শিরোনাম
◈ ট্রাইব্যুনালের অনুমতি ছাড়া তল্লাশি ও আলামত জব্দের ক্ষমতা পেলেন তদন্ত কর্মকর্তা ◈ ট্রাম্প-মোদি বৈঠকে বাংলাদেশ নিয়ে কী কথা হতে পারে? ◈ ফ্রান্সে মামলা করলেন পিনাকী ভট্টাচার্য ◈ তৌহিদী জনতাকে হুমকি নয়, সতর্ক করেছি: উপদেষ্টা মাহফুজ ◈ ছাত্রীর হাতে লাঞ্ছিত শিক্ষক, ভিডিও ভাইরাল ◈ সুন্দরবনে ক্যামেরার সামনে বনকর্মীকে কামড়ে নিয়ে গেল বাঘ, এরপর যা ঘটল (ভিডিও) ◈ রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন ১৭ এপ্রিল ◈ আকাশপথের ভাড়া নিয়ে পরিপত্র জারি: প্রবাসী শ্রমিকদের জন্য বিশেষ ভাড়ার নির্দেশ, ‘শ্রমিক ভাড়া’ আবার চালু ◈ বাংলাদেশে শত্রুভাবাপন্ন সরকার ক্ষমতায় গেলে হুমকিতে পড়বে ভারত: শশী থারুর ◈ বৈষম্য শুধু প্রাণের বিনিময়ে দূর হবে না: আলী রিয়াজ

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:১৫ রাত
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আকাশপথের ভাড়া নিয়ে পরিপত্র জারি: প্রবাসী শ্রমিকদের জন্য বিশেষ ভাড়ার নির্দেশ, ‘শ্রমিক ভাড়া’ আবার চালু

প্রবাসী শ্রমিকদের যাতায়াত ভাড়া নিয়ে একই দিনে দুটি সুখবর এসেছে। রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দুটি দেশের প্রবাসীদের জন্য বিশেষ 'শ্রমিক ভাড়া' পুনরায় চালুর ঘোষণা দিয়েছে।

একই দিনে, ওয়ার্ক ভিসায় বিদেশগামী কর্মীদের জন্য বিশেষ বিমান ভাড়া নির্ধারণে বাংলাদেশে ফ্লাইট পরিচালনাকারী এয়ারলাইন্স ও ট্রাভেল এজেন্সিগুলোকে নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ক্রমবর্ধমান বিমান ভাড়া রোধ এবং অভিবাসন ব্যয় হ্রাসের লক্ষ্যে সৌদি আরব ও মালয়েশিয়াগামী বাংলাদেশি প্রবাসীদের জন্য বিশেষ 'শ্রমিক ভাড়া' চালু করেছে।

প্রায় দুই দশক আগে বন্ধ হওয়া এই 'শ্রমিক ভাড়া' পুনঃপ্রবর্তন করা হলো, যা অভিবাসী কর্মী, ট্রাভেল এজেন্ট এবং নিয়োগকারী সংস্থাগুলোর দীর্ঘদিনের দাবি ছিল।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বিমান জানায়, সোমবার (১০ ফেব্রুয়ারি) থেকে এই ভাড়া কার্যকর হয়েছে।

অন্যদিকে, আকাশপথের যাত্রীদের প্রকৃত ভাড়ায় গন্তব্যে পৌঁছানো নিশ্চিত করতে মঙ্গলবার সিএ-২ অধিশাখা থেকে বিশেষ ভাড়া সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। এতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রুমানা ইয়াসমিন।

পরিপত্রে বলা হয়েছে, 'বাংলাদেশে ফ্লাইট পরিচালনাকারী এয়ারলাইন্স ও ট্রাভেল এজেন্সিগুলো ওয়ার্ক ভিসায় বিদেশগামী শ্রমিক/কর্মীদের জন্য বিশেষ বিমান ভাড়ার ব্যবস্থা করবে।'

'শ্রমিক ভাড়া'র সুবিধা

বিমানের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাংলাদেশ-সৌদি আরব এবং বাংলাদেশ-মালয়েশিয়া রুটে কর্মীরা চলতি বছরের ৩০ জুন পর্যন্ত শ্রমিক ভাড়ার সুবিধা পাবেন।

নতুন ভাড়া কাঠামোর অধীনে, ঢাকা-জেদ্দা, ঢাকা-মদিনা এবং ঢাকা-রিয়াদ রুটের ফ্লাইটের জন্য কর ব্যতীত মূল ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩৬০ ডলার। ঢাকা-কুয়ালালামপুর রুটের জন্য এই ভাড়া ১৫০ ডলার।

বিমান সূত্র জানায়, সৌদি আরবগামী ফ্লাইটের নিয়মিত বেস ভাড়া বর্তমানে ৪৩০ থেকে ৪৮০ ডলারের মধ্যে, যেখানে কুয়ালালামপুরের জন্য বেস ভাড়া ৩৬০ ডলার।

'অভিবাসন ব্যয় কমানোর জন্য সরকারের প্রচেষ্টার সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা এই উদ্যোগ নিয়েছি,' বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শফিকুর রহমানের বরাত দিয়ে জানিয়েছে বাসস।

বিমানের বিপণন ও বিক্রয় পরিচালক আশরাফুল আলম বলেন, সৌদি আরব এবং কুয়ালালামপুরের বিভিন্ন গন্তব্যে ভ্রমণকারী নতুন নিযুক্ত প্রবাসী কর্মীদের জন্য একমুখী টিকিটের ক্ষেত্রে বিশেষ ভাড়া প্রযোজ্য হবে।

বিমানের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস বাংলাদেশ (আটাব)। সংগঠনটি মনে করছে, এই সিদ্ধান্ত অভিবাসন খরচ কমাতে সহায়ক হবে। কারণ অন্যান্য বিমান সংস্থাগুলোও জাতীয় পতাকাবাহী বিমানকে অনুসরণ করতে বাধ্য হবে।

আটাব আশা করছে, এ ভাড়া নির্ধারণের ফলে অন্তত ১০ হাজার প্রবাসী কর্মী উপকৃত হবেন।

প্রবাসী শ্রমিকদের জন্য বিশেষ ভাড়ার নির্দেশ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জারি করা বিশেষ ভাড়ার পরিপত্রে বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী অনিবন্ধিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকিট বিক্রি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

পরিপত্রে বলা হয়েছে, গ্রুপ-টিকিট বুকিংসহ যেকোনো টিকিট বুকিংয়ের সময় ভ্রমণেচ্ছু যাত্রীর নাম, পাসপোর্ট নম্বর এবং পাসপোর্টের ফটোকপিসহ বুকিং সম্পন্ন করতে হবে।

বুকিং প্রদানের তিন দিনের মধ্যে সংশ্লিষ্ট যাত্রীর নামে টিকিট ইস্যু না হলে এয়ারলাইন্স স্বয়ংক্রিয়ভাবে ওই টিকিট বাতিল করবে।

ফেব্রুয়ারির ১১ তারিখ পর্যন্ত ট্রাভেল এজেন্সিগুলোর মাধ্যমে গ্রুপ-বুকিং করা টিকিট আগামী সাত দিনের মধ্যে যাত্রীর নাম, পাসপোর্ট নম্বর এবং পাসপোর্টের কপিসহ বিক্রয় নিশ্চিত করতে হবে। অন্যথায়, পরবর্তী তিন দিনের মধ্যে সংশ্লিষ্ট এয়ারলাইন্স ওই টিকিট স্বয়ংক্রিয়ভাবে বাতিল করবে।

গ্রুপ-বুকিংয়ের ক্ষেত্রে টিকিটের প্রকৃত বিক্রয়মূল্য বিক্রয়ের সঙ্গে সঙ্গে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়কে জানাতে হবে এবং মন্ত্রণালয় তা ওয়েবসাইটে প্রকাশ করবে।

পরিপত্রে আরও বলা হয়েছে, সব ধরনের এয়ার টিকিট অনলাইনে বিক্রির ব্যবস্থা করতে হবে এবং বিক্রিত টিকিটের মূল্য অনলাইনে ও টিকিটের গায়ে প্রদর্শিত থাকতে হবে।

এছাড়া, চাহিদার অতিরিক্ত টিকিট মজুদ করে অন্য এজেন্টের মাধ্যমে বিক্রির কারণে টিকিটের দাম বৃদ্ধি পেলে, বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২-এর বিধি-১৫ অনুযায়ী সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্সির নিবন্ধন সনদ স্থগিত বা বাতিল করা হবে। উৎস: বিজনেস স্ট্যান্ডার্ড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়