হবিগঞ্জ-২ আসনের (বানিয়াচং-আজমিরীগঞ্জ) সাবেক সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট মজিদ খানকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টার দিকে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মজিদ খানের বিরুদ্ধে হবিগঞ্জ সদর এবং জুলাই গণ-অভ্যুত্থানের সময় হত্যা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের মামলা রয়েছে।
অ্যাডভোকেট মজিদ খান ২০০৯, ২০১৪ ও ২০১৮ সালে হবিগঞ্জ-২ আসন থেকে এমপি নির্বাচিত হন। ২০২৪ সালে আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে আওয়ামী লীগ প্রার্থীর কাছে হেরে যান।
আপনার মতামত লিখুন :