পটের মতো ছিল, প্রস্রাব করতে হলে এখানেই করতে হতো। আদার্স লাগলে তারা ওয়াশরুমে নিয়ে যেত। কাঠের দরজা এবং সামনে বা পেছনে লোহার দরজা ছিল।’

ওই কক্ষের একপাশে টয়লেট হিসেবে একটি বেসিনের মতো ছিল উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ৫ আগস্টের পর এই সেলগুলোর মাঝের দেয়াল ভেঙে ফেলা হয়। এ ছাড়া দেয়াল রং করা হয়েছে।  উৎস: দৈনিক আমাদের সময়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়