শিরোনাম
◈ যৌথবাহিনীর অভিযান: ফেনীতে অস্ত্রসহ আটক ৪ ◈ আমেরিকায় একান্ত বৈঠক হবে না মোদী-ইউনূসের : আনন্দবাজার পত্রিকা অনলাই ◈ ওয়াকি–টকি বিস্ফোরণে লেবাননে এবার নিহত ১৪, আহত ৪৫০ ◈ কমিশন থেকে সরে গেলেও যুক্ত থাকবেন শাহদীন মালিক ! ◈ শেখ হাসিনা সরকার রেখে গেছে ১০ লাখ কোটি টাকার বিদেশি ঋণ : কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন ◈ কী হয়েছিল এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজায়? যা জানা গেল ভাইরাল সেই ভিডিওটির সম্পর্কে (ভিডিও) ◈ বিকেলে গণপিটুনি, রাতে জাবির সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু  ◈ আন্দোলনে নিহতদের পরিবার পাবে ৫ লাখ, আহতরা ১ লাখ ◈ প্রধান বিচারপতি যে ১২ নির্দেশনা দিলেন ◈ সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে দূরে থেকে বাদাম বেঁচে খেলেও ভালো করতাম : রিমান্ডে যুবলীগ নেতা

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২২, ০৯:৫২ রাত
আপডেট : ১৮ জুলাই, ২০২২, ০৯:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগরতলায় ‘পদ্মা সেতু বিপুল সম্ভাবনার অর্থনীতি ও অন্যান্য’ গ্রন্থের মোড়ক উন্মোচন

আবু হানিফ: ১৭ জুলাই আগরতলা প্রেসক্লাবে অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীলের নবম বই ‘পদ্মা সেতু বিপুল সম্ভাবনার অর্থনীতি ও অন্যান্য’-এর মোড়ক উন্মোচন করা হয়েছে। এতে দৈনিক সমকালের যুগ্ম সম্পাদক সবুজ ইউনূস প্রধান অতিথি হিসেবে ছিলেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কবি সুমিতা বর্ধন, সাংবাদিক ও সাধারণ সম্পাদিক, বিশ্ব কবিমঞ্চ আগরতলা শাখা, ত্রিপুরা, ভারত ও কবি নন্দিতা ভট্টাচার্য, আগরতলা, ত্রিপুরা,ভারত। বাংলাদেশ থেকে কবি পুলক কান্তি ধর, আহ্বায়ক, বিশ্ব কবিমঞ্চ, কেন্দ্রীয় কমিটি, বিশ্ব কবিমঞ্চের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানটিতে অন্যান্যের সঙ্গে উপস্থিত থেকে বইটির মোড়ক উন্মোচন করেন। 

পদ্মার দুই তীরকে জুড়ে দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসামান্য অর্জনে বাংলাদেশের সীমানা পেরিয়ে ভারতবর্ষজুড়ে বাঙালিদেরও মধ্যে যে প্রচণ্ড আবেগ আর উদ্দীপনার সৃষ্টি করেছে, সেই বিষয়টি আলোচকদের আলোচনায় ওঠে আসে।
 
পাশাপাশি আলোচকবৃন্দ একজন ব্যস্ত চিকিৎসক হয়েও পেশার বাইরে অধ্যাপক ডা. স্বপ্নীলের সমাজ সচেতনতা ও লেখালেখির  প্রশংসা করেন। তারা প্রত্যাশা ব্যক্ত করেন যে, ঘটমান বর্তমান নিয়ে অধ্যাপক ডা. স্বপ্নীলের লেখা প্রবন্ধেগুলোর এই সংকলনটি ভবিষ্যতের প্রজন্মের সামনে আজকের বাংলাদেশটাকে ঠিকঠাকমত তুলে ধরার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচিত হবে।

উল্লেখ্য ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রতিষ্ঠাতা প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বিশ্ববিদ্যালয়টির হেপাটোলজি বিভাগের সদ্য সাবেক চেয়ারম্যান। 

লেখালেখিতে অধ্যাপক ডা. স্বপ্নীলের হাতেখড়ি ঢাকা কলেজে পড়াকালীন সময়ে ১৯৮৬-৮৭ সালে। সেসময় বিভিন্ন জাতিয় সাপ্তাহিক ও দৈনিকে তিনি নিয়মিত কলাম লিখতেন। তার প্রথম বই, হেনরি কিসিঞ্জারের আত্মজীবনী গ্রন্থ ‘হোয়াইট হাউজ ইয়ারসের’ আংশিক অনুবাদ ‘প্রেক্ষাপট : বাংলাদেশের মুক্তিযুদ্ধ’ প্রকাশিত হয় ১৯৯৩ সালে, যখন তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের ছাত্র। পরের বছর প্রকাশিত হয় তার দ্বিতীয় অনুবাদগ্রন্থ, ভারতীয় সেনাবাহিনীর মেজর জেনারেল (অব.) লক্ষণ সিংয়ের ওয়ার মেমোয়ার্স ‘একাত্তরের বিজয়’। তারপর দীর্ঘ বিরতিতে তার তৃতীয় ও চতুর্থ গ্রন্থ ‘লিভার চিকিৎসায় নতুন সম্ভবনা’ ও ‘সেকাল একালের কড়চা’ যথাক্রমে প্রকাশিত হয় মুক্তধারা ও মাওলা ব্রাদার্স থেকে ২০১৮ সালে। 

এ দুটো বই-ই বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন নিউজপোর্টালে সমসাময়িক বিষয়াবলি নিয়ে প্রকাশিত তার প্রবন্ধগুলোর সংকলন। এরপর থেকে মাওলা ব্রাদার্স প্রতি বছরই অধ্যাপক ডা. স্বপ্নীলের পত্রিকায় প্রকাশিত প্রবন্ধগুলো মলাটবন্দী করার কাজটি নিয়মিত করে আসছে। এরই মাঝে একে একে প্রকাশিত হয়েছে তার প্রবন্ধ সংকলন ‘পথ হারাবে না বাংলাদেশ’, ‘এখন সময় বাংলাদেশের’, ‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ’ এবং সবশেষ ‘কোভিড-১৯’। সমসাময়িক নানা বিষয় ছাড়াও অধ্যাপক ডা. স্বপ্নীলের লেখা ভ্রমন কাহিনি নিয়মিত প্রকাশিত হচ্ছে। বাংলার পাশাপাশি তিনি ইংরেজিতেও লেখালেখি করে থাকেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়